নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তব বাদের থেকে বেশী কোন পরিচয় একটা মানুষের হয় বলে আমি জানি না।

বাস্তব বাদী

বাস্তবতা অনেক কঠিন তারপর ও যারা মেনে নিতে পারে তারা বাস্তববাদী। আমি ও তাদের ভিতর ই একজন।।

বাস্তব বাদী › বিস্তারিত পোস্টঃ

প্রোপজডে ও ভালোবাসা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৩

#এখানে_প্রোপজাল_নেয়া_হয়
আজকে প্রোপজডে।
এই ডে গুলো কিভাবে বা কোথা থেকে আসলো তা আমি জানি না।
রোজ ডে, প্রোপজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে, কিস ডে, তারপর ভ্যালেন্টাইন ডে।
ব্যাপার গুলো এমন যে স্টেপ বাই স্টেপ পার করেই নিজের ভ্যালেন্টাইন পেতে হয়।
সাতটা স্টেপ পার করেই পেতে হয় নিজের ভ্যালেন্টাইনকে তবে তা শুধু মুখে আর ডে পালনের ক্ষেতে।
মানুষের এক জীবনও পার হয়ে যায় নিজের ভ্যালেন্টাইনকে পেতে।
খুব কম ভাগ্যবান মানুষই তাদের ভালোবাসাকে পায়।
আর তার থেকেও কম মানুষ তাদের ভালোবাসাকে নিয়ে ঘর বাধতে পারে।
অতীব ক্ষুদ্র মানুষ ভালোবাসাকে নিয়ে সুখী হতে পারে।
এইটা জীবন।
ভালোবাসা পাওয়া যতটা কঠিন তাকে ধরে রাখা তার থেকেও বেশী কঠিন।
এর থেকেও বেশী কঠিন নিজের ভালোবাসাকে নিয়ে সুখে থাকা। তবে আগে মনে হতো ভালোবাসাটাই সব, সুখটা আপেক্ষিক। তবে এখন সুখটাকেই সব মনে হয়।
ভালোবাসাটাকে মনে হয় ভোরের শিশির। রোদ উঠলেই তা বিলিন হয়ে যায়।
সময়ের সাথে সাথে চিন্তাভাবনা ও অনুভূতি বদলায়।
এইটা কারো দোষ না। এইটা অনুভূতির বদল।
কেউ যদি আপনাকে নিয়ে আর আগাতে না চায় তাহলে তাকে তার মত করেই আগাতে দিন।
তার পথেই ছেড়ে দিন। সাময়িক ভাবে কষ্ট পেলেও সত্যিই বলছি আপনিই একদিন ভালো থাকবেন।
আপনারও একটা পৃথিবী তৈরি হয়ে যাবে।
শুধু সময়ের অপেক্ষা।
12:35am
08-02-20

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: বুঝাই যাচ্ছে গভীর আবেগ থেকে লিখেছেনে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.