নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

ইহা একটি কৌতুক।।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ৯:৪৭


কোটা বিরোধী : কন্ডাক্টর এই সিটে মহিলা কেন?
কন্ডাকটর: মহিলা সিটে মহিলা বসাবো না তো কি হিজড়া বসাবো?
কোটা বিরোধী: এই সবাই শোনো; কন্ডাকটর আমাদেরকে হিজড়া বলেছে..
এর পরেই স্লোগান শুরু:
"তুমি কে? আমি কে?
.. হিজড়া হিজড়া!"
সংগে সুশীলরাও বলতে শুরু করলো, আমরা সবাই হিজড়া হবো..... কপি

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: হিজড়ারা অন্যের পাওয়ারে বাসে পথে ঘাটে ফেসবুকে ব্লগে ছদ্ম নামে মাস্তানি করে না।প্লিজ হিজড়া দের হিজড়া বলে অসম্মান করবেন না। এদের একটা গার্ডস আছে। অন্যের ক্ষমতায় যারা গুন্ডামি করে তাদের তো এতটুকু গার্ডসও নাই।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫০

বাউন্ডেলে বলেছেন: হিজরাদের সম্মান অক্ষুন্ন আছে।

২| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৪

আমি নই বলেছেন: মোহাম্মদ গোফরান বলেছেন: হিজড়ারা অন্যের পাওয়ারে বাসে পথে ঘাটে ফেসবুকে ব্লগে ছদ্ম নামে মাস্তানি করে না।প্লিজ হিজড়া দের হিজড়া বলে অসম্মান করবেন না। এদের একটা গার্ডস আছে। অন্যের ক্ষমতায় যারা গুন্ডামি করে তাদের তো এতটুকু গার্ডসও নাই।

আপনার সাথে একমত, পুলিশের পাওয়ারে চলা ছাত্রলীগের সন্ত্রাসীগুলো আজকে পালিয়ে গিয়ে তার প্রমান দিয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসী এবং এদের সমর্থকদের মুখে এক দলা থুথু।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৫১

বাউন্ডেলে বলেছেন: বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে।বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে কিন্তু আল্লাহর চোখ এড়ানোর সাধ্য কারো নেই। রংপুরের সাঈদ ছিলো শিবির কর্মী
বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে।বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপি এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে কিন্তু আল্লাহর চোখ এড়ানোর সাধ্য কারো নেই। রংপুরের সাঈদ ছিলো শিবির কর্মী

৩| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১০:৪৯

বাউন্ডেলে বলেছেন: বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে।বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে কিন্তু আল্লাহর চোখ এড়ানোর সাধ্য কারো নেই। রংপুরের সাঈদ ছিলো শিবির কর্মী
বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে।বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে কিন্তু আল্লাহর চোখ এড়ানোর সাধ্য কারো নেই। রংপুরের সাঈদ ছিলো শিবির কর্মী

৪| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৯

কামাল১৮ বলেছেন: এমন আরো অনেক শিবির কর্মী আছে।সাধারণ ছাত্র এত উগ্র হতে পারে না।

৫| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৫

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপিপ এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে।বিষয়টা রাজনৈতিক কিন্তু আণ্দোলনে অরাজনৈতিক। বহুদিন থেকেই জামাত-বিএনপি এমন একটা পরিস্থিতি চাচ্ছিল। তারা এখন সাধারনের ভীড়ে কিন্তু আল্লাহর চোখ এড়ানোর সাধ্য কারো নেই। রংপুরের সাঈদ ছিলো শিবির কর্মী


এই আন্দোলনে অনেক ছাত্রলীগের ছেলেও ছিল, হয়ত শিবির, ছাত্রদলও ছিল কিন্তু সন্ত্রাসী ছাত্রলীগ আক্রমনের আগ পর্যন্ত আন্দোলন শান্তিপুর্ন ছিল, এটাই বড় কথা। শান্তিপুর্ন আন্দোলনকে গায়ে মানে না আপনি মোড়লের মত ছাত্রলীগের সন্ত্রাসীরা রক্তাক্ত করেছে, এর দায় ভুতের ঘারে চাপিয়ে লাভ নেই।

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৮

বাউন্ডেলে বলেছেন: ট্রান্স রাজাকাররা মানসিক রোগী। এদের মতি-গতি বোঝা মুশকিল। এখন এরা জামাত-বিএনপি ঘরানার।

৬| ১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৩

ধুলো মেঘ বলেছেন: একটা ছাত্রলীগ জুতা খুলে পিটানোর জন্য আমার গা রি রি করছে। একটারে যদি পাইতাম!

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:০৫

বাউন্ডেলে বলেছেন: ট্রান্স রাজাকাররা এখন জামাত-বিএনপির আঁচলের তলায়। ছাত্রলীগ যেখানে সেখানে পাবেন। খায়েসটা পুরা করেন।

৭| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২৭

ধুলো মেঘ বলেছেন: কামাল১৮, আবু সাঈদ কি উগ্রতা দেখিয়েছে? জবাব দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.