নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

নো মস্করা!!! বিএনপিকে পুনঃরুজ্জীবীৎ করার ৫টি উপায়।

১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০


১। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রাজেডি সহ আগুন সন্ত্রাসে নিহত সকল আত্মার উদ্দেশ্যে প্রাচীন নিয়মে খড়গ দিয়ে প্রকাশ্য খাম্বা তারেক কে বলিদান দিতে হবে।
২। সকল বিএনপি নেতা/কর্মীদের জাতির জনকের মাজার জেয়ারতের মাধ্যমে অতিতের সকল ভুল ও নষ্ট কর্মকান্ডের জন্য জাতীর কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করতে হবে।
৩। নামে-বেনামে সকল বিএনপি নেতাদের বিদেশে পাচার করা সকল সম্পদ দেশে ফেরত আনতে হবে।
৪। বিএনপির সকল অফিস/প্রতিষ্ঠানে জাতির জনকের ছবি সু-উচ্চে সম্মানের সাথে স্থাপন করতে হবে।
৫। সকল প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ দলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপির সমর্থকদের বেশিরভাগই স্বাধীনতার বিরোধী এবং প্রতিক্রিয়াশীল। এদের ছাড়া বিএনপি চলতে পারবে না। আপাতত জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা ছাড়া বিএনপির কিছু করার নেই।

১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

বাউন্ডেলে বলেছেন: জনসম্পৃক্ততা বাড়ানোর কোন উপায় নাই বিএনপির। অনেক পাপাচারের জবাব তাদের জানা নেই। এক রকম গোঁয়ার্তুমি নিয়েই বাগাড়ম্বর করছে তারা। অবশিষ্টরা কতদিন আর বাকবাকুম করবে বলা মুশকিল।

২| ১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ৬) জাতীয় শোক দিবসে বিতর্কিত জন্মদিন পালন করার আড়ালে শোক দিবসের শোক উদ্যাপনে বাঁধা দেয়ার জন্য খালেদাজিয়া শহীদ মিনারে দাঁড়িয়ে লাইভে গিয়ে স্যরি বলতে হবে।

৭) রাজাকারদের গাড়িতে পবিত্র পতাকা লাগানো জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

বাউন্ডেলে বলেছেন: যথার্থ বলেছেন । তাদের বোধদয় হয়তো এখন সময়ের ব্যাপার।

৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: ওরা আর কোনদিন মানুষ হবে না। আগামী পাঁচ বছরও এরা হাউ কাউ করিতে থাকিবে।

৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আচানক ও তত্ত্বাবধায়কে তারা ক্ষমতা পেয়েছে। এ দু’ প্রক্রিয়ায় এখনো তারা ক্ষমতা পেতে পারে বলে তারা মনে করে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২

বাউন্ডেলে বলেছেন: হঠাৎ বৃষ্টিতে অন্য কারো ভেজার সম্ভাবনা আছে। তাদের নাই আর। তত্বাবধায়কের ক্ষেত্রেও তেমন কোন সম্ভাবনা তাদের নাই। অনেক এলাকায় ভোট চাইতে গেলে গনপিটুনি খেতে পারে।

৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

কলাবাগান১ বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: আচানক ও তত্ত্বাবধায়কে তারা ক্ষমতা পেয়েছে। এ দু’ প্রক্রিয়ায় এখনো তারা ক্ষমতা পেতে পারে বলে তারা মনে করে
নাকি এটা মহাজাগতিক নিজেই মনে করে??

আমি বুঝি না বাংলাদেশের মেডিক্যাল স্কুলে কি পড়ানো হয়....খালেদা জিয়াকে আমেরিকা থেকে এসে তিন জন সার্জন অপারেশন করার পর প্রায় মৃত্যুর মুখে থাকা উনি সুস্হ্য হয়ে বাসায় ফিরে আসলেন। এই সার্জন রা তো সাথে কোন যন্ত্রপাতিও নিয়ে আসেন নাই যে বলা যায় এই অপারেশন করার মত ফ্যাসিলিটি বাংলাদেশে নাই। বাংলাদেশের ডাক্তার কি এতটাই অদক্ষ??? আমি বলছি যে এটা খালেদা জিয়ার জন্য...এরকম অসুখে বাংলাদেশের বিপুল সংখ্যক লোক ভুগছে, তাদের কে তো কেউ আমেরিকা এসে অপারেশন করবে না!!!

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৬

বাউন্ডেলে বলেছেন: মেধার অভাব।

৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতা হারা ছিলো। তখন তারা হারিয়ে যায়নি। তারপর তারা ক্ষমতা পেয়েছে। তাদের থেকে বিএনপি অনুপ্রাণিত হয়ে থাকলে তারা এখনো ক্ষমতার আশা করতেই পারে। জাতীয় পার্টি ক্ষমতা হারা চৌত্রিশ বছর। তারও এখনো বিলুপ্ত হয়নি। এন্টি আওয়ামী লীগ একটা ভোট তো বাংলাদেশে আছেই। তাদেরকে ক্যারি করতে পারলে বিএনপি হারিয়ে যাওয়ার কথা নয়।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

বিজন রয় বলেছেন: যুক্তিসঙ্গত ৫টি কারনের জন্য ৫টি প্লাস।

+ + + + +

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

বাউন্ডেলে বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৭

বিজন রয় বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপির সমর্থকদের বেশিরভাগই স্বাধীনতার বিরোধী এবং প্রতিক্রিয়াশীল। এদের ছাড়া বিএনপি চলতে পারবে না।

সহমত।

১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

বাউন্ডেলে বলেছেন: সহমত।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



বিএনপির কথা সবাই বলছে, আমি একটু অন্য প্রসঙ্গ বলতে চাচ্ছিলাম।

৪ নাম্বার পয়েন্টের সাথে একমত তবে ক্ষমতাসীনদের ব্যাপারে আপনার কি মত সেটাও জানতে চাচ্ছিলাম। আমি যদি ভুল করে না থাকি ক্ষমতাসীনদের কারো কারো বাইরের দেশে গাড়ি বাড়ি ফ্ল্যাট সহ আর অনেক কিছুই আছে। সেগুলো যে পাচার করা নয় সেটা কিভাবে হবে। এক ফরিদপুরে নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। সেই টাকা নিয়ে আসা দুরের কথা তাকে শুধু বরখাস্ত করেই খালাস করে দেয়া হয়েছে।

এমন আরও অনেক উদাহরণ দেয়া যেতে পারে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০

বাউন্ডেলে বলেছেন: আপনার বক্তব্য সাথে দ্বিমত নাই। অভিযোগ এর মাত্রা অনুযায়ী শাস্তি সবারই প্রাপ্য হওয়া উচিৎ। পুরোপুরি দুর্নীতি মুক্ত করতে আরো কিছু সময় এবং ঝুকি গ্রহনের সাহসিকতার দরকার আছে। আমলাতন্ত্র,সামরিক আমলাদের প্রভাব আরো কিছু কমলে - ব্যাপারটা স্পষ্ট হবে আশা করি।

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- বিএনপির কোমর ভেঙ্গে গেছে। তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না।

১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭

বাউন্ডেলে বলেছেন: বস্তুত নাই। বিএনপির ভুত আছে।

১১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

ধুলো মেঘ বলেছেন: জাতীয় পার্টিকে শেষ করে দেয়ার জন্য বিএনপি অনেকটা দায়ী। বিএনপি এই নির্বাচনে পার্টিসিপেট করলে আওয়ামী লীগ তাদের চামচা দলকে অন্তত ৪০ টা সিটে ছাড় দিত, তাদের স্বতন্ত্রদেরকেও উইথড্র করতো। আমার ধারণা জাতীয় পার্টিকে ঘায়েল করার জন্যই বিএনপি এই কাজটা করেছে। এই নির্বাচনের ফলাফলে জাতীয় পার্টির নাঙ্গা ভুখা অবস্থা সামনে এসেছে। ভবিষ্যতে এই দলকে নিয়ে আর কেউ আশা করি টানা হেচড়া করবেনা।

১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩

বাউন্ডেলে বলেছেন: জাপা যে টুকু আছে, বিএনপি সেটুকুও নেই। বিএনপির গর্জন এখন ভৌতিক আওয়াজ। আধুনিক মানুষ এতে ডরায় না।

১২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

বাউন্ডেলে বলেছেন:
সৈয়দপুর রেল কারখানায় মেরামতের অপেক্ষায় “বেণাপোল এক্সপ্রেস”।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৪

নূর আলম হিরণ বলেছেন: তাদের দলকে সার্ভাইভ করতে হলে এই পয়েন্টগুলিতে পুরোপুরি না হলেও সংশোধন করে কাজ করতে হবে।

১৩ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০

বাউন্ডেলে বলেছেন: বিএনপির সর্বশেষ সারভাইভ শর্ত এগুলি । আর কোন পথ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.