![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।
আচ্ছা একটা মেয়ে আপনাকে ছেড়ে গেছে আপনার কোন দোষ ছাড়া ই আপনার থেকে ভালো একজন কে পেয়ে। আচ্ছা যাক না, না হয় সে এক সময় আপনার সাথে বেড শেয়ার করতো আপনার বুকে মাথা রেখে আপনাকে স্বপ্ন দেখাতো আপনার বাচ্চার নাম ঠিক করতো,সংসার এর চিন্তা করতো,
সে হয়তো আপনাকে কিছু স্মৃতি দিয়ে গেছে কিন্তু এর থেকে বেশী সে নিজে নিয়ে গেছে, যা তাকে কুড়ে কুড়ে খাবে প্রতিনিয়ত, তাকে প্রতিনিয়ত ই মনে করায় দিবে সে প্রতারক, সে যখন কারো বুকে মাথা রাখবে তার নিজেরে কাছে ই নিজেকে ছোট লাগবে। সে সারা জীবন লুকায়ে বাঁচবে আপনার থেকে আপনি কিন্তু মাথা উচু করে ই চলবেন আর সে লুকায়ে, সত্য গোপন থাকে না তার চরিত্র যখন জানবে নতুন জন তখন তার কি হবে? তাহলে কার ক্ষতি হলো?
এখন না হয় সে অন্য কারো স্বপ্ন দেখে।
আগে সে দেখাতো আর এখন সে দেখে। তার অবস্থান টা নিচে নামাইছে না?
আপনার বুকের তাপ সে ভুলবে না যখন সে অন্য মানুষের বুকে মাথা রেখে স্বপ্ন দেখার চেষ্টা করবে মনে পড়বে ই আপনাকে এখন বলেন কে ঠকলো???
সে তাকে হারালো যে তাকে ভালোবাসতো আর তার জন্য হারালো যাকে সে পাবে আশা করে।
পাবে কি না তা ও সে জানে না আর পেয়ে ও কি ভালো থাকবে কি গ্যারান্টি এর?
সে দুই দিক থেকে ই ঠকলো।
এ বার একটা ছেলের কথা বলি।
একটা ছেলে আপনার সাথে সময় কাটালো আপনি ভালোবেসে সব উজার করে দিলেন এর পর সে আবার অন্য মেয়ে কে নিয়ে পড়লো কিন্তু আপনাকে ভালোবাসবে এমন মানুষ আপনি পাবনে কিন্তু তাকে ভালোবাসবে এমন কাউকে ই সে পাবে না।
সে শুধু ছুটে ই বেড়াবে এর পিছে ওর পিছে।
তারা সুখে থাকে না আর কাউ কে সুখে রাখতে ও পারে না।
কিন্তু যারা প্রতারিত হয় তারা কিন্তু ঠিক ই সুখে থাকে এক সময়।
তাদের ভালোবাসার মানুষের অভাব হয় না।
স্বপ্ন দেখানো মানুষ চলে যায় কিন্তু স্বপ্ন গুলো তো বেচে থাকে।
আর সেই সব ঠক মানুষ গুলো স্বপ্ন জিনিস টা ও দেখতে পারে না তাদের কপাল এতটা ই খারাপ।
হয়তো তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ ব্যারেষ্ট্যার বড় বড় মানুষ হয় সমাজে ।
কিন্তু প্রকৃত মানুষ হয় না সুখি হয় না।
ছো যে গেছে তাকে ধন্যবাদ দিন যে সে আপনাকে তার থেকে ভালো কাউকে পাওয়ার সুযোগ করে দিয়ে গেছে।
না হলে আপনার জীবন টা অই খানে ই থেমে যেত।
একটা মেয়ে বা ছেলে ছেড়ে গেছে আপনাকে কিন্তু সারা পৃথিবীটা তো আপনার এখন ও আছে তাই না???
এখন অনেক সুযোগ আপনার সামনে। চলেন এগিয়ে যাই।
ডিপ্রেশন বলে কিছু নাই সব আপনার আমার সৃষ্টি।
পার্থ-
©somewhere in net ltd.