নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসুরীর ডায়েরী

আমার লিখা কোন লিখার বা পড়ার পর্যায় পড়ে না, তারপর ও লিখি......

বাসুরী বাসীয়ালা

দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।

বাসুরী বাসীয়ালা › বিস্তারিত পোস্টঃ

মুক্তি

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩

হাজার তাঁরার মাঝে একটি চাঁদ,

হাজার মানুষের ভীরে ধরেছিলাম তোমার হাত।

শুধু তোমাকেই ভালবেসেছিলাম,

দিনরাত তোমাকে নিয়ে হাজার স্বপ্ন এঁকেছিলাম,

বিনিময়ে কি খুব বেশি কিছু চেয়েছিলাম ?

তবুও অনেক কিছু তোমার থেকে পেয়েছিলাম।

কিছু দুঃখ, কিছু কষ্ট দিয়ে সাজানো ব্যাথা,

আর দিয়েছিলে কিছু মিছে আশা।

অনেক কেঁদেছি তোমায় হারিয়ে,

কত শত রাত করেছি পার নির্ঘুম থেকে,

অশ্রুধারাতে, মাথার বালিশ ভিজিয়ে।

তোমার দেয়া কষ্ট নামক উপহার,

ক্রমশ আমার জগত করেছে অন্ধকার।

যে জগতে সাথী ছিল নির্ঘুম রাত,

আর সিক্ত বালিশ আমার।

এখন ক্লান্তি করেছে গ্রাস এ আমাকে,

পারছি না আমি আর এ ভার বইতে।

এখন আমি ভেঙ্গে পড়ছি ধীরে ধীরে,

তোমার দেওয়া কষ্টগুলোর ভারে।

এখন আমি বসে থাকি আঁধারে,

মেতে উঠি হাজারো নির্বাক কথোপকথনে।

বলে চলি হাজারো না বলা কথা,

তোমার জন্য ভেবেছিল এ মন যা।

এখন আমি পেরেছি বুঝতে,

তোমায় পাওয়ার যে ছিল আশা,

সবই ছিল ভুল, শুধুই মরীচিকা।

এখন আমার মনে প্রশ্ন জাগে,

বুঝেও কেন পারছি না তবে,

তোমায় ভুলে যেতে।

কি সুখ পেলে বল কষ্ট দিয়ে,

আমায় ব্যাথার সাগরে ভাসিয়ে?

আর নয় এ ব্যাথার সাগরে ছন্নছাড়ার মত ভেসে চলা,

আর নয় এভাবে দিশেহারা হয়ে উত্তর খুঁজে ফেরা।

আজ আমি মুক্তি দিতে চাই,

মুক্তি দিতে চাই আমার নির্ঘুম রাত কে,

আর আমার এ সিক্ত বালিশ কে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

মহিদুল বেস্ট বলেছেন: শেষের দিকে ভাল লাগল

২৫ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৮

বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা......... তেমন লিখতে পারি না
একটু চেষ্টা করি আর কি।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.