![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
আবার এসেছে শীতকাল। কিছুদিনের মধ্যেই এর প্রকোপ বেড়ে যাবে এবং শৈত্য প্রবাহ শুরু হবে। এদেশের অনেক মানুষ এখনো শীতের কারনে মারা যায়। ভাবতে কষ্ট লাগে। কিন্তু আমাদের একটু প্রচেষ্টাই পারে এসব শীতার্ত মানুষদের একটু উষ্ণতা দিতে। কথা না বাড়াই।
সামহোয়ারইন ব্লগারদের উদ্যোগে প্রতি বছরই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ব্লগারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সামান্য হলেও কিছু মানুষের মুখে হাসি ফোটানো যায়। প্রতিবারের ব্যয় এবারো আমরা সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের অংশগ্রহনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম'২০১৩ইং হাতে নিয়েছি। আপনার ব্যবহৃত/নতুন/পুরাতন জামা, সোয়েটার, চাদর বা কম্বল এই অসহায় মানুষদের জন্য দান করুন। অথবা টাকাও দিতে পারেন। সংগৃহিত টাকা দিয়ে কম্বল কিনে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।
এবার আমরা রংপুরে এই কার্যক্রম চালাতে চাই।
এই মাসের শেষ সপ্তাহে যাব আশা করি।
এই কার্যক্রমে আরো সহায়তা করছে "বন্ধু মহল" নামক একটি সংগঠন।
সাহায্য পাঠাতে যোগাযোগ করুন-
বাসুরীঃ ০১৭১৭৫৫৩৫৮৮ সাভার
শুভ্রঃ ০১৭২৬৯০৫১৫১ মিরপুর
বিকাশ করতে পারেন এই নাম্বারেঃ ০১৭১৭৫৫৩৫৮৮
আপনাদের সামান্য অংশগ্রহন আমাদের এই উদ্যোগকে সফল করতে পারে।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধইন্যা
সাথে থাকতে হবে কিন্তু।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
আমিনুর রহমান বলেছেন:
সফলতা কামনা করছি। চমৎকার উদ্যোগ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৮
বাসুরী বাসীয়ালা বলেছেন: বিগত তিন বছর ধরে বন্ধুমহলের উদ্যোগে আমারা শীতবস্ত্র বিতরন করে আসছি। আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
তামিম ইবনে আমান বলেছেন: ভালো উদ্যোগ। চালিয়ে যান