নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

হিজরা-বস্তুগত উৎপাদন ত্রুটি এবং ট্রান্সজেন্ডার-মানসিক বা মনগত উৎপাদন ত্রুটি।

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১


বিশদ ভাবে জানতে গেলে- বিষয়টি খুবই পরিস্কার। প্রানী, উদ্ভিদ ও বস্তু জগতের বিবর্তনও দুই প্রকারে হয়। একটি মনোজাগতিক বা রাসায়নিক বিবর্তন অন্যটি আকৃতিগত বা বস্তুগত বিবর্তন।
হিজরা = যৌন আকৃতিগত ত্রুটি বা বিশেষ লিঙ্গ
ট্রান্সজেন্ডার = যৌন মনগত ত্রুটি বা বিশেষ মানসিক অবস্থা বা অসম্পুর্নতা
প্রতিবন্ধী = আকারগত ত্রুটি
মানষিক প্রতিবন্ধী = মনগত ত্রুটি বা বিশেষ মানসিক অবস্থা
অটিষ্টিক বা আত্মসংবৃতি বা আত্মলীনতা = মানসিক অসম্পুর্নতা


সময়ের বিবর্তনে এগুলোরও বিবর্তন ঘটে। বিজ্ঞান এই সমস্যাগুলো ভবিষ্যতে নিয়ন্ত্রনে এনে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সচেষ্ট আছে। এবং আশা করা যায় আর এক যুগের মধ্যেই বিজ্ঞান বিষয়টাকে করায়ত্ব করবে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

নতুন বলেছেন: হিজড়া, সমকামি, ট্রান্সজেন্ডার সবাই তো সমাজে আছে।

এরা কাউকে ধর্ষন করতে যায় না। আক্রমন করেনা, টিজ করেনা...

এদের প্রতি মানুষ খুবই বাজে আচরন করে। বরং অনেকেই যৌন হয়রানির স্বীকার হয়।

সমাজের মানুষ এদের কোন কাজ দেয় না।

এদের যদি সাভাবিক মানুষের মতন বেচে থাকার অধিকারটা ফিরিয়ে দেওয়া হয় তবে।

মহাভারত কতটুকু অশুদ্ধ হয়ে যেতে পারে বলে আপনার ধারনা?

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৫

বাউন্ডেলে বলেছেন: এদের নৈতিক চরিত্র যথেষ্ট উন্নত এবং মানবিক। পক্ষান্তরে সমাজ এদেরকে অবমুল্যায়ন করে। যা অত্যন্ত অন্যায়।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯

নতুন বলেছেন: বর্তমানে এই জিনিটার ভাইরাল হবার পেছনের কাহিনি কি?

দেশে তো আরো অনেক বড় বড় সমস্যা আছে যার জন্য কাজ করলে দেশের মানুষের উপকার হবে। সেটা নিয়ে আলোচনা না করে জনগন কেন এমন সব সিলি বিষয়ে ব্যস্ত হয় বুঝি না।

হিজড়া, সমকামি, ট্রান্সজেন্ডার সবাই তো সমাজে ছিলো, আছে এবং থাকবে....

আমি মনে করে এদেরও সাভাবিক মানুষের মতন জীবন জাপন করতে দেওয়া উচিত।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

বাউন্ডেলে বলেছেন: অবশ্যই ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২১

অগ্নিবেশ বলেছেন: ইসলাম কি বলে দেখা যাক। হিজড়াদের জন্ম কীভাবে হয়?
ইসলামের রেফারেন্সে হিজড়াদের জন্ম কীভাবে হয়, সেই সম্পর্কে বলা হয়েছে, স্ত্রীলোকের মাসিকের সময় সঙ্গম করলে শয়তান দ্বারা মহিলাটি গর্ভবতী হয়ে যায়, অর্থাৎ হিজড়ারা আসলে শয়তানের সঙ্গমে জন্ম নেয়!
জ্বীন জাতির বিষ্ময়কর ইতিহাস, আল্লামা জালালুদ্দীন সুয়ূতি, পৃষ্ঠা ৫০, ৫১

সহিহ হাদিসে হিজড়াদের নির্বাসন
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ৭৫/ কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
পরিচ্ছেদঃ ২৮৫২. গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা
৬৩৭৩। মুসলিম ইবনু ইবরাহীম (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের উপর এবং বলেছেনঃ তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ২৭/ পোশাক-পরিচ্ছদ
পরিচ্ছেদঃ ৩৫. মহান আল্লাহর বাণীঃ ‘‘যৌন কামনা রহিত পুরুষ’’
৪১০৯। আয়িশাহ (রাঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত। এতে আরো রয়েছেঃ ‘‘তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকে আল-বায়দা নামক স্থানে পাঠিয়ে দিলেন। এরপর সে (হিজড়া) প্রতি শুক্রবার খাদ্যের জন্য শহরে আসতো।(1)
সহীহ।
(1). ইরওয়াউল গালীল (৬/২০৫)।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা (রাঃ)

সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
অধ্যায়ঃ ৫১/ মাগাযী (যুদ্ধাভিযান)
পরিচ্ছেদঃ ২২২০. তায়েফের যুদ্ধ। মুসা ইবন উকবা (রাঃ) এর মতে এ যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংগটিত হয়েছে
৩৯৮৮। হুমাইদী (রহঃ) … উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত যে, আমার কাছে এক হিজড়া ব্যাক্তি বসা ছিল, এমন সময়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। আমি শুনলাম, সে (হিজড়া ব্যাক্তি) আবদুল্লাহ ইবনু আবূ উমাইয়া (রাঃ)-কে বলছে, হে আবদুল্লাহ! কি বলো, আগামীকাল যদি আল্লাহ্ তোমাদেরকে তায়েফের উপর বিজয় দান করেন তা হলে গায়লানের কন্যাকে অবশ্যই তুমি লুফে নেবে। কেননা সে (এতই স্থুলদেহ ও কোমল যে), সামনের দিকে আসার সময়ে তার পিঠে চারটি ভাঁজ পড়ে আবার পিঠ ফিরালে সেখানে আটটি ভাঁজ পড়ে। (উম্মে সালামা (রাঃ) বলেন) তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এদেরকে (হিজড়াদেরকে) তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। ইবনু উয়াইনা (রাঃ) বর্ণনা করেন যে, ইবনু জুরায়জ (রাঃ) বলেছেন, হিজড়া লোকটির নাম ছিলো হীত।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উম্মু সালামাহ (রাঃ)

তয় আমাদের রসুন চরম দ্য়ালু, তিনি কয়েছেন, নামাজি হিজড়াদের হত্যা করা যাবে না
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ৩৬/ শিষ্টাচার
পরিচ্ছেদঃ ৬১. হিজড়া সম্পর্কে বিধান
৪৯২৮। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। কোনো একদিন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আনা হলো। তার হাত-পা মেহেদী দ্বারা রাঙ্গানো ছিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর এ অবস্থা কেন? বলা হলো, হে আল্লাহর রাসূল! সে নারীর বেশ ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আন-নকী নামক স্থানে নির্বাসন দেয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বললেনঃ সালাত আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। আবূ উসামাহ (রহঃ) বলেন, আন-নাফী‘ হলো মদীনার প্রান্তবর্তী একটি জনপদ, এটা বাকী নয়।(1)
সহীহ।
(1). দারাকুতনী।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৩

বাউন্ডেলে বলেছেন: আপনি কতগুলো আজাইরা বানানো হাদিস বিবৃত করে বিভ্রান্তী ছড়ান সবখানে। এটা অন্যায় । ধর্মকে কলুষিত করার অধিকার আপনার নাই।
পারলে কোরানের উধৃতি দেখান।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

অগ্নিবেশ বলেছেন: বাংলাদেশে হিজরা ট্রান্স অথবা কালো কুত্তা ঘৃনা করার একটাই কারন, তাহা হইল ইসলাম। অতএব ইনিয়ে বিনিয়ে বিজ্ঞান টিজ্ঞানের অবতারনা করে পোস্ট ক্যান প্রসব করা লাগবে বোঝবার পারছি না।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

বাউন্ডেলে বলেছেন: আমি কোন ধর্মীয় রেফারেন্স দেই নাই। আপনার ঝাল লাগার কোন কারন দেখছি না।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: এই হিজড়া আর টান্সজেন্ডার থেকে কবে মুক্ত হবে সামু আর ফেসবুক?

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

বাউন্ডেলে বলেছেন: রাষ্ট্রের কাজে বাধাদান করে মৌলবাদীরা ঘটনার সুত্রপাত ঘটিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব সু-শিক্ষা নিশ্চিত করা। নাস্তিকদের মতোই মৌলবাদিরা না বোঝে ধর্ম, না বোঝে বিজ্ঞান। যার ফলেই যতো বিপত্তি ঘটে। আমার মতে জেন্ডার সচেতনতা বাড়াতে প্রত্যেক শিক্ষালয়ের (সাধারন ও মাদ্রাসা) সব শ্রেনীতে শরীফা টাইপের পাঠ্যসুচি থাকা উচিৎ। তাহলে, আত্মহত্যা,যৌন নির্যাতন,সমকাম,ধর্ষন,বলাৎকার কমে আসবে।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৬

শেরজা তপন বলেছেন: বিষয়টা নিয়ে ভালই জমেছে! নতুন নতুন অনেক কিছু জানত পারছি।

২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

বাউন্ডেলে বলেছেন: চিন্তা করে দেখেন- বুড়ো হতে চললেন, অথচ বিষয়গুলি আমরা জানিনা। নাস্তিকদের মতোই মৌলবাদিরা না বোঝে ধর্ম, না বোঝে বিজ্ঞান। যার ফলেই যতো বিপত্তি ঘটে। আমার মতে জেন্ডার সচেতনতা বাড়াতে প্রত্যেক শিক্ষালয়ের (সাধারন ও মাদ্রাসা) সব শ্রেনীতে শরীফা টাইপের পাঠ্যসুচি থাকা উচিৎ। তাহলে, আত্মহত্যা,যৌন নির্যাতন,সমকাম,ধর্ষন,বলাৎকার কমে আসবে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: মন কোথায় থাকে।মস্তিস্কের কাজকারবার হলো মনের খেলা।মস্তিস্কে সমস্যা দেখা দিলেই মনের সমসা হয়।সমস্ত সমস্যাই হলো হস্তগত সমসা।

২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫

বাউন্ডেলে বলেছেন: রাইট।। তবে বস্তু থেকেই অব্স্তুগত বিষয় তৈরী হয়। মানসিকতার সুতিকাগার মস্তিস্ক।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: বস্তুগত সমস্যা হবে ,হস্তগত না।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১৬

অগ্নিবেশ বলেছেন: ভাইরে, সহি হাদিস অস্বীকার করে সে আবার নিজেরে কিভাবে মুসলমান দাবী করে? এই ব্লগে কি একজনও মুসলমান নেই?

২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

বাউন্ডেলে বলেছেন: আপনি আছেনতো !!!!

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯

বিজন রয় বলেছেন: হা হা হা ........... এখানে আর বিজ্ঞান দিয়ে কি হবে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

বাউন্ডেলে বলেছেন: হবে। ভবিষ্যতে।

১১| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: হবে। ভবিষ্যতে।.............. আমিও স্বপ্ন দেখি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.