নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনটা কোটাবিরোধী নয়। আওয়ামীলীগ সরকার বিরোধী। রুপকার একাত্তরের পরাজিত শক্তি ও বিএনপি।

১৪ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৯



মোসাদ আর তারেক জুয়ারুর অর্থায়নে এই প্রশ্নফাঁস জেনারেশনের সেরা মুর্খদের আন্দোলন।
অংকটা মেলান-
উপজাতি কোটা না থাকলে- পাহাড় অশান্ত হবে । হাতের কাছে হাসিনাকে পেলে চিবিয়ে খাবে।
নারী কোটা না থাকলে - নারীরা অসোন্তষ হবে এবং আওয়ামীলীগকে, হাসিনাকে গালাগালী করবে। জনপ্রিয়তা কমে যাবে । সরকার বিরোধী
মিছিলে লোকজন বাড়বে।
মুক্তিযোদ্ধা কোটা বাতিল হলে- সরকার কয় ঘন্টা টিকবে বলা যাচ্ছে না।

চমৎকার ষড়যন্ত্র !!!! বর্তমানের ম্যাধ্যবীদের ব্যবহার করে একাত্তরের ম্যাধ্যবীদের আবারো গাড়ীতে জাতীয় পতাকা উড়িয়ে মহান মুক্তিয়ুদ্ধকে অপমান করার খায়েস । জাতীর জনককে আবারও অস্বীকার করার খায়েস, সেই রাজাকারদের।

আহ! কি অসাধারন মেধা, রাজাকার ছানা-পুনাদের।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৪

এম ডি মুসা বলেছেন: এইসব কথা যারা বলে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। কারণ মুক্তিযোদ্ধারা দেশের মানুষের অধিকার জন্য নিজের জীবন উৎসর্গ করতেন না। যারা শহীদ হয়েছেন তারা নিজেদের জন্য কিছু পায়নি। মুনীর চৌধুরী বলেছেন, মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায়। কারণে অকারণে বদলায়। যারা মরে গেছেন আজো জানেন না দেশটা স্বাধীন হয়েছে কিনা। তবে তাদের বংশধর কোটা, ভাতা পায় কিনা জানে না। তাদের সেই জীবনের বিনিময়ে দেশটা মানুষের জন্য উৎসর্গ করেছেন। দেশটা কেবলমাত্র তাদের যারা জীবন দিয়েছেন। সকলে মিলে যুদ্ধ করছেন ঠিক আছে।


যারা যুদ্ধের সময় যারা যাননি তাদের কত ভাতা , কোটা । তাদের কথা বলছি। বঙ্গবন্ধুর হত্যার কারী ভিতরে খেতাব জেতা মুক্তিযুদ্ধা আছেন। যারা জীবন মুক্তিযোদ্ধা তাদের কিছু অংশ নিজের লোভে জন্য বঙ্গবন্ধুকে হত্যা করছে। তারা মুক্তিযুদ্ধা এই জাতিকে হত্যা করতে পারে। সেই বঙ্গবন্ধুর হত্যার কারী লোভী মুক্তিযুদ্ধারা।

১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০২

বাউন্ডেলে বলেছেন: মাত্র ২ লক্ষ জন অথচ মানুষ তো ছিলো ৭ কোটি, বাকি ৬ কোটি ৯৮ লক্ষ লোক ! যাদেরকে আমরা যুদ্ধের মাঠে নামাতে পারিনি, তারা এখন মাঠে নেমেছে ! তারা এখন হাক ডাক দিচ্ছে, গিলে ফেলবে আমাদের ! বাঁচতে চাইলে তো পালাতে হবে, সৎ পরামর্শ দিয়েছে লিখন। তাদের অনুপাতে আমরা একাত্তরে ছিলাম মাত্র ০.২৮%, সব মিলে ১% ও হতে পারিনি !
আর এখন তো হারিয়েই যাবো এখন মানুষ কিন্তু ১৭ কোটি !
আমাদের ২,০০০০০ (প্রায় দুই লক্ষ) এর মধ্যে ৩০,০০০ (প্রায় ত্রিশ হাজার) মরেছে, তাহলে চিন্তা করছি কেমনে হারাবো!
বুদ্ধি বিবেচনা থাকলে চেপে যাওয়াই ভাল নইলে পস্তাবো!
অথচ এই চুতিয়াগুলো ওই সময় মাঠে নামলে আমরা হয়তো নয় মাসের জায়গায় নয় দিনে বিজয়ের পতাকা ঘরে তুলতে পারতাম, হয়তো ২ লক্ষ মা বোনের জায়গায় ২ হাজারের ইজ্জৎ যেতো, হয়তো ৩০ লক্ষ এর জায়গায় ৩০ হাজার বাঙালি মরতো !
তারা এখন সাহসী বীর- হাতে রড, লাঠি, দাঁ, কাচি, বাঁশ, নিয়ে নেমেছে ! তখন যদিও নিজের সাহসের সাথে লড়াই করে পেরে ওঠেনি তাই সেজেছিলো নিরপেক্ষ,

২| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৮

এম ডি মুসা বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধাদের এই দেশটা পুরোটা এবং তাদের পরিবারের এই দেশটা। যারা মুক্তিযুদ্ধ করছেন নিজের স্বার্থের জন্য, বঙ্গবন্ধুকে হত্যা কারীর মত লোক*লোভী মুক্তিযোদ্ধাদের কখনো প্রকৃত মুক্তিযোদ্ধা নয়।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:০৭

বাউন্ডেলে বলেছেন: তারা এখন সাহসী বীর- হাতে রড, লাঠি, দাঁ, কাচি, বাঁশ, নিয়ে নেমেছে ! তখন যদিও নিজের সাহসের সাথে লড়াই করে পেরে ওঠেনি তাই সেজেছিলো নিরপেক্ষ,
নইলে রাজাকার,
নইলে হয়েছিলো ভারতের শরণার্থি !

৩| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৩

আমি নই বলেছেন: খুব সুন্দর হয়েছে ভিকটিম প্লে। ১৭৫৭ এর মিরজাফর থেকে শুরু করতেন। হালুয়া-রুটির ভাগ নেয়ার জন্য যে কত কিছু করতে হয়, আপনাকে না দেখলে বুঝতাম না।

রাজাকার শব্দটা একসময় একটা হেভিওয়েট গালি ছিল, আপনারা ব্যাক্তিগত স্বার্থে এর অপব্যবহার করতে করতে এমন স্বাভাবিক করে ফেলেছেন যে গুআজমও আর গালি মনে করবেনা।

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

বাউন্ডেলে বলেছেন: আপনি রাজাকারের মতোই ব্যাক্তি আক্রমন করছেন ? আমার দাদার অর্জিত সফলতার ফসল কোন মুখে দাবী করেন ? লজ্জা থাকা উচিৎ।

৪| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৪

এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধুর এই ভাষণ আর দেশের মানুষের নির্দেশনা অনুযায়ী। কে বঙ্গবন্ধুর আদর্শের বাইরে চলে গেছে। শুনলে বুঝতে পারবেন সকল বাঙালি

৫| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৭

এস.এম.সাগর বলেছেন: এই লেখক একজন নিজেই রাজাকারের অনুসারী এবং গুজবলীগের সদস্য! মাননীয় অবৈধ ডামি প্রধান মন্ত্রী হাসিনা অযেদ এর কাছে কি কখনো জানতে চেয়েছেন কেন রাজাকারের বাচ্চার সাথে মেয়ে বিবাহ দিয়েছিল? করেননাই কারন আপনি একজন রাজাকারের অনুসারি! কর্নেল ফারুখ খানকে চেনেন? তার অতিত কাজগুলো একটু খোজখবর নিয়েন, ৭১ সালে তার ভূমিকা কি ছিলো?

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৯

বাউন্ডেলে বলেছেন: দু-একটা ঘটনা । সার্বিক অবস্থার চিত্র হয় না।
আমার দাদার অর্জিত সফলতার ফসল কোন মুখে দাবী করেন ? লজ্জা থাকা উচিৎ।

৬| ১৪ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৭

অধীতি বলেছেন: নেশা করে লিখেছেন নাকি? মাথা ঠিক আছে?

১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৮

বাউন্ডেলে বলেছেন: আপনি রাজাকারের মতোই ব্যাক্তি আক্রমন করছেন ? আমার দাদার অর্জিত সফলতার ফসল কোন মুখে দাবী করেন ? লজ্জা থাকা উচিৎ।

৭| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো

৮| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪২

বাউন্ডেলে বলেছেন: গোলাম মাওলা লিখনের পরামর্শ।
"মুক্তিযোদ্ধারা" আমরা জানি আমরা এ দেশে সংখ্যালঘু !
আমরা ক'জন সেদিন যুদ্ধ করেছি ?
মাত্র ২ লক্ষ জন অথচ মানুষ তো ছিলো ৭ কোটি, বাকি ৬ কোটি ৯৮ লক্ষ লোক ! যাদেরকে আমরা যুদ্ধের মাঠে নামাতে পারিনি, তারা এখন মাঠে নেমেছে ! তারা এখন হাক ডাক দিচ্ছে, গিলে ফেলবে আমাদের ! বাঁচতে চাইলে তো পালাতে হবে, সৎ পরামর্শ দিয়েছে লিখন। তাদের অনুপাতে আমরা একাত্তরে ছিলাম মাত্র ০.২৮%, সব মিলে ১% ও হতে পারিনি !
আর এখন তো হারিয়েই যাবো এখন মানুষ কিন্তু ১৭ কোটি !
আমাদের ২,০০০০০ (প্রায় দুই লক্ষ) এর মধ্যে ৩০,০০০ (প্রায় ত্রিশ হাজার) মরেছে, তাহলে চিন্তা করছি কেমনে হারাবো!
বুদ্ধি বিবেচনা থাকলে চেপে যাওয়াই ভাল নইলে পস্তাবো!
অথচ এই চুতিয়াগুলো ওই সময় মাঠে নামলে আমরা হয়তো নয় মাসের জায়গায় নয় দিনে বিজয়ের পতাকা ঘরে তুলতে পারতাম, হয়তো ২ লক্ষ মা বোনের জায়গায় ২ হাজারের ইজ্জৎ যেতো, হয়তো ৩০ লক্ষ এর জায়গায় ৩০ হাজার বাঙালি মরতো !
তারা এখন সাহসী বীর- হাতে রড, লাঠি, দাঁ, কাচি, বাঁশ, নিয়ে নেমেছে ! তখন যদিও নিজের সাহসের সাথে লড়াই করে পেরে ওঠেনি তাই সেজেছিলো নিরপেক্ষ,
নইলে রাজাকার,
নইলে হয়েছিলো ভারতের শরণার্থি !
তবু তারা পাক হানাদারের সাথে লড়বেনা, কলিজায় পানি নাই, শুকিয়ে গিয়েছিলো !
এখন সালারা মানুষ হয়েছে, সালারা এখন দুলাভাই হতে চায় !
তখন ২ লক্ষ মা বোনের ইজ্জত গেছে তাতে কিছু যায় আসেনি ! তখন ওর মা, বাপ, ভাই, বোন মরছে তাতে কিছু যায় আসেনি !
তখন তো চাকরির জন্য আ্যপ্লাই ই করতে পারতো না, তাতে কিছু যায় আসেনি !
তখন তো বাংলায় আর কথাই বলতে পারতোনা, তাতে কিছু যায় আসেনি !
কিন্তু এখন তার মেধার অবমূল্যায়ন হচ্ছে, এখন তার বিবেক জেগেছে !

৯| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩০

বিদ্রোহী পুরুষ বলেছেন: খাটি চেতনা ব্যবসায়ীর লেখা পড়ার আগেই বোঝা যায়।
সাধারন মানুষের গায়ে রাজাকার ট্যাগ লাগায়ে আর কতদিন খাইতে চাও লাতি।

১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮

বাউন্ডেলে বলেছেন: কোটা বিরোধীদের সকল সরকারী নিয়োগে নিষিদ্ধ করা হোক। আমরা আমাদের বাপ-দাদার অর্জিত সফলতা রাজাকার ছানা-পুনাদের আর দিতে রাজী না।

১০| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:১০

বাউন্ডেলে বলেছেন: "এতোদিন চাইলো অধিকার, পরিচয় দিলো রাজাকার!"
"যাদের পরিচয় রাজাকার,
তাদের কিসের অধিকার!"

১১| ১৬ ই জুলাই, ২০২৪ রাত ১২:০৪

অধীতি বলেছেন: ওইদিন আপনার দাদা একাই যুদ্ধ করেছিল? আর এটা কি ব্যাক্তিগত সম্পত্তি আপনার দাদার যে ভাগ চাইছেন? আপনার দাদার ব্যাক্তিত্ব ছিল তাই যুদ্ধে গেছিল। আর আপনি তার ভাগ চাইছেন? আপনার দাদারটা আপনার বাবা পর্যন্ত সর্বোচ্চ পাবে। নাতি হিসেবে ওইটা কখনই আপনি দাবি করতে পারবেন না।

১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩০

বাউন্ডেলে বলেছেন: দেশ রক্ষায় এটা বংশপরস্পরায় থাকার দরকার আছে । প্রতিশোধ পরায়ন রাজাকার বংশধররা রাস্ট্র ক্ষমতায় গিয়ে মুক্তিযদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করতে পারে। ওরা ভয়ংকর এবং ইহুদিদের চেয়েও জঘন্য।

১২| ১৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৮

নতুন বলেছেন: বিষয়টার মাঝে অবশ্যই কিছু ষড়যন্ত্র আছে, দেখতে গেলে মুক্তিযুদ্ধাদের ইমেজকে ছাত্রদের মুখমুখি করানো হচ্ছে এখানে।

কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এটা প্রমান করে আয়ামীলীগ সন্ত্রাস করে ক্ষমতায় আছে।

১৬ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১১

বাউন্ডেলে বলেছেন: প্রশ্নফাঁস জেনারেশন শিবিরের ফাঁদে আটকা পড়েছে।
পড়ুনঃ Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.