নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব বাদের থেকে বেশী কোন পরিচয় একটা মানুষের হয় বলে আমি জানি না।

বাস্তব বাদী

বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।

বাস্তব বাদী › বিস্তারিত পোস্টঃ

প্রেমের পরিনতি

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

জানা মতে এমন কোন মেয়ে কি আছে যে প্রেম করে নাই বা করে না । এখন কার অধিকাংশ মেয়ে ই হয় ক্লাসমেট বা রিলেটিভ এর সাথে প্রেম করবে এইখানে ও সেই একই সমস্যা সেম এজ, যার পরিনতি খুব কম সময় ই বিয়েতে গড়ায় আর যদি ও গড়ায় কিছু দিন পর ই তাদের সংসার নরকে পরিনত হয় কারণ বিয়ের পর ই ছেলের আর এই মেয়ে কে ভাল লাগে না তার চোখের সব কিছু রঙ্গিন রঙ্গিন লাগে অল্প কিছু দিন পর ই মেয়ের শরীর ভেঙ্গে যায় আর ছেলে তখন অন্য মেয়ের দিকে যায় আর ঝামেলা শুরু হয়।এর ভিতর তাদের একটা বাচ্চা হয়ে যায় অনেক সময় ২টা ও ।সংসার এ অশান্তি লেগে ই থাকে শেষমেশ ২জন ই সিধান্ত নেয় তালাক এর। তাদের তালাক হয়ে যায় কোন কোন সময় বাচ্চা বাবার কাছে ও থাকে আর কোন সময় মা এর কাছে । বাট যখন আবার তাদের বিয়ের ফুল ফোটে তখন বাচ্চা গুলার স্থান হয় হয় দাদা দাদির কাছে বা নানা নানির কাছে ।তবে অনেক সময় দেখা যায় যে বাবা বা মা ২জন এর যে কোন একজন আর বিয়ে করে না বাচ্চা ই মানুষ করে বেশি ভাগ সময় মা ই ত্যাগ করেন নিজের সুখ। তবে ২জন ই বিয়ে না ঐ করতে পারে।

এই হোল সেম এজ এর প্রেম। আর যদি বিয়ে না হয় তখন মেয়ে খাবে ঘুমের ওষুধ আর ছেলে খাবে গাঁজা। ২জন ই বেশ কিছু দিন নাকে আর চোখে দেখবে না বিনা কষ্টে আর বিনা টাকায় তো আর মজা নেওয়া গেল না তাই। ৭দিনের ভিতর সব ওকে ছেলে বলবে ওরে তো খাইয়া ছাইড়া দিছি আর মেয়ে বলবে অর মত ছেলে আমার সাথে আসে নাকি? প্রেম করলো আর ঢলাঢলি করলো একজন এর সাথে আর বিয়ে দিল বাপ মা পেট মোটা অফিসার এর সাথে। তাহলে মাঝ খান থেকে লস হোল ঐ লোকের যে একটা খোসা পাইল ভাগে। বাট অনেক সম পরিবারের চাপে ভালোবাসা ছাড়তে হয় সেই ভালোবাসা টা মাথা চারা দেই বিয়ের পরে আর যার পরিনতি হইলো প্রক্রিয়া.............................................



বিঃ দ্রঃ- প্রেম করার আগে ভাইবো বন্ধু কইরা ভাইবো না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.