![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।
অতীত শুধু কষ্টের নয়, অনুপ্রেরণারও। আমি অনুপ্রেরণা গ্রহণ করি অতীত থেকে।’
অনেক কিছু ই হবে যা হয়নি আগে।
Future is not be written.
শুধু সময়ের অপেক্ষা।সময়,সময়কেও এক সময়,সময় দেয়।
ইতিহাস মুছে ফেলা যায় না আর ভুল ইতিহাস কোনদিন চিরস্থায়ী হয় না।
এইটা ই বাস্তবতা।
পার্থ-
10:52am
06-10-17
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩
কানিজ রিনা বলেছেন: সততায় বিশ্বাস, পরিশ্রমে অনঢ় সুন্দর
বাস্তব জীবন বয়ে চলে। অতীত,বর্তমান,
ভবিষ্যৎ একই চাকায় চলে। সত্য সৎ সাহস
নিষ্ঠাবান সর্ব সাধন সিদ্ধ জীবন।
আপনের কাছে দুঃখ পাওয়া অতীত,
বর্তমানে ফিরে ফিরে আসে,সে দুঃখ
ভবিষ্যৎ প্রজম্ম না পায় সেই প্রচেষ্টায়
অনঢ় থাকা একান্ত প্রয়োজন। ধন্যবাদ।