নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

আবেগ

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

তানজিম সাকিব পোস্ট ডিলিট করেছে, ক্ষমা চেয়েছে।
মেহেদী মিরাজ পোস্ট ডিলিট করেছে।
তাহলে মানে কি দাঁড়ালো ?
ওদের ঈমানে ঘাটতি আছে ?
ওরা যে আকিদা নিয়েই হোক, ইসলাম পালন করলে তো পোস্ট ডিলিট করার কথা না, বিশ্বাসে অবিচল থাকলে সেই বিশ্বাস নিয়েই তো থাকার কথা।
তাহলে কি ওরা পোস্ট দিয়েছিলো বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে, এখন আবার পোস্ট ডিলিট করেছে বিশেষ উদ্দেশে ।
ব্যক্তি স্বার্থের কথা তো ইসলামে বলা হয়নি ।
ইসলাম তো কোন মধ্যপন্থা এলাউ করে না, ইসলামে অপশন দুইটা - ইয়েস অর নো ।
আজ ইয়েস, কাল নো !! এটা তো ইসলাম না ।
ওরা তো না ঘটকা, না ঘরকা ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



ওরা মানুষের মনোভাব বুঝতে পেরেছে, সঠিক কাজ করেছে। আপনি সঠিক ভাবনার বিরোধীতা করছেন; কারণ, আপনি মতো প্রফেশানেল নন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



ওরা সঠিক, আপনি ভুল।

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

বাউন্ডেলে বলেছেন: ভাসা, ভাসা জ্ঞান দিয়ে ধর্ম-অধর্ম বুঝলে যা হয় আর কি ? কোন হুজুরের ওয়াজ শুণে চোখের পানি, গায়ের ঘাম একখানে করেছে ! আলাহ মালুম।
সোনাগাজী ভাই, আপনি সঠিক। এ ব্যাপারে কোন সন্দেহ নাই।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

নতুন বলেছেন: ট্যাকার জন্য ক্রিকেট খেলে, এই খেলা খেলতে গেলে নামাজ কাজা করতে হয়।

সে ট্যাকা, ক্ষ্যাতির জন্য নামাজ কাজা করতে হবে এমন পেশা বেছে নিয়েছে। দুনিয়াতে এতো কাজ থাকতে কেউই তাকে বাধ্য করেনি ক্রিকেট খেলতে। এটা তার চয়েস।

সে শুরুতেই ফরজ কাজা করে ধার্মিক হবার মতন ফ্ল্যেক্সিবেল হয়েছে। এখন ধমীয় জ্ঞান দিয়ে গিয়ে তিনি তো আর ক্রিকেট ক্যারিয়ারে সমস্যা করতে চাইবেনা। B-)

এটা কে ভন্ডামী বলে সহজ হিসেবে।

কচি মুমিন এটা বোঝে নাই। সামনে সে এমন করবেনা। শুধুই গুরুদের সাথে ছবিদেবে, এবং আখেরাতের উদ্দেশ্যে জ্ঞান দেবে, নারী বা জনগনের উদ্দেশ্য কিছু বলবে না। ;)

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

বাউন্ডেলে বলেছেন: মুমিনস্ গন এবাদত বলতে শুধু নামাজ,রোজা,জোব্বা,টুপি এসব বোঝে।দান-খয়রাত, সুশৃংখল জীবন-যাপন, ন্যায় প্রতিষ্ঠা, সত্য উদঘাটন, প্রানী সেবা, সুখী-নির্বিবাদী সংসার কর্ম, ইন্দ্রিয় নিয়ন্ত্রন, মানুষকে আনন্দ প্রদান, হালাল রুজি, ফেৎনা থেকে মুক্ত থাকা- এগুলোও যে এবাদত, ঐ নরাধম ফেৎনাবাজরা জানেনা অথবা সরলমনা মানুষকে মোহবিষ্ট করে নিজেদের কু-চিন্তা বাস্তবায়নের জন্য সত্য গোপন করে। এবং সরলমনা ধর্মভীরু মানুষকে পথভ্রষ্ট করে বিভ্রান্ত করছে মোনাফেক ওয়াজিরা।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

বাকপ্রবাস বলেছেন: আপনার এটা উগ্রবাদি পোষ্ট, ঝামেলা পছন্দ আপনার মনে হয়, ওরা সঠিক কাজটাই করেছে, আপনি ওদের ভাল চাননা, আপনি চান ওদের মাথায় কাঠাল ভাংতে। ওরা ঝামেলা এড়িয়ে খেলতে চাইছে, সেটাই সঠিক পথ

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

বাউন্ডেলে বলেছেন: বাকপ্রবাস বলেছেন: আপনার এটা উগ্রবাদি পোষ্ট, ঝামেলা পছন্দ আপনার মনে হয়, ওরা সঠিক কাজটাই করেছে, আপনি ওদের ভাল চাননা, আপনি চান ওদের মাথায় কাঠাল ভাংতে। ওরা ঝামেলা এড়িয়ে খেলতে চাইছে, সেটাই সঠিক পথ

খেলুক ক্রিকেট, নো সমস্যা । ইচিং-বিচিং খেলায় আবার যাতে উৎসাহী না হয়- কামনা এটাই।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৮

কামাল১৮ বলেছেন: ব্লগে যারা সমৃথন করে লিখেছে তাদের কথা একবার ভাবুন।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

বাউন্ডেলে বলেছেন: মুমিনস্ গন এবাদত বলতে শুধু নামাজ,রোজা,জোব্বা,টুপি এসব বোঝে। সুশৃংখল জীবন-যাপন, ন্যায় প্রতিষ্ঠা, সত্য উদঘাটন, প্রানী সেবা, সুখী-নির্বিবাদী সংসার কর্ম, ইন্দ্রিয় নিয়ন্ত্রন, মানুষকে আনন্দ প্রদান, হালাল রুজি, ফেৎনা থেকে মুক্ত থাকা- এগুলোও যে এবাদত, ঐ নরাধম ফেৎনাবাজরা জানেনা অথবা সরলমনা মানুষকে মোহবিষ্ট করে নিজেদের কু-চিন্তা বাস্তবায়নের জন্য সত্য গোপন করে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: আন্তর্জাতিক ক্রিকেট অংগনে কোন চিন্তাধারার লোক খেলার অযোগ্য বলে বিবেচিত হবে সেটা দেখতে পেয়ে হুস ফিরে পেয়েছে।তাই ক্ষমা চেয়ে সব পোষ্ট ডিলিট করে দিয়েছে।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ দরিদ্র দেশ। এই দরিদ্র দেশে ক্রিকেট খেলাই বন্ধ করে দেওয়া উচিৎ।
একবার যদি বলা হয় যারা ক্রিকেট খেলবে তাঁরা কোনো টাকা পাবে না। শুধু দেশের জন্য খেলবে। তখন দেখবেন, কেউ ক্রিকেট খেলবে না।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৯

বাউন্ডেলে বলেছেন: খেলা মানুষের মানবিক বৈশিষ্ট। এটা কিভাবে বন্ধ করবেন ? বন্ধ করাও উচিৎ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.