নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে
অবশেষে বরফ গলে গেছে। শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্ক জোড়া লাগছে। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে টেলিফোনে দীর্ঘ সাক্ষাৎকারে শাকিব জানালেন, ‘গতকাল মেজাজ খুব খারাপ ছিল বলে অনেক কথাই হয়তো বলেছি। কিন্তু এখন উপলব্ধি করছি, যা–ই ঘটে থাকুক না কেন, এটা আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান। আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে।’
শাকিব খান আরও বলেন, ‘গতকাল হঠাৎ করেই আমার সন্তানকে টেলিভিশনে তাঁর মায়ের সঙ্গে এভাবে দেখে মাথা ঠিক রাখতে পারিনি। তাঁর প্রতি অভিমান হয়েছিল। তা ছাড়া সন্তানসহ ওকে টেলিভিশনে দেখার পর থেকে আমার কাছে অনেক ফোন আসা শুরু করে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি।’
শাকিব খান বলেন, ‘অপু আমার সন্তানের মা, আমরা একসঙ্গে ছিলাম। খুব ভালোই ছিলাম। তিন দিন আগেও তো একসঙ্গে ঘোরাঘুরি করেছি। আমরা তো ভালোই ছিলাম। ভবিষ্যতেও আমি আমার সন্তানের মাকে নিয়ে ভালোভাবেই থাকব।’
২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৯
ধ্রুবক আলো বলেছেন: ভাই শোনেন, এইটা কিছুই না, জাস্ট একটা ইস্যু দাঁড়া করায়া দেশ, মিডিয়া আর মানুষের মনকে অন্য দিকে নিয়ে গেছে।
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৭
কানিজ রিনা বলেছেন: তবুও ওরা বাচ্চাটাকে স্নেহ লালনে বড় করে
তুলুক এই কামনা।
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৯
সমীর কুমার ঘোষ বলেছেন: এটা উত্তেজনাকে সাময়িক ভাবে কন্ট্রোল করা। এটা একটা কৌশল হতে পারে..
একটু ফান করে বলি এটা হতে পারে বুবলি (যার নাম গতকাল প্রথম শুনলাম!) এর একটা কৌশল যেটা শাকিবকে দিয়ে সে করাচ্ছে !
নিশ্চিত থাকুন পুনরায় তাদের মনের মিল হওয়াটা এতকিছুর পর অনেক কঠিন.... , ভালোবাসা যেমন বাসা যায় মনের মানুষকে তেমনি যদি একবার মন উঠে যায় তাহলে তেমনি বিপরীত... !!
৫| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬
অতঃপর হৃদয় বলেছেন:
৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩৭
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: (পত্রিকা পড়ে / টিভি) যেটা বুঝতে পারলাম যে চিপায় পরে সে মেনে নিতে বাধ্য হয়েছে।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮
সৈয়দ মেহবুব রহমান বলেছেন: দুইদিন কি তোলপাড়টাই না হলো