নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভাল আছি .............

আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।

পল্লী বাউল

আপনারে আমি খুজিঁয়া বেড়াই

পল্লী বাউল › বিস্তারিত পোস্টঃ

সায়ান ! এক বিস্ময়ের নাম

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩





মাথার চুল একবারে ছোট করে ছাটা, চোখে স্বচ্ছ চশমা প্রথম দেখায় যে কারো মনে হবে কোন স্কুল বালক বুঝি। কিন্তু যখনই তার কন্ঠে ধ্বনিত হয় জীবনের নব জাগরনের গান তখনই ভুল ভাঙ্গে। সায়ান, বাংলা গানের জগতে এক নতুন বিস্ময়। গতরাত ১২টার পর হতে ৩টা পর্যন্ত একুশে টিভির লাইভ অনুষ্ঠানে একের পর এক জীবনমুখী গান গেয়ে শোনান সায়ান। গানের সাথে সাথে তার চমৎকার গিটার বাজানো এবং একইসাথে মাউথ অর্গান বাজানো আপনাকে মুগ্ধ করবেই। কালকে যারা অনুষ্ঠানটি দেখেছেন তারা আমার সাথে একমত হবেন বাংলাগানের ভবিষ্যত উজ্জল তারকা সায়ান। নিজে গান লেখেন নিজেই সুর করেন, অপূর্ব তার গানের কথা। একমাত্র সুমন ও নচিকেতার গানের সাথে মিল খুজেঁ পাওয়া যায় সায়ানের গানের। চমৎকার কথাও বলেন সায়ান। আমি যতটুকু জানি শৈশব হতেই একটা সংগ্রামের মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন সায়ান। তার এ সংগ্রামের কথা পাওয়া যায় তার গানে। ব্যাক্তিগত জীবনে শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাইয়ের মেয়ে অর্থাৎ হালের অতি জনপ্রিয় গায়ক হাবিবের চাচাতো বোন সায়ান। কিন্তু পুরো অনুষ্ঠানে কখনো তাকে এই পরিচয়ে পরিচিত হতে দেখিনি। নিজের পরিচয়ে এগিয়ে যাক সায়ান। জয়তু সায়ান। ............. হাল ছেড়ো না বন্ধু তবে কন্ঠ ছাড়ো জোরে তোমার আমার দেখা হবে অন্য গানের ভোরে।



সায়ানের গান পাবেন এখানে

মন্তব্য ৪৭ টি রেটিং +১৪/-৬

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫১

শরৎ চৌধুরী বলেছেন: হ্যা আমিও অনেক প্রশংসা শুনছি।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

পল্লী বাউল বলেছেন: সত্যিই প্রশংসার যোগ্য।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯

জটিল বলেছেন: সায়ানের চেহারা দেখান ভাই , গানের লিঙ্ক দেন :)

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০২

পল্লী বাউল বলেছেন: জটিল ভাই, লিন্ক আমিও খুজঁতেছি, পেলে অবশ্যই দেবো; ধন্যবাদ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০০

আহ্‌সান বলেছেন: প্রোগ্রাম টা কালকে আমিও দেখেছি। মুগ্ধ হয়ে আমি গানগুলো শুনেছি। এত সুন্দর গায় অথচ কি করে আমি এই শিল্পীর গান এতদিন শুনিনি তা আমাকে হতবাক করেছে। অনেক দিন পরে মনে শান্তি পাবার মত কিছু গান শুনেছি কাল রাতে।

মেয়েটি আসলেই খুব ভিন্ন ধাঁচের। কত সেলিব্রিটি রা ফোন করে ওর গানের প্রশংসা করেছে, কিন্তু তাই বলে অর মাঝে কোন অহমিকাবোধ পরিলক্ষিত হয়নি। তবে আমার মনে হয় কেঊ একজন যখন খুব করে তার ভালো লাগা এবং ওর গানের প্রশংসা করছিল, তখন সায়ানের আরেকটু স্বতস্ফুর্ত হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়েছে। তবে কথা বার্তায় খুব ই মার্জিত সায়ান।

যাহোক, অনেকদিন পরে ভালো গান শোনার মতো একজন শিল্পী পেলাম। আশা করি অনেক কিছুই দিয়ে যাবেন সায়ান বাংলা গানকে।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

পল্লী বাউল বলেছেন: অনেক সুন্দরভাবে বলেছেন, ধন্যবাদ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

টিংকু ট্রাভেলার বলেছেন:
সায়ানের গান' কাল কভারের এ্যালবামটা বড় অডিওর দোকানগুলোতে পাওয়া যায়। ১০টি গানের এই এ্যালবামটা কোন অডিও কোম্পানীর ব্যানারে আসেনি। নিজে নিজে গান পোকা নামে বের করেছে। দাম ৮০-৯০ টাকা নেবে। গান গুলোতে মুন্সিআনা আছে। দয়াকরে এ্যালবাম কিনুন। সায়ানকে, তার গানকে সাপোর্ট করুন।
৯৩৩৭৯৬৫, ০১৭১২৬৩৭৯৫৭, ০১৯১৯২৮৯৩০৩ এই নম্বরে এ্যালবামের খোজ পাবেন আসা করি।
ধন্যবাদ

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২১

পল্লী বাউল বলেছেন: চমৎকার তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৬

ফারহান দাউদ বলেছেন: কালকে পুরা ৩ ঘণ্টা প্রোগ্রামটা দেখলাম। মুগ্ধ বললে কম বলা হবে,গান,লিরিক,কথা,অ্যটিচুড,সব মিলে একটা রিয়েল ক্যারেক্টার,ছাপ ফেলার জন্যই জন্ম,মনে হলো। আর সবচেয়ে মুগ্ধ,নিজের পারিবারিক পরিচয় একদম শেষে দেয়া দেখে,নিজের নামে,নিজের গুণে পরিচিত হবার চেষ্টা দেখে। আবারো বলি,একটা সত্যিকারের ক্যারেক্টার।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

পল্লী বাউল বলেছেন: আসলেই একটা সত্যিকারের ক্যারেক্টার ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৫

শুভ বলেছেন: সায়ান, আসলেই একটা বিস্ময়ের নাম!

কাল পাওয়ারের না থাকার কারণে অল্প কিছুক্ষণই দেখতে পেরেছিলাম। ওইটুকুতেই জোর ধাক্কা খেয়েছি। অসাধারণ, অন্য রকম, সব কিছুই- বৃত্তের বাইরে!

সায়ানের দেখলাম উপরের পাটির একটা দাঁত নেই কিন্তু এটা নিয়ে তাঁর বিন্দুমাত্র জড়তা নেই- বরং মনে হচ্ছিল সায়ানের এমনটা না হলেই বরং মানেতো না।
কী তাঁর গাওয়ার ভঙ্গি! মনে হচ্ছিল সায়ানের পক্ষেই কেবল সম্ভব।

যেমন সুর, গানের কথা...। ভাসা ভাসা মনে পড়ছে। বাংলাদেশ...আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার দিন শেষ।
হা হা হা।

উল্টো স্রোতে লড়াই করে উঠে আসা এক লড়াকু মেয়ে- মেয়ে, তোমার জন্য টুপি খুলি বারবার।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩০

পল্লী বাউল বলেছেন: চমৎকার বলেছেন, ভাই আমারো উপরের পাটির একটা দাঁত নেই, মাঝে মধ্যেই এটা নিয়ে সন্কোচ লাগে কিন্তু এ মেয়ে অন্য রকম। হ্যাটস আপ টু সায়ান।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯

সামশুল আলম বলেছেন: এই লিঙ্ক http://polapain.110mb.com/shayan.html ক্লিক করুন, গানগুলো নামিয়ে নিতে পারবেন আশা করি।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২৭

পল্লী বাউল বলেছেন: ভাই লিন্কটা কাজ করছে না তবুও আপনাকে ধন্যবাদ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭

রাটসা বলেছেন: ওনার একটা কথা খুব ভাল লাগলো....।ভালো গান গুলো সব তৈরী হয়ে গেছে....।ঐসব গান গুলো শুনতে হবে আমাদের...তাহলেই আসল নকলের তুলনা করা যাবে.....। আলম ভাই কে ধন্যবাদ link ের জন্য

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩০

পল্লী বাউল বলেছেন: চমৎকার কথা বলেন সায়ান। ধন্যবাদ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

আহ্‌সান বলেছেন: সামশুল আলম ভাই,
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিঙ্ক দেবার জন্য.।.।.।।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

বেরসিক বলেছেন: হুম। সময়োপযোগী পোস্ট

আজ দুপুরেএক বন্ধুর সাথে চ্যাট করছিলাম। আমাকে সে জিগাইলো যে সায়ানরে চিনি কি না! আমি কইলাম..নাম তো শুনি নাই। সাথে সাথে সে কিছু গান পাঠায়ে দিলো....

সিমপ্লি অসাধারন !!!
হেডস অফ টু সায়ান

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩২

পল্লী বাউল বলেছেন: সত্যি অসাধারণ..................হ্যাটস আপ টু সায়ান।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪

টনি বলেছেন: হুমম....

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

পল্লী বাউল বলেছেন: হুমম ..................

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১১

লাল দরজা বলেছেন: এই মেয়েটার গান নয়/দশ বছর আগে শুনে ছিলাম মন্ট্রিয়লের এক বাঙালি অনুষ্ঠানে তখন ওকে চিনতাম ফারজানা ওয়াহিদ টিনা বলে। খসরু ওয়াহিদের মেয়ে। থাকত টরন্টোতে। টরন্টো/মন্ট্রিয়লে খুব হাতে গোনা কিছু অনুষ্ঠানে ওকে গাইতে শুনেছি। তার পর একবার শুনলাম ও দেশে ফিরে গেছে। কালকে যখন ইটিভিতে অনুষ্ঠানটা দেখছিলাম তখন বারবার বলছিলাম আরে এটা টিনার গান ও কি টিনা না! বলা বাহুল্য টিনাকে তখন সায়ান নামে চিনতাম না, ওর গেটাপটাও ও আমূল বদলে ফেলেছে। সত্যিই ধাক্কা খাওয়ার মতন, অসাধারন একটা পারফরমেন্স পেল দেশের শ্যোতারা কাল রাতে। তবে একটা কথা না বললেই নয় সায়ানের বোল্ড পারফরমেন্স এর সামনে সাজুগুজু করে থাকা অনুষ্ঠান উপস্থাপক আলিফ আলাউদ্দিনকে একটু বেখাপ্পাই যেন লাগছিল।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮

পল্লী বাউল বলেছেন: সায়ানের সাথে আমার ব্যাক্তিগত পরিচয় নেই। কিছুদিন পূর্বে প্রথম আলোতে তার সম্পর্কে কিছুটা পড়েছিলাম। গতরাতে একুশে টিভিতে তার লাইভ অনুষ্ঠানটা দেখে সত্যি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। সত্যি অসাধারণ গায় সায়ন। আপনার শেষের বাক্যটির সাথে একমত।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫১

সুলতানা শিরীন সাজি বলেছেন: লেখাটা পড়বার সময় মনে হচ্ছিল এইটা বুঝি টিনা........

টিনার গান নয় /দশ বছর আগে মন্ট্রিয়লে শুনছিলাম এক অনুষ্ঠানে..।এত ভালো লেগেছিলো। কি যে সাধারণ একটা মেয়ে....কি যে অসাধারণ গেয়েছিল..........গান শুনেছিলাম বললে কম বলা হয়।
গিলেছিলাম....।
মুগ্ধতার কোন সীমা ছিলো না।

লাল দরজার কথায় বুঝলাম এই সেই.......।
ওর গানের কথা শুনে তখনই বিস্ময়ের অন্ত ছিলো না.......
ওর জন্য অনেক অনেক শুভকামনা.....।

টিনা(সায়ান) কে নিয়ে লিখবার জন্য আপনাকে শুভেচ্ছা।
দেখি সি ডি জোগাড় করবো।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯

পল্লী বাউল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৪

সুলতানা শিরীন সাজি বলেছেন: গানের লিন্ক খুঁজে পেলাম।
গান শুনছি।
Click This Link

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

পল্লী বাউল বলেছেন: লিন্কের জন্য থ্যান্কস.............

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮

মুক্ত মানব বলেছেন: একটা গান শুনলাম লিংক থেকে। ভালো লাগলো।
শুভেচ্ছা নিন। লিরিক-টাও কি গায়িকার? কোন ইউটিউব ভিডিও লিংক আছে? আবারো ধন্যবাদ পোস্টের জন্য।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪০

পল্লী বাউল বলেছেন: লিরিক ও কম্পোজিশন সবই সায়ানের। লিন্কের জন্য ধন্যবাদ প্রাপ্য সুলতানা শিরীন সাজি। আপনাকেও ধন্যবাদ।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

যাযাবর পাখি বলেছেন: অসাধারন , এক নিমিশেই সব ডাউনলোড দিলাম আর শুনলাম,ধন্যবাদ বাউল পোস্টের জন্য ,লিংক এর জন্য ধন্যবাদ আলম এবং সুলতানা সাজি কে,
আমি মোটামুটি মিউজিক ফ্রিক,নতুন এ ধরনের কোন গান পেলে শেয়ার করার জন্য অনুরোধ রইল সবার প্রতি-
My mail : sj_rose2006@yahoo.com

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬

পল্লী বাউল বলেছেন: বদ্দা, কন্ডে???

ব্লগ কি ভুইল্লা গ্যালা?

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩০

ভাঙ্গা পেন্সিল বলেছেন: সায়ান

গান আর লেখা ...দুটোতেই ভালো পারদর্শী।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

পল্লী বাউল বলেছেন: সায়ান, সত্যি এক বিস্ময় প্রতিভা।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭

ত্রিভুজ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ... আসলেই অসাধারণ...

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

পল্লী বাউল বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ ভাই, ঈদের দিন রাত ১.০০ টার সময় একুশে টিভিতে সায়ানের লাইভ শো আছে দেখবেন আশাকরি।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

বিগব্যাং বলেছেন: একটু ভিন্নমত জানানোর জন্য পুষ্টে ঢুকলাম...কিন্তু পোষ্ট এবং কমেন্টে যেভাবে মুষলধারে ও লাগাতার প্রশংসা...সাহস পেলাম না...চুপেচাপে একটা মাইনাস দিয়ে বিদায় নিলাম...

২১| ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৫

।।পাঠক।। বলেছেন: লেখাটি সুন্দর। সায়ান আসলেই একজন অন্য ধরনের শিল্পী। তার গান আশা জাগিয়ে তুলে।

আপনাকে ধন্যবাদ।

২২| ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৯

গুপী গায়েন বলেছেন: ধন্যবাদ। রাতমজুরের দেয়া লিঙ্কটা দিলাম।

Click This Link

২৩| ২৪ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৩

চিকনমিয়া বলেছেন: ডিং, পুলাডা কুনাই?

২৪| ২৫ শে মার্চ, ২০০৯ রাত ২:৫১

মুক্ত বয়ান বলেছেন: সাজি আপু'র লিংক থেইকা তো নামতাছে না :(

২৫| ১৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:২১

ইমন জুবায়ের বলেছেন: চমৎকার লিখেছেন। ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৭

পল্লী বাউল বলেছেন: আপনাকেও ধন্যবাদ ইমন ভাই।

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৫

পল্লী বাউল বলেছেন: গতকাল আরটিভিতে সায়ানের লাইভ শো ছিল। কিছু নতুন গান গেয়েছেন সায়ান। অসাধারন লেগেছে শুনতে।
মুক্তিযুদ্ধাদের নিয়ে "জীবন দিতে গিয়েও কেন তুমি জ্যান্ত ফিরে এলে..........তবে কি আমার দেশের মাটি তোমায় চিনতে পেরেছিল......তোমার রক্ত নেবে না বলে ফিরিয়ে দিয়েছিল।"

নতুনভাবে ভাবাতে বাধ্য করে শ্রোতাকে।

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩০

শয়তান বলেছেন: কালকেরটা মিসকরছি

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২

পল্লী বাউল বলেছেন: গ্রেট মিস :(

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৪

কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২১

উদাসী স্বপ্ন বলেছেন: হাবিবের একটা এলবামে ওনার গান শুনলাম।তার নিজের দুটো এলবামই অনেক কস্ট করে শুনেছি কিন্তু পুরো শুনবার আর কাউকে শুনাবার মতো রুচি হয়নি, অন্তত এতে যে কোনো শিল্প তৈরী হয় তা মোটেও মনে হয়নি! উনার কড়া গলা আমার মোটেও পছন্দ না যদিও গীটারের টিউনে খাপ খাইয়ে গেছে। আর এরকম লিরিকসে অসাধারন গান অনেক আগেই অনেক শিল্পি বেশ ভালো ভালো গান গেয়েছে। এসব কোনো গানই অসাধারন মনে হয় নি যখন কিনা ফ্লাট টিউনে ট্রায়োর মতো ব্যান্ডের গায়কীরা অসাধারন গান গায় তখন মনে হয় পকেটে টাকা থাকলেই গান গাওয়া যায়!

অস হ্য এই শিল্পী (এটা আমার ব্যাক্তিগত অবজার্ভেশন!)!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.