নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

ট্রান্স রাজাকারদের শাটডাউন। বাস্তবায়নে জামাত-বিএনপি।

১৮ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫৪

বুঝলেন কারা আপনাদের ব্যবহার করতে চায় একটু মাথা কাটালে বুঝতে পারবেন।
রিজভী বলেছেন “পুলিশ ঢুকলে ক্যাম্পাসে-আমরা ঢুকবো সংসদে”।
আর বিনোদন পার্টিদের বলতেছি নিজেদের তো মুরোদ নাই আন্দোলন করার বা রাজপথে থাকার তাই ছাত্রদের মাথায় কাঁঠাল ভাঙ্গতেছেন, বিএনপি বড়ই হাস্যকর দল । কবে কোন দিন কত তারিখে সংসদে ঢুকবেন ডেটটা জানাবেন কি, দেখি আপনাদের ক্ষমতা কতদূর আর জোর কতদূর, সারা জীবন ষড়যন্ত্রই করেন রাজনীতি আপনাদের দ্বারা সম্ভব না। কারণ আপনারা তো বাংলাদেশকে ভালোইবাসেন না আপনাদের ভালোবাসা তো অন্য দেশের সাথে ।


আসিফ মাহমুদ।
কোটা আন্দোলনের সমন্বয়ক।
মাননীয় প্রধানমন্ত্রীর ভাষনের পরও আগামীকাল কর্মসূচি দিয়েছে। নতুন নতুন শব্দে (কমপ্লিট শাটডাউন) কমর্সুচী। যেমন বাংলা ব্লকেড।
তাঁর ফেসবুকে গিয়ে দেখেন,,সে সম্পুর্নভাবে শিবির দ্বারা পরিচালিত।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০০

এস.এম.সাগর বলেছেন: আওয়ামী পাচাটা দালাল হলে ভালো হতো!

১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১০

বাউন্ডেলে বলেছেন: এরা দেশের সর্বোচ্চ সুবিধাভোগী।

২| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৪৫

ধুলো মেঘ বলেছেন: এইসব করে লাভ হবেনা। কুত্তাদের চিল্লাচিল্লি শেষ। এখন শাখায় প্রশাখায় উপশাখায় ঘুরিয়ে ফিরিয়ে শিবির খুঁজলে কোন ফায়দা হবেনা। এরা ধরা খেয়ে গেছে। এক সময় ওদে মাথাগুলোকেও কানে ধরে ওঠবস করা হবে,

৩| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৭

নয়া পাঠক বলেছেন: এখন আর মনে হয় এসব কথা পাবলিক খায় না, আপাতত আপনারা নিজেদের পু....কি সামলান বড়ভাই।

দেশে এখনও বিএনপি জামাতের এত ক্ষমতা আছে, তাহলে আপনারা এতদিন কি ছিড়েছেন... যত ক্ষমতা আপনাদের সে তো ঐ সাধারণ আম-পাবলিকের উপরেই।

১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪০

বাউন্ডেলে বলেছেন: বিএনপি জামাতের অবশিষ্টটাও এবার শেষ হবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।

৪| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১:২৮

তানভির জুমার বলেছেন: রাজধানীতে বিভিন্ন ভবনের ছাদ থেকে নারীরাও ইট-পাথর ও গরম পানি ছুঁড়ছে ছাত্রলীগ ও পুলিশের উপর। পুরো বাংলাদেশ জেগে উঠেছে স্বৈরাচারের বিরুদ্ধে!
আলো আসবেই....

৫| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৮

আলামিন১০৪ বলেছেন: ছবি দেখে হাসলাম। একটা সত্য কথা বলবেন? জনগণকে ভোটাধিকার দিতে আপনাদের ভয় কিসের?

১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪১

বাউন্ডেলে বলেছেন: জনগন ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে।

৬| ১৮ ই জুলাই, ২০২৪ দুপুর ২:২১

আরোগ্য বলেছেন: শাক দিয়ে মাছ ঢাকার ঢাকার পায়তারা। ঠিকই আছে, চোখ বন্ধ করে রাখলে আর নির্লজ্জ হলে সব কিছুই করা যায়।

৭| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৪

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: জনগন ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে।
বুঝলাম, ঠেলায় না পড়লে আপনারা সত্য কথা বলবেন না।

৮| ১৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০১

রিফাত হোসেন বলেছেন: ছবিটি অনেক কথা বলে। একে পুঁজি করে একটি সুবিধালোভী গোষ্ঠি ন্যায়কে ভিন্ন দিকে মোড় দিয়েছে। যেখানে সঠিককে ভুল ও অন্যায় হিসেবে ব্যাখ্যা দিচ্ছে।
ছাত্রলীগকে reform করার সময় এসে গিয়েছে। মুক্তিযোদ্ধারা সূর্যসন্তান। এই বলে তাদের রক্ত হলেই দুই কাঁধে দুই ফেরেস্তা থাকবে না! এরকম চিন্তা করা বোকার স্বর্গে বাস করা একই কথা।

১৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

বাউন্ডেলে বলেছেন: কথা ঠিক।। কিন্তু আজকে যা ঘটেছে দেশে তাতে জামাত,বিএনপি বা ট্রান্স রাজাকার- কাউকেই ক্ষমা করা যায় না।

৯| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লজ্জা রাখুন, যে কোন কিছু অন্যর উপর চাপিয়ে দিয়ে নিজের সুবিধা নেওয়ার চেষ্টা করাটাও অপরাধ।

১০| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:৫২

শ্রাবণধারা বলেছেন: কিছু মনে করবেন না জনাব, আপনাকে পুনরায় খাঁচায় পোরার সময় হয়েছে বলে আমার বিশ্বাস।

১১| ০৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৫

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: জনগন ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে।
এবার কি সত্য বলবেন, মহাশয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.