নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান! বিবর্তিত ঔপনিবেশবাদের এজেন্ট নব্য মীরজাফর, জগৎশেঠদের গোপন প্রভুর পত্রাস্ত্র ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০১


বৈধ/অবৈধ, সামরিক, স্বৈরাচার, দেশে আমাদের যে সরকারই ক্ষমতায় থাক: সেটা বাংলাদেশের জনগনের ব্যাপার। এক্ষেত্রে যে কোনো বাইরের শক্তির সৎ/অসৎ পরামর্শ কাম্য নয়। আমরা এমন কোন সমস্যায় পড়িনাই যে, আমাদের কে বুদ্ধি/পরামর্শ আমদানী করতে হবে। মীরজাফর-মোশতাক-জগৎশেঠদের রক্ত এখনো দেশে ক্ষীন ধারায় হলেও বহমান। তাদেরই উত্তরসুরিদের নাঁকি কান্নার সুড়সুড়িতে একটির পর একটির পত্রাস্ত্রের বর্ষন আমাদের লর্ড ক্লাইভের চাতুর্যতা স্মরন করিয়ে দেয়। বাংলা কখনো উপনিবেশকারিদের প্রশ্রয় দেয়নি এবং দেবে না।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২২

আমি সাজিদ বলেছেন: তাবত দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো সমস্যা। আপনার এই ধারণাকে কত % বাংলাদেশী সমর্থন করেন বলে আপনার মনে হয়?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩১

বাউন্ডেলে বলেছেন: তাবৎ দুনিয়া কোথায় পেলেন ? আধুনিক ঔপনিবেশিক শক্তি হাতে গোনা কয়েকটা মাত্র। এরা শোষন পদ্ধতি জানে, সহযোগীতার পদ্ধতি জানে না। তাদের কাছে তাদের উচ্ছিষ্ট ছাড়া আর কিছু পাবেন না।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

কাঁউটাল বলেছেন: বংলাদেশ ভাঁড়তীয় প্রভাব থেকে মুক্ত হয়ে আমেরিকান উপনিবেশে পরিনত হলে দাদাদের জন্য তো কিছুটা সমস্যাই। তখন ( এখনকার মত স্বাধীন ভাবে) যত্রত্ত্র হাগু করার জন্য ইন্ডিয়া যেতে হবে, সেখানে নাকি আবার পর্যাপ্ত টয়লেট নাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

বাউন্ডেলে বলেছেন: আপনার ধারনা ভুল। বাংলাদেশে ভারত সরকারের প্রভাব থাকলে আপনাকেও নদীর কিনারে হাগু করতে হত। তা যেহেতু করছেন না, অতএব আপনি ভারতীয় প্রভাব মুক্ত।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৭

বাউন্ডেলে বলেছেন: কিছু প্রভাবশালী দেশ বা বিদেশী প্রতিষ্ঠান বাংলাদেশের বর্তমান সরকারের কাছে বাংলাদেশের কোন ব্যাক্তি বা গোষ্ঠির জন্য সুপারিশ করে চিঠি প্রেরন এবং কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩১

কামাল১৮ বলেছেন: কিছু লোক ন্যাটোকেই পুরা বিশ্ব ভাবে।তাদের ভাবনার পরিধি সীমিত।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৭

বাউন্ডেলে বলেছেন: কামাল১৮ বলেছেন: কিছু লোক ন্যাটোকেই পুরা বিশ্ব ভাবে।তাদের ভাবনার পরিধি সীমিত।

সঠিক কথা বলেছেন, মীরজাফর, জগৎশেঠদের অবয়ব আস্তে আস্তে ফুটে উঠছে। আমেরিকা কিছু কিছু লোভীর লালা ঝড়াচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.