নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা চাকরির জন্য নিজেকে রাজাকার বলতে পারে,তারাতো স্বার্থের জন্য দেশ ও বিক্রি করে দিতে পারে।এরা বিচিত্র নয় ভয়ংকর জাতি....
মুক্তিযোদ্ধাদের বুকে বন্দুক ঠেকিয়ে বলতে বলা হল
"পাকিস্তান জিন্দাবাদ"
"জয় বাংলা" বলে তারা মৃত্যুকে বরন করলো।
তারা ছিল মেধাহীন।
আজ একদল স্লোগান দিচ্ছে " তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার"
এরা মেধাবী,
এরা আগামীর কান্ডারী.....!!!
ওয়াক থু..!!!
তারা এখন সাহসী বীর- হাতে রড, লাঠি, দাঁ, কাচি, বাঁশ, নিয়ে নেমেছে ! তখন যদিও নিজের সাহসের সাথে লড়াই করে পেরে ওঠেনি তাই সেজেছিলো নিরপেক্ষ,
নইলে রাজাকার,
নইলে হয়েছিলো ভারতের শরণার্থি !
৫০ ধরে মুক্তিযোদ্ধাদের অর্জিত সফলতার দুধ-কলা খেয়ে বেঈমান মোনাফেকের ছানা-পুনারা , বেঈমানই হলো। আমাদের বাপ-দাদার অর্জিত সম্পত্তিতে ভাগ বসানোর অধিকার সুবিধাবাদীদের নাই।
১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৫
বাউন্ডেলে বলেছেন: একাত্তরে চীন পন্থীরা পাকিদের পক্ষে ছিলো। তবে পরিমানে নগন্য।
২| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৮
শাহিন-৯৯ বলেছেন:
লেখক বলেছেন: একাত্তরে চীন পন্থীরা পাকিদের পক্ষে ছিলো। তবে পরিমানে নগন্য। তাহলে তারা কিভাবে লীগের মন্ত্রী এমপি হয়? নাকি নগন্য শব্দটি দিয়ে জায়েজ করার পথ রাখলেন?
১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:২২
বাউন্ডেলে বলেছেন: চীন পন্থী রাজাকার কম্যুনিষ্টরা আওয়ামীলীগে জায়গা পায়নি।আপনি ভুল তথ্য জানেন। ।
৩| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:২৪
শাহিন-৯৯ বলেছেন:
চীন পন্থী রাজাকার কম্যুনিষ্টরা আওয়ামীলীগে জায়গা পায়নি।আপনি ভুল তথ্য জানেন। আপনি আগে ভাল করে খোঁজ খবর নেন, অন্তত অনলাইনে একটু খোঁজাখুজি করেন পেয়ে যাবেন।
১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪০
বাউন্ডেলে বলেছেন: কোন রাজাকার আওয়ামী মন্ত্রীসভায় ছিলো না।
৪| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১০
বাউন্ডেলে বলেছেন: কোটা বিরোধীদের সকল সরকারী নিয়োগে নিষিদ্ধ করা হোক। আমরা আমাদের বাপ-দাদার অর্জিত সফলতা রাজাকার ছানা-পুনাদের আর দিতে রাজী নই।
৫| ১৫ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৪
এম ডি মুসা বলেছেন: মানুষকে যতটা বোকা বানায় মানুষ ততটা বোকা না। বঙ্গবন্ধুকে হত্যাকারী একাংশ মুক্তিযোদ্ধা ছিল! আপনি তাদের কি কোটা দিবেন। সেই বঙ্গবন্ধুর হত্যাকারীর মত মুক্তিযোদ্ধারা, নিজের জীবন তো দেয় নাই ১৯৭১ সালে.. এই দেশের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জীবন ও তারা কেড়ে নিতে পারে। আমি আশা করি আপনাকে বুঝাতে পারছি আপনি মানুষকে আর বোকা বানাবেন না। সারা জীবন দিয়েছে তাদের এই দেশ। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের এই দেশ,
১৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:১১
বাউন্ডেলে বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন করেন।
কোটার বিরুদ্ধে কেন আপনারা ? কোন রক্তের পয়দা ? জাতি জানতে চায়।
কোটা বিরোধীদের সরকারী চাকুরিতে নিষিদ্ধ করার দাবী উঠছে জনগনের মধ্য থেকে।
৬| ১৫ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
আমি নই বলেছেন: তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
কে বলেছে কে বলেছে, সরকার সরকার।
মুল স্লোগান ছিল এটা, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার কোটা সংস্কারপন্থীদের রাজাকার বলেছে আর ছাত্ররা সেটাই স্লোগানের মাধ্যমে বলছে এবং যেটা সত্য। আপনি উদ্দেশ্যপুর্ন ভাবে সবার সামনে ঘটা একটা ব্যাপার টুইস্ট করে অন্য পথে প্রবাহিত করার ন্যাক্কারজনক চেষ্টা করলেন। সাহস থাকলে পুরো ঘটনা লেখেন। এভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকেও টুইস্ট করে মুক্তিযোদ্ধা পরিবার হয়েছেন?
৭| ১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৯
শেরজা তপন বলেছেন: তুমি কে আমি কে, রাজাকার রাজাকার,
কে বলেছে কে বলেছে, সরকার সরকার।
বিষয়টা দু-ধরণের দৃষ্টিভঙ্গীতে দেখা যায়; আপনি দেখছেন ক্ষমতাসীন দলের এঙ্গেলে। ইচ্ছে করলে ওদের ধুয়ে মুছে দেয়া যায়- আবার উল্টোটাও হয়। আন্দোলনকারী ও আন্দোলনদমনকারী দু-পক্ষেরই দুর্দিন সামনে, প্রধানমন্ত্রী যদি বিশেষ পদক্ষেপ না নেয় তবে সম্ভবত বড় একটা অঘটনের অপেক্ষায় দেশ। মনে রাখবেন, শাহবাগের রাজাকারের ফাঁসি চাই এর আন্দোলন কিন্তু এদের বড়ভাই-ব্রাদারেরাই করেছিল। তখন গনহারে সবাই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ছিল আর আজ মতের অমিলের জন্যই একচেটিয়া ছাত্রলীগ বাদে সব ছাত্র ছাত্রীরা 'রাজাকার' হয়ে গেল!!!! বাহ্
( ফুটনোটঃ কোটা-ফোটা এইসব নিয়ে আমি ব্যক্তিগতভাবে মাথা ঘামাই না। এটা আমার ইস্যু না।)
৮| ১৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
বিদ্রোহী পুরুষ বলেছেন: তুমি কে আমি কে, রাজাকার রাজাকার
কে বলেছে কে বলেছে, সরকার সরকার।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১০
শাহিন-৯৯ বলেছেন: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ইডেন কলেজ ছাত্রলীগ আন্দোলনকারী ছাত্রীদের ওপর হামলা করেছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রথম আলো।
বাম ছাত্ররা কিভাবে রাজাকার দলে চলে গেল!!