নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

জান্নাত/জাহান্নামঃ মরি যাও কটকটির মাও !!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪


একদিন কৌতুহলবশতঃ
একজন মৌলভীকে জিজ্ঞাসা করলাম
" হুজুর " জান্নাতে কে যাবে? "
হুজুর বললেন ----"একমাত্র মুসলমানরাই জান্নাত যাবে !
তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কই যাবে ?
হুজুর পুলকিত হাসি দিয়ে বললেন " সব শালারা দোজখে যাবে "
হুজুরকে কইলাম, কোন মুসলমান বেহেস্ত যাবে শিয়া না সুন্নী?"
হুজুর কহিল বেশক সুন্নী বেহেস্ত যাবে !
আচ্ছা হুজুর সুন্নী তো দুই রকমের, মুকল্লিদ আর গের-মুকল্লিদ ?
তাহলে কোন দল বেহেস্তে যাবে ?
হুজুর কহিল অবশ্যই "মুকল্লিদ"
হুজুরকে কহিলাম মুকল্লিদের তো চার ভাগ। ওদের মধ্যে কে জান্নাতে যাবে?
হুজুর কহিল হানাফি যাবে জান্নাতে, আরকিছু?"
না হুজুর মানে হানফি র তো দুটো ভাগ- দেউবন্দী আর বেরেলবী? কৌতুহল ছিল তাই বললাম !
হুজুর বলল - দেউবন্দী যাবে জান্নাতে"।
ধন্যবাদ হুজুর কিন্তু দেউবন্দী র দুটো ভাগ- হায়াতি আর মমাতি। তো এদের মধ্যে কোন দেববন্দী যদি তা যদি একটু খুলে বলেন?
এরপর হুজুর আমার দিকে বড় করে তাকালেন, আমিও ভয়ে আর প্রশ্ন করিনাই।
মনে মনে ভাবছি, আমাদের মধ্যে এতো ফ্যারকা কেন?????
সংগ্রহিতঃ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০০

বিষাদ সময় বলেছেন: লোম বাছতে কম্বল উজাড়।.....

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

বাকপ্রবাস বলেছেন: ধর্ম মানলে বেহেস্ত আছে, কে যাবে না যাবে ওটা বিচারের এর পর, হুজুর জবাব দিতে পারা আর না পারা কিছু যায় আসেনা। ধর্ম না মানলে এসব নিয়ে চিন্তা নাই

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯

বাউন্ডেলে বলেছেন: আমি ভাবছি বিচারটা কিভাবে হবে ?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

বাকপ্রবাস বলেছেন: লেখক বলেছেন: আমি ভাবছি বিচারটা কিভাবে হবে ?

বিচার কিভাবে হবে সেটা জানতে হলে ভাবনা ফেলে কোরান হাদিসে এর রেফারেন্স ঘাটতে হবে, সেখানে না পেলে পরে ভাবতে হবে, এভাবে অমুসলিমরা ঘাটতে গিয়ে মুসলমান হয়ে যায়. আপনিও উত্তর পেয়ে যাবেন

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

বাউন্ডেলে বলেছেন: বিচার যদি কোরানের আইন অনুযায়ী হয়। তাহলে তো বেহেশতে যাবে হাতে গোনা কয়েকজন। কেমনে কি?

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: জান্নাতে যাবার জন্য আমাদের এক ব্লগার মহাজাগতিক একটা বই লিখেছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

বাউন্ডেলে বলেছেন: উনি একজন সরলমনা আল্লাহ প্রেমিক । ওনার অজ্ঞতা ও অপুর্নতা থাকতে পারে, কিন্তু ভন্ডামী নেই। আল্লাহ্ এ ধরনের মানুষকে পছন্দ করেন। কোন ভুল বা উদ্দেশ্য প্রনোদিত তাফসির বা হাদিস অনুসরন করলে সে অপরাধ তার ঘাড়ে বর্তাবে না। এর দায় সম্পুর্ন রুপে সংশ্লিষ্ট তাফসিরকারক এবং জাল হাদিস প্রনেতাদের।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২

নয়ন বিন বাহার বলেছেন: কোরআন পড়েল সকল প্রশ্নের উত্তর পাওয়া যায়। শুধু কোরআন পড়তে হবে। অন্য কিছু নয়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২২

বাউন্ডেলে বলেছেন: সঠিক বলেছেন।বার বার নিজ ভাষায় অনুবাদসহ পড়তে হবে এবং বুঝতে হবে।বোঝার জন্য কারো সাহাজ্য নেয়া যেতে পারে, কিন্তু তার দ্বারা প্রভাবিত হওয়া যাবে না । এবং পুনঃ পুনঃ যাচাই করতে হবে । এ জন্যই বার বার পড়ার বা চর্চার তাগিদ দেয়া হয়েছে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:০০

কামাল১৮ বলেছেন: কোরানের হিসাব মতে বিচার হলে মুসলমান ছাড়াও অনেকে বেহেস্তে যাবে। যে কেই শৃষ্টি কর্তার সাথে অন্য কে শরিক না করে সেই বেহেস্ত যাবে।হাদিসে এভাবেই বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.