নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

হিজাব পরা ভাষ্কর্য স্থাপন ইংল্যান্ডে।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৪


হিজাব পরা একটি ভাষ্কর্য স্থাপন করা হয়েছে ইংল্যান্ডে। কারনঃ কি হতে পারে ? এটাতো হিজাব বিহিন দেশ। অথচ হিজাবকে উৎসাহিত করতে এই ভাষ্কর্য । ইতিহাস ঘাটলে দেখা যায় এই জাতি স্বার্থ ছাড়া থুঃ থু পর্য ন্ত ফেলেনা। সেখানে সামাজিক অবক্ষয় চিহ্নিত হচ্ছে কোন নীতিমালায় বোধগম্য হচ্ছে না।
ছবি ও তথ্যঃ ফেজবুক

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৭

মিরোরডডল বলেছেন:




এটাতো হিজাব বিহিন দেশ।

Who told you?
যুক্তরাজ্যে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ তাদের রিচুয়াল মেইনটেইন করে।
মুসলিম মেয়েরা হিজাব পরে, আই মিন যারা পরতে চায়, কোন বাধা নেই।
মিডল ইস্টার্ন থেকে আসা মেয়েরা ওখানে আবায়াও পরে।
হিন্দুদের জন্য অনেক কমিউনিটি গ্রূপ আছে, অসংখ্য টেম্পল আছে ওখানে হিন্দু মেয়েরা পূজা দিচ্ছে, সবই হচ্ছে ওখানে।
উন্নত বিশ্বের সব দেশেই সব ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলেমিশে থাকে।


২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

বাউন্ডেলে বলেছেন: মেয়েদের মধ্যে ১% শতাংশেরও কম মেয়ে হিজাব ব্যবহার করে। সেই অর্থে বলেছি। ব্যাপকতা যে বিষয়টির থাকে না তাকে অধিক গুরুত্ব দেয়ার পিছনে কারন কি হতে পারে ? সেটাই জানার চেষ্টা।
“মিরোরডডল বলেছেন উন্নত বিশ্বের সব দেশেই সব ধর্ম বর্ণের মানুষ একসাথে মিলেমিশে থাকে।”
সে অর্থে বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ ।
আমাদের গ্রামের একটু দুরে এমন একটি গ্রাম আছে- যেখানে হিন্দু-মুষলমানের ঘর একই আঙ্গিনা ঘিরে।শত শত বছর ধরে তার বংশ পরস্পরায় বাস করছে। বছরখানিক আগে হিন্দু-মুসলিম দুই তরুন বন্ধু মটরসাইকেল দুর্ঘটনায় এক সাথে মারা গেলে শ্মশানের পাশেই মুষলমান ছেলেটিকে দাফন করা হয় মুসলিম রীতীতেই। দেশের বিভিন্ন এলাকায় খুটি-নাটি বিষয় নিয়ে মোল্লারা ঝামেলা বাধালেও । অত্র এলাকায় পাত্তা পায় না।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৪৮

অগ্নিবেশ বলেছেন: কেয়ামতের লক্ষন, বুরখা পরিয়ে মুর্তি হালাল হচ্ছে, মদে লবন মিশিয়ে মদ হালাল হচ্ছে, সুদ পুদ ত অনেক আগে থেকেই ইসলামী ব্যাঙ্ক হালাল করে দিয়েছে, এখন বাকি থাকল পর্ক খাওয়া, দেখা যাক আলহামদুলিল্লাহ বলে পর্ক খাওয়া কবে হালাল হয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

বাউন্ডেলে বলেছেন: ভক্তি বা প্রার্থনার জন্য এই ভাস্কর্য নয়।অনেকটা পুতুল খেলার মতোই।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:৪০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধান্দাবাজি অথবা মুসলিম নারীদের প্রতি সহমর্মিতা দেখানো।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

বাউন্ডেলে বলেছেন: অবশ্যই কোন উদ্দেশ্য আছে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:

ইহা হিজাব নয়, বা কোন নারী মুর্তিও নয়। মধ্যযুগের বর্ম পরিহিত এক যোদ্ধা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

বাউন্ডেলে বলেছেন: মুর্তির চোখের দিকে দেখেন

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

মিরোরডডল বলেছেন:




হাসান, পোষ্টে উল্লেখিত ঘটনা সত্যি।
ভিডিওটা দেখেছি, লিঙ্ক শেয়ার দিলাম। অনেক নিউজে এসেছে।
অবশ্য দেখে বর্ম পরিহিত যোদ্ধা মনে হওয়াটা অস্বাভাবিক না।
কারণ ভাস্কর্যের ফেইসটাতে নারী বা পুরুষ বোঝার উপায় নেই :)
হ্যাপি ফেইসও মনে হচ্ছে না।



২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

বাউন্ডেলে বলেছেন: ভাষ্কর্যটাতে একজিন আত্মবিশ্বাষী নারীকে গর্বিত ভঙ্গিতে দেখা যাচ্ছে।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

মিরোরডডল বলেছেন:




মেয়েদের মধ্যে ১% শতাংশেরও কম মেয়ে হিজাব ব্যবহার করে।

সেটাইতো হবে, কারণ প্র্যাকটিসড মুসলিম কম।

ডিটেইলস দেখিনি তাই কারণ বলতে পারছি না।
নিকাব নিয়ে যেহেতু একসময় অনেক গ্যাঞ্জাম হয়েছে, মুখ ঢাকা থাকলে যেহেতু আইডেন্টিফাই করা যায় না, তাই ফেইস ওপেন হিজাবকে এস্টাব্লিশ করা, এমন কিছু হতে পারে, কে জানে!


৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



হাউকাউ

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

বাউন্ডেলে বলেছেন: সকাল সকাল আবার কি শুরু করলেন ?

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০

মিরোরডডল বলেছেন:




সে অর্থে বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ ।

সবচেয়ে উন্নত সেটা বলবো না, তবে অবশ্যই আমাদের দেশে হিন্দু মুসলিম সম্প্রীতি আছে।
সেটা শুধু কোন এক গ্রামে না, পুরো বাংলাদেশ জুড়েই আছে। করোনার সময়েও আমরা সেটা দেখেছি।

আবার একইসাথে এটাও সত্যি, কয়দিন পরপর বাংলাদেশ ভারত এসব দেশে হিন্দু মুসলিমদের মাঝে কনফ্লিক্ট হয়।

বহির্বিশ্বেও হয়, ফ্র্যান্স, সুইডেন এসব দেশে মুসলিমদের সাথে রেসিজমের ঘটনা বহুবার হয়েছে, কিন্তু তুলনামুলকভাবে রেসিজম আমাদের নিজেদের মাঝেই বেশি। তাদের মাঝে কম। ইউরোপ, অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, ক্যানাডা অনেক বেশি মাল্টি-কালচারাল। সকল ধর্ম বর্ণের মানুষরা ওয়েলকাম, অনেক ওপেন। আর সেকারনেই এসব দেশ এতো বেশি উন্নত।
মানবতার সম্প্রীতি তাদের অনেক দূর নিয়ে গেছে। সেই জায়গায় পৌঁছাতে আমাদের এখনো অনেক সময় লাগবে।

এবির গানের মতো :

বহুদূর যেতে হবে
এখনো পথের অনেক রয়েছে বাকি



৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: কি পোস্ট দিলেন? কে দিলেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

বাউন্ডেলে বলেছেন: পোষ্টটাতে কি ধরনের সমস্যা মনে হচ্ছে আপনার ?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩

সাহাদাত উদরাজী বলেছেন: ুনিয়ার সমীকরন এখন বোঝা দায়!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

বাউন্ডেলে বলেছেন: সমীকরন ইউক্রেন যুদ্ধ নিয়েই হতে পারে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৬

আমি সাজিদ বলেছেন: আগা মাথা নাই কথা বার্তার।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: ভাল , একজন ভাস্কর শিল্পী হিসাবে আমি গর্ববোধ করি ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: হিজাব কেয়ামত পর্যন্ত টিকে থাকবে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

বাউন্ডেলে বলেছেন: কিয়ামতের সময় মানব সমাজের ১০০% আলাহ্ ও তার নির্দেশ অমান্যকারী থাকবে। সুতরাং হিজাব থাকার প্রশ্নই আসে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.