![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তোমায় অনেক ভালোবাসি তা
বোঝাতে পারিনি বলে ।
আমি আমায় ঘৃনা করি কারন -
তোমার হারিয়ে যাওয়াটা
মেনে নিতে পারি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তোমায় বিশ্বাস করেছিলাম বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তোমায় আজো ভুলতে পারি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তোমায় পাবো বলে এখনো অপেক্ষা করি ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
এখন ও আমি তোমাকে নিয়ে স্মপ্ন দেখি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তোমার দেয়া কষ্ট গুলো নিরবে
মুখ বুঝে সহ্য করেছি বলে।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তোমায় হারিয়ে বেঁচে আছি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
তুমি না থাকলে আমার
কিভাবে থাকবো সেইটা ভাবি নি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
প্রতি রাতে তোমায় ভেবে কান্না করি বলে ।
আমি আমাকে ঘৃনা করি কারন -
স্বার্থপর না হয়ে তোমার সাথে
কাটানো স্মৃতি গুলো নিয়ে বেঁচে আছি বলে ।
হাঁ আমি আমাকে ঘৃনা করি ।
অতীত কে ভুলে সময়ের সাথে
তালমিলিয়ে চলতে পারি নি
জানি পারবো না কোনদিন ।
আসলেই আমি আমার জীবন কে ঘৃনা করি . .
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা । এত সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি নিজেকে এখন চিনতে পারলাম না।
বেঁচে থাকার একমাত্র শেষ অবলম্বন টুকু হারিয়ে ফেলেছি।
তাই এখন বেঁচে থাকতে হয় বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি।
শুভ সন্ধ্যা
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: হুমমম। ভালো হয়েছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ আপনাকে। কষ্ট করে পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: বাসুরী বাসীয়ালা,
কবিতার ভাবগুলো সত্যিই সুন্দর । কবিতা ও সুন্দর ।
তবে কবিকে বলতে হয়, কবি নিজেকেই চিনে উঠতে পারেননি বলেই এমোনটা।
জীবনকে ঘৃনা করার কিছু নেই । জীবন বড় সুন্দর ।
শুভসন্ধ্যা ।