নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

সেই আসিফ মাহতাব নিষিদ্ধ ঘোষিত \'হিজবুত তাহরী\'র সদস্য।যেই হিজবুতীরাই গড়ে তোলে \'আনসার আল ইসলাম\' নামের খুনি সংগঠন।।

২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২০


জনগনকে শিক্ষার সুযোগ করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কেও সেটা নিতে অস্বীকার করতে পারে, মুর্খ থাকতে চাইতে পারে, সেটা তার ব্যাক্তিগত ইচ্ছা। কিন্তু অন্য কাওকে বাধা দিতে পারেনা। বইয়ের টপিক পছন্দ না হলে পাতা ছিড়তে পারেনা। এইভাবে সবাই যদি পছন্দ না হলে সব বইয়ের পাতা ছিড়তে থাকে, তাহলে অনেক বইয়ের কভার ছাড়া আর ভিতরে কিছু থাকবেনা ।
মানুষ তিন রকমের হতে পারে। পুরুষ, নারী এবং হিজড়া।
পৃথিবীতে বহু রকমের হিজড়া আছে বায়োলজিক্যালি এবং পার্সোনালিটি মতে। এটি গালি নয়। এরাও পরম করুনাময় বিধাতার সৃষ্টি। তিনি কেন তাদের মাঝামাঝি করে সৃষ্টি করেছেন তা তিনিই ভালো জানেন।
যে ব্যক্তি খোদার কোন সৃষ্টিকে অবজ্ঞার চোখে দেখে সে হলো মূ-র্খ। মূ-র্খের শিক্ষক হওয়া উচিত নয়।
ইচ্ছে করলেই কেও জেন্ডার চেইনঞ্জ করতে পারেনা,যদি না আগে থেকেই তার শরীরে হরমোনের পরিবর্তন না ঘটতে থাকে। এবং সেটাও উপর ওয়ালার ইশারায় ঘটে

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

বাউন্ডেলে বলেছেন: একসময় হুজুররা সাধারণ ও গরীবের শিক্ষার বিপক্ষে ফতোয়া দিতো। প্রভাবশালীরাও তাতে সায় দিতো। কারণ এক কুড়ি দুই কুড়ি দিয়া অংক জানা লোক যদি ভগ্নাংশ শিক্ষা পায়, তারে ব্যবসায় ঠকানো কঠিন। জমিনের কাগজে টিপসই দেওয়া লোক যদি দলিলের লেখা পড়তে পারে তার জমি আত্মসাৎ করা কঠিন। তেমনি কোনো মাদ্রাসা শিক্ষার্থী আল্লাহ না করুক সম*কামিতা সম্পর্কে পাঠ্যবইয়ের মাধ্যমে জেনে যায়, হজুরদের হাতে সাবান মেখে রাত কাটাইতে হপে...

২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

বাউন্ডেলে বলেছেন:

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

রানার ব্লগ বলেছেন: দোষ তো ব্র্যাকের । তারা একজন কে নিয়োগ দেবে তার ব্যাকগ্রান্ড চেক না করে কেনো দিলো ? এই লোক যদি সত্যি সন্ত্রাসী গোষ্টির সদস্য হয় তাকে আইনের আওতায় আনা জরুরী ।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

বাউন্ডেলে বলেছেন: অনিয়ম সবখানেই ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

মেঠোপথ২৩ বলেছেন: আপনার পোস্টের টাইটেল ফেসবুকে জনৈক ব্যক্তির স্ট্যটাস ডাইরেক্ট কপি পেস্ট করা। সেই স্ট্যটাস দেয়া ব্যক্তিও তার অভিযোগের স্বপক্ষে কোন তথ্য প্রমান দেয় নাই। আপনিও দেন নাই।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

বাউন্ডেলে বলেছেন: কি তথ্য প্রমান চান ? কোন দলের নথী কিভাবে পাওয়া যায় ? তাকে ৈঐ দলের সাথে দেখা গেছে।

২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

বাউন্ডেলে বলেছেন: কপি-পেষ্ট প্রমান করেন ।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

কামাল১৮ বলেছেন: বাজার থেকে বই কিনে ছেড়া যাবে,হাদিয়া দিয়ে কিনে কি লাইভে এসে ছেড়া যাবে?এই লোকের অনেক বক্তব্য শুনছি ইদানিং,তথ্যগত ভুলে ভরা।হাসি পায় যখন নিজেকে দার্শনিক দাবি করে।তার সম্পর্কে তদন্ত হওয়া দরকার।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

বাউন্ডেলে বলেছেন: এই লোক নাকি তাত্বিক নেতা ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিরোনামের সাথে কন্টেন্টের কোনো যোগসূত্র পেলাম না :(

যাই হোক, ক্লাস সেভেনের পাঠ্যবইয়ের অংশটুকু জুড়ে দিয়ে ভালো করেছেন। হিজড়া ও ট্রান্সজেন্ডারের পার্থক্যটাও ভালো লাগলো।

শরীফার গল্পে সবই ঠিক ছিল, কিন্তু দু-একটা বিষয় ঠিক বোঝা গেল না। ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডারগণ কি হিজড়া জনগোষ্ঠির সাথে মিলে-মিশে বসবাস করে? বাস্তব অভিজ্ঞতা থেকে এটা জানা দরকার।

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২০

বাউন্ডেলে বলেছেন: আরো তথ্য দেয়া হলো- কমেন্টে।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মেঠোপথ২৩ বলেছেন: Kartik Kumar
10 h ·

সেই আসিফ মাহতাব
নিষিদ্ধ ঘোষিত 'হিজবুত তাহরী'র সদস্য, যেই হিজবুতীরাই গড়ে তোলে 'আনসার আল ইসলাম' নামের খুনি সংগঠন।।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

বাউন্ডেলে বলেছেন: এতে কি বোঝা গেলো ?

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০২

Amar BD বলেছেন: জানি না আপনারা কখন শেখ হাসিনাকেও মহিলা জ**ঙ্গি বানিয়ে দেন। শিরোনাম নাম দিলেন প্রমাণ হিসাবে আলু ছাড়া কিছুই পেলাম না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

বাউন্ডেলে বলেছেন: জামাতের আবরনে তাহরীর দল - তার পক্ষে বিবৃতি দিয়েছে। আরো প্রমান আসছে ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার তো মনে হইতাছে হালায় জামাত। সরকারের বিরুদ্ধে পাবলিকরে খ্যাপাতে বহুত নাটক করে এই ছাগু গুলো।

২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

বাউন্ডেলে বলেছেন: নাটক নয় ভায়া এরা এরা তালেবানি স্বপ্ন দেখে।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:

ট্রান্সজেন্ডার, থার্ড জেন্ডারগণ হিজড়া জনগোষ্ঠি, বাইয়া বা বাম হাতি, মাথায় দুই টিকি, অটিস্টিক বেবি, এরা সবাই সৃষ্টিকর্তার ইচ্ছায় ভুল জেনেটিক কারণে সৃষ্টি।
এরা সব সময় সমাজের অংশ হিসাবে ছিল এখনো থাকবে।

সরকার এসেই অন্যান্ন সভ্য দেশের মত ট্রান্সজেন্ডার সহ এলজিবিটিকিউ অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
চাকরি দিচ্ছে, ভাতাও দেয়।
মানবতাবিরোধী অসভ্যরা এদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে কেন বুঝিনা

১১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

বাউন্ডেলে বলেছেন: তারেক-ইউনুস-নুরু ছাগু সমাজ এর স্বপ্ন এদেশকে পাকিস্থান-আফগানিস্থান-ইরান বানানো।

১২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

বাউন্ডেলে বলেছেন:

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৩

বাউন্ডেলে বলেছেন:

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪০

বাউন্ডেলে বলেছেন: আরো কিছু তথ্য

১৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: সে যদি 'হিজবুত তাহরী'র সদস্য হয়েই থাকে তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন?

১৬| ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫

Amar BD বলেছেন: লেখক সাহেবা একটা বিষয় ক্লিয়ার করেন। ( উনার পক্ষে বিপক্ষে যায় করেন কোন সমস্যা নাই।) শুধু জানতে চাই। হ্যাঁ বা না দিয়ে জবাব দিন। বেশি লিখতে হবে না।

আপনি তথাকথিত ট্রান্সজেন্ডার ( যারা জন্মগত হিজড়া নয়) সকামীতার এর পক্ষে না বিপক্ষে?

( আমি আমাদের সমাজ, আমাদের সাংস্কৃতি, ভবিষ্যত প্রজন্ম ধ্বংসকারী এই ট্রান্সজেন্ডার, LGBTQ এর বিরুদ্ধে আছি, থাকবো। এবং যারা প্রকৃত হিজড়া তাদের প্রতি শ্রদ্ধা আছে থাকবে।)

১৭| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

বাউন্ডেলে বলেছেন: সমকামিতা,বলাৎকার,ধর্ষন হারাম-

১৮| ২৮ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫

বাউন্ডেলে বলেছেন: Click This Link

১৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৬

বিজন রয় বলেছেন: খেলারাম খেলে যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.