![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
আজ মন আমার উদাসী হয়ে
হাতছানি দিয়ে ডাকে তোমায়,
সাক্ষী আছে কালো আকাশ
নাম না জানা তাঁরা গুলো।
তুমি সাড়া দিলে না ?
জানি শত ডাকলেও সাড়া দেবে না।
কোন সে অপরাধে আমায় ছেড়ে চলে গেল??
জানি না আমি।
সব বাঁধন ছিড়ে চলে গেলে তোমার সুখের কাছে
আর আমাকে নিঃস্ব করে রেখে গেলে।
আমিতো চেয়ে ছিলাম হাঁটবো
তোমার হাত ধরে নির্জন কোন রাস্তায়
ভিজবো তোমার সাথে বৃষ্টিতে
কোন এক দুপুরে,
ঘুরবো রিক্সায়
দিন শেষে ফিরবো বাড়ী
তোমার কোমল হাতের বিদায় ছোঁয়া নিয়ে।
কিছুই হল না,কিচ্ছু পারলাম না
অবশেষে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে গেলাম
আর সঙ্গী হল আমার একাকীত্ব
আর তোমার সাথে কাটানো কিছু ভালো সময়
সৃতির পাতায় লিখে নিয়ে।
______নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা মন্তব্য করবার জন্য
না এখন আর ভালোবাসি না
নিজে কে তো নাই অন্য কাউকে না।
২| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২০
শাহজাহান মুনির বলেছেন: +++++
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা কষ্ট করে পড়বার জন্য।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯
একজন আরমান বলেছেন:
কিছুই হল না,কিচ্ছু পারলাম না
অবশেষে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে গেলাম
আর সঙ্গী হল আমার একাকীত্ব
আর তোমার সাথে কাটানো কিছু ভালো সময়
সৃতির পাতায় লিখে নিয়ে।
দারুন।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভাই , আমি কিছু বলতে চেয়েছিলাম, আমার আর একজন প্রিয় মানুষ প্রিয় লেখক আমার পোষ্টে কমেন্ট করেছে, আমি আজ অনেক খুশী,খুব ভালো লাগছে, একটা সময় ভাবতাম আমি যদি একজন আরমানের মত লিখতে পারতাম,
৪| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩
একজন আরমান বলেছেন:
আপনি একজন আরমান এর থেকে অন্নেক ভালো লিখেন।
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫
বাসুরী বাসীয়ালা বলেছেন: নারে ভাই আমি তোর লিখা আরো কিছু মানুষ আছে যেমন তিতির আপুর লিখা পড়ে একটু চেষ্টা করি লিখার জন্য,তুই আর তিতির আপু আমার খুব প্রিয় লেখক ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৩
সরদার হারুন বলেছেন: উড়ে যাওয়া পাখিটিরে সোনার শেকলে বেঁধে কি লাভ তোমার
নীল আকাশের বুকে যাবে যে হারায়ে ফিরেবেনা আর,
ব্যথার সাগর পারায়ে তবু কেন তারে ভাল বাস ?