নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিকৃতবুদ্ধির অধিকারী

বর্ষন মোহাম্মদ

অস্থিতিশীলতা, নষ্টামি, আর যাবতীয় প্রতারণা-প্রবণতার বিরুদ্ধে খেলা চলবে

বর্ষন মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

আপনি কলা খাচ্ছেন তো?

০১ লা মে, ২০১৭ রাত ১০:২৬


আমাদের আশে পাশে সব যায়গাতেই কলা বারো মাসই পাওয়া যায়। কোলেস্টেরলহীন এই ফল খেলে মেদ বাড়ার ভয় নেই। কলা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যা আমরা জানিনা। বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ কলা খেতে পারেন তৃপ্তি সহকারে। বেশি খেলেও শরীরে কোন সমস্যা নাই। কলা একটি অন্যরকম সহজলভ্য তৃপ্তিকর ফল যা দেহকে সুস্থ ও চাঙ্গা রাখে।

নিয়মিত কলা খেলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে দূরে থাকা যায়। জেনে নিন কলা কী কী উপকার করে-

১। অ্যাসিডিটির কারণে অনেক সময় বুক জ্বালাপোড়া করে। নিয়মিত কলা খেলে দূর হবে এই সমস্যা।

২। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলে প্রতিদিন নিয়মিত পাকা কলা খান। দূর হবে কোষ্ঠকাঠিন্য।

৩। কলাতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার ও পটাসিয়াম। এটি পরিশ্রম করার শক্তি প্রদান করে। তাই প্রতিদিন সকালের নাস্তায় কলা খান।

৪। কলাতে থাকা পটাসিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে।

৫। তন্তুজাতীয় ফল কলা হজমের গণ্ডগোল দূর করে।

http://bd24live.com/bangla/article/1493486738/128000/index.html

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৭ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ফ্রি পাচ্ছেন?

২| ০১ লা মে, ২০১৭ রাত ১০:২৯

sunny09 বলেছেন: বেশী বেশী কলা খেতে হয় দেখছি B-)

৩| ০১ লা মে, ২০১৭ রাত ১০:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কলায় পটাসিয়াম থাকে। আমার আব্বার জন্য প্রায় মৃত্যুর কারণ হয়েছিল।

বেশি কলা খাওয়া ভালো না।

তবে কলায় অনেক উপকার কে।

৪| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৭

মানুষ বলেছেন: বাংলা ট্রিবিউন থেকে মেরে দিয়েছেন লেখাটা?

০১ লা মে, ২০১৭ রাত ১১:০১

বর্ষন মোহাম্মদ বলেছেন: bd24live

৫| ০১ লা মে, ২০১৭ রাত ১১:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কলার এতো গুন !

৬| ০১ লা মে, ২০১৭ রাত ১১:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কলা সমাচার ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.