নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

কেন এই ব্লগার বিদ্বেষ। কেন বার বার হিংস্র পশুদের শিকার হচ্ছে লেখকরা। মুক্তচিন্তার অধিকার মানুষকি পাবে না কোনদিনও ?

০৬ ই জুন, ২০২৪ রাত ১০:৪৬

এক আবাল পোষ্ট দিয়েছে ফেজবুকে। লাইকও পাচ্ছে হাজারো। ছড়াচ্ছে আদিম হিংস্রতার আগুন চারধারে। ইশ্বর, তোমার দুনিয়া এখনো গভীর আঁধারে।



কবিতা
হিংসা তার আদিগ্রন্থ
কবি মহাদেব সাহা

মানুষ কিছুই শিখলো না আর, কিছুই শিখলো না
এইসব বয়স্ক বালক-
শুধু আদিবিদ্যা তীর ছোঁড়া ছাড়া তার কিচুই হলো না শেখা,
কেবল শিকার আর রক্তপাত ব্যতীত বিশেষ কোনো পাঠ
করলো না শেষ বুঝি এই নির্বোধ মানুষ;
মনে হয় হিংসা তার আদিগ্রন্থ, শেষ বই
এই রক্তপাত
তাই কি এখনো তার চোখেমুখে লেখা সেই আদিম অক্ষর?
সে কোনো নিলো না শিক্ষা আলোকিত দিবসের কাছে
উজ্জ্বল সূর্যের কাছে, দ্যুতিময় নক্ষত্রের কাছে-
তার যা কিছু সামান্য বিদ্যা অন্ধকার রাত্রি আর
বধ্যভূমি, পিশাচের কাছ থেকে শেখা।
কখনো বসলো না সে হাঁটু গেড়ে স্নিগ্ধ নদী, নীলাকাশ
শ্যামল বৃক্ষের পাদদেশে-
শিশুর পবিত্র মুখ থেকে নিলো না সে অনন্ত সুঘ্রাণ,
সে কেবল বারবার তুলে নিলো শিকারীর তীর, তরবারি
আজো সে তেমনি কুরুক্ষেত্রে দুষ্ট দুঃশাসন।
পাঁচ সহস্র বছর আগে যেখানে সে ছিলো
এখনো তেমনি সেখানেই হামাগুঁড়ি দেয়, চার পায়ে হাঁটে,
এর বেশি কিছুই হলো না তার শেখা
একচুলও এগুলো না তার এই লনড় জাহাজ।
ঘুরে ফিরে সেখানেই ফিরে এলো অর্বাচীন অথর্ব মানুষ
নিজেকে ধ্বংস করা ছাড়া সম্ভবত কিছুই হলো না জানা তার-
আর অপরের হৃদয় রক্তাক্ত করা ছাড়া কিছুই শিখলো না
এই মানুষ নামের দ্বিপদ প্রাণীরা।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ রাত ১১:০৮

শায়মা বলেছেন: কারো ক্যান্সার নিয়ে কেউ আলহামদুলিল্লাহ বলে!!! B:-/

০৭ ই জুন, ২০২৪ দুপুর ১:৪২

বাউন্ডেলে বলেছেন: হুম! বলে। এমনকি নিজের জ্ঞাতি/গুষ্ঠির সাথে বিরোধ থাকলেও - এখন মানুষ মৃত্যু কামনা করে। এটাই বাস্তব অবস্থা। মানুষ এখন আদিম মানুষের চেয়েও খারাপ অবস্থায়। বি কেয়ারফুল! চলার পথে হঠাৎ আপনার মানিব্যাগ অর্থ শুন্য হলে, আপনার কিডনি - কলিজা কারো খাদ্য হতে পারে।

২| ০৬ ই জুন, ২০২৪ রাত ১১:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বিপদ যখন অন্যের তখন গজব আর যখন নিজের তখন পরীক্ষা- এই হলো বাঙালি ধর্মীয় বিশ্বাস।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ১:৪৪

বাউন্ডেলে বলেছেন: শুধু বাঙ্গালীরা নয় । ্এটা এখন গ্লোবাল সংস্কৃতি ।

৩| ০৭ ই জুন, ২০২৪ রাত ১২:৩৮

অর্ক বলেছেন: ক্যান্সার হয়েছে। মৃত্যুর জোর সম্ভাবনা। কাছাকাছি সময়েই ক্যান্সারে ধুঁকেধুঁকে মরে যাবে। বিরাট সুখবর। তর সইছে না আপনাদের। খুশিতে ডগমগ। আপনার জন্য আমার অন্তর থেকে শুভেচ্ছা ভাই। আপনি শতায়ু হোন। আমৃত্যু সুস্থ সবল কর্মক্ষম থাকুন। আর আপনার মৃত্যুও হোক গভীর ঘুমের মধ্যে। নীরবে নির্বিঘ্নে। পিনপতন নিস্তব্ধতায়। আর কোনও শব্দ পাচ্ছি না বলার। আমার পূর্বের কোনও কথা আপনার মনোকষ্টের কারণ হয়ে থাকতে পারে। সে জন্য আমি এখন দুঃখ প্রকাশ করছি ও ক্ষমাপ্রার্থী। শুভেচ্ছা সবসময়।

(আগের মন্তব্যে ভুল আছে। ডিলিট প্লিজ।)

৪| ০৭ ই জুন, ২০২৪ রাত ১২:৪৭

অর্ক বলেছেন: সরি ভাই। আমার বোঝার ভুল হয়েছে। বিভিন্ন লেখায় মন্তব্যে আপনি ইহুদিদের মৃত্যু ধ্বংস চেয়েছিলেন। হিটলারের মতো গ্যাস চেম্বারে ঢুকিয়ে পৃথিবীর অবশিষ্ট ইহুদিদেরও মেরে ফেলার আকাঙ্খা ব্যক্ত করেছিলেন। সে সব মনে করে ভেবেছিলাম, আপনার জন্য সুখবর। সবার সঙ্গে শেয়ার করছেন। ভালোভাবে দেখে পড়ে ভুল বুঝতে পারছি। সম্ভব হলে তিনটি মন্তব্যই মুছে দিন।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ১:৫১

বাউন্ডেলে বলেছেন: আপনি সব-সময় নিরাপত্তাহীনতা ও বিদ্বেষী চিন্তায় মগ্ন থাকেন। অনেকটা ইহুদিদের মতোই। নিরাপত্তাহীনতায় অতিমাত্রায় যারা চিন্তিত থাকেন- তাদের মধ্যেই এ ধরনের চিন্তাধারা বহমান। পশুদের মধ্যে এটা সহজাত। মানুষের এটা এক ধরনের রোগ বা বিকারগ্রস্ততা। ভালো থাকবেন।

৫| ০৭ ই জুন, ২০২৪ ভোর ৪:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আবালের কাজ আবাল করেছে,
ফেসবুকে ভুয়া পোষ্ট দিয়েছে
তায় বলে কি ব্লগারের সেটা নিয়ে ব্লগে পোষ্ট করা সাজায়?

০৭ ই জুন, ২০২৪ দুপুর ১:৫৪

বাউন্ডেলে বলেছেন: সতর্কতা শুধু নিজের মধ্যে রাখাটা স্বার্থপরতা।

৬| ০৭ ই জুন, ২০২৪ সকাল ৭:৪৭

এম ডি মুসা বলেছেন: আজাইরা প্যাচাল।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:২৯

বাউন্ডেলে বলেছেন: সব্য প্যাচালই আজাইরা। এর মধ্যই দু-একটি কার্যকর প্যাচাল খোজাই মনুষত্ব।

৭| ০৭ ই জুন, ২০২৪ সকাল ৯:২৮

কামাল১৮ বলেছেন: আমার একজন প্রিয় ব্লগার।নিয়মিত তার লাইভ শুনি।জানতাম না তার ক্যান্সার।শুনে মর্মাহত হলাম।প্রচুর প্রান শক্তির অধিকারী।আশাকরি জানাপার মতোই সেরে উঠবেন।
মোল্লাদের ভয়ে দেশ ছেড়ে অনেক কষ্ট করে এখন পশ্চিমের কোন দেশে।তার ইংরাজী লাইভের পর আনেক হুজুর তার সফর সংক্ষিপ্ত করে লন্ডন ছাড়েন।অনেকের ভিসা বাতিল হয়।লন্ডনে ওয়াজ নসিহত অনেক কমে যায়।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩২

বাউন্ডেলে বলেছেন: তিনি যে ধরনের লেখককই হোন না কেন- তার প্রতি বিদ্বেষ পোষন করা অনুচিত। কোন লেখক জোর করে কাউকে মতাদর্শ খাওয়ান না।

৮| ০৭ ই জুন, ২০২৪ সকাল ১১:১২

নতুন বলেছেন: উনার ঐ পোস্টে কমেন্ট করেছে ৮টা। লাইক ৩৯ মনে হয়।

এটা নিয়ে এতো ভাবার কিছু নাই।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৩

বাউন্ডেলে বলেছেন: সেটা নিয়ে বাবছি না। ভাবছি মানুষের হিংস্রতার মাত্রা নিয়ে।

৯| ০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আসাদ নুরকে চিনতাম না। আপনার পোষ্ট পড়ে ফেবুতে খোঁজ নিলাম।

উনার ব্লগ পড়ে এবং ভ্লগ দেখে মনে হলো, উনি একজন বিবেকহীন মানুষ। মানসিক প্রতিবন্ধী।

কিছু মনে করবেন না।

০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৫

বাউন্ডেলে বলেছেন: হতে পারে, আপনার দৃষ্টিতে। কিন্ত্তু বিদ্বেষ, হিংস্রতা তার প্রতি থাকাটা অমানবিক।

১০| ০৭ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন: হতে পারে, আপনার দৃষ্টিতে। কিন্ত্তু বিদ্বেষ, হিংস্রতা তার প্রতি থাকাটা অমানবিক।
=============

অনেকেই শুকরের মাংস খাওয়াটা অমানবিক বলে মনে করেন। কিন্তু, তাই বলে, শুকরের মাংস খাওয়া থেমে নেই।

১১| ০৮ ই জুন, ২০২৪ সকাল ৭:৫৮

কামাল১৮ বলেছেন: আসাদের নিজের মুখেই শুনলাম তার ক্যান্সার হয় নাই।এটা মোল্লাদের গুজব।

০৮ ই জুন, ২০২৪ সকাল ১০:৪৪

বাউন্ডেলে বলেছেন: বলেন কি ? মোল্লারা চান্দে যাওয়া ছেড়ে দিয়ে তাহলে রোগ-বালাই নিয়ে মেতেছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.