![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।
সাড়া দিন শত ব্যস্ততার মাঝে সময় করে হয়ে ওঠা হয় না অনেক সময় নিজের আপন মানুষটার বিশেষ দিন গুলা ও মিস হয়ে যায় কিন্তু যখন মনে পরে তখন অনেক দেরি;। বুকের ভিতর যে অকির্তিম ভালোবাসা আছে তা হয়তো তাদের বুঝানো যাবে না কিন্তু তারা ত জানে না যে কত যুদ্ধ করে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়।
কেউ কোন দিন ই বুঝবে না যে বাস্তব বাদীরা ও ভালবাসতে পারে। তাদের ভালোবাসা অপ্রকাশিত ই থেকে যাবে এই হোল বাস্তব বাদীদের ভালোবাসা
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩
বাস্তব বাদী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সাহায্য করলে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে আমন্ত্রন।
এখানে লিখুন পড়ুন আর প্রাণবন্ত আড্ডায় মেতে থাকুন।
এটাই হউক আপনার ঠিকানা।