নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

“তোমার অপরাধ” - তোমাকে বাঙ্গালী ভালোবাসে। আমাদের ক্ষমা করো মা রোকেয়া।

১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৬


মাগী' মানে 'মেয়ে।' কিন্তু প্রচলিতার্থে 'মন্দ মেয়ে।'
আজ থেকে মাগী মানে মা। মা রোকেয়া। আজ থেকে মাগী মানে সখী৷ সখী রোকেয়া।
২০১৯ সালে যা লিখেছিলাম, যা পরে 'নারীবাদী চিঠি ও অন্যান্য' (২০২০, সৃষ্টিসুখ) বইতে অন্তর্ভুক্ত হয়েছিল, সেটাই আরেকবার উচ্চারণ করব। চিঠিটি ছিল আঁখি, আমার মেয়ের, উদ্দেশে। তার মতো সব কুঁড়িদের বলতে চেয়েছিলাম আসলে:
'...এইভাবে লক্ষণরেখা ডিঙোনো সব মেয়েই আসলে বেশ্যা। আর তোমাকে তো, মাম্মাম, আকাশ দিতে চাই, চার দেওয়াল নয়। তাহলে তুমিও তো হবে…
আজকাল মাথা চিড়বিড় করে না, দৃষ্টি ঝাপসা হয়না, কান গরম হয়না।.... এই চিঠি এই কথা বলতেও লেখা যে 'স্লাট' শুনলে আসলে স্বস্তির শ্বাস ফেলতে হয়৷ ভাবতে হয় 'যা করেছি, ঠিকই করেছি।'
এ' এক লিটমাস টেস্ট। যবে থেকে বেশ্যা ডেকে কুৎসার শুরু, তবে থেকে মুক্তিও শুরু। 'আদর্শ নারী' হওয়ার দায় আসলে সবচেয়ে বড় শৃঙখল৷
বেশ্যাপৃথিবীর অপেক্ষায়…
তোমার মাম্মাম।'

আপাতত নাম প্রকাশে অনিচ্ছুক একজন লেখকঃ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫

আহলান বলেছেন: হাসিনা বিগত ১৬ - ১৭ বছর ধরে শিক্ষাঙ্গনে যে লেখা পড়া শিখিয়েছেন, তাতে কে বেগম রোকেয়া আর জয়নুল এই প্রজন্ম তা চিনে বলে মনে হয় না- তাদেরকে শুধু মুজিবকে চেনানো হয়েছে। শেখ পরিবারের বন্দনা আর স্তুতি বাক্য শেখানো হয়েছে। হাসিনার চেহারাটাই তারা দেখেছে .... তাই সবাইকে হাসিনা ভেবে ভুল করলে তো বিপদে পড়তে হবে আমাদের সব মা বোনকে। আশা করি এই অবক্ষয়, অভিশাপ থেকে জাতি এক সময় ঠিকই উত্তরণ পাবে ...

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৩

বাউন্ডেলে বলেছেন: এর চেয়েও ভয়ংকর কিছু দৃশ্য করেছে তথাকথিত সমন্বয়করা। সময়ে সবগুলো দেখতে পাবেন। তারা তাদের পাহাড় সম অপকর্মের চিত্র তৈরী করেছে গত এক মাসে । বিচার সবারই হবে।

২| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৮

শায়মা বলেছেন: এইগুলো যারা করে তারা মনে হয় জঙ্গলে বাস করতো এতদিন। ওয়ান টু পাস করে একটু লিখতে শিখেছিলো কিন্তু তারপর ফেইল করতে করতে জঙ্গলে নির্বাসনে গিয়েছিলো..... ছাড়া পেয়ে দৌড়ে এসে এই লেখা লিখে গেছে। :(

৩| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৫

জুন বলেছেন: আপনার পোস্টটা সরিয়ে ফেলার জন্য অনুরোধ করলাম। একজন মহীয়সী নারীর এই অবমাননা অত্যন্ত দু:খজনক।

১৪ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৬

বাউন্ডেলে বলেছেন: পোষ্ট থাকলো। কারন: বিচারের উর্ধে কেউ নয়। এর চেয়েও ভয়ংকর কিছু দৃশ্য করেছে তথাকথিত সমন্বয়করা। সময়ে সবগুলো দেখতে পাবেন। তারা তাদের পাহাড় সম অপকর্মের চিত্র তৈরী করেছে গত এক মাসে । বিচার সবারই হবে।

৪| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬

রানার ব্লগ বলেছেন: জামাত হেফাজতিরা নারী বিদ্বেষী এদের কে মাঠে রেখে আপনি রোকেয়া কে সম্মান জানাতে পারবেন না। তারা দিন রাত্রী নারীদের নিয়ে নোংড়া মাহাফিল করবেই।

৫| ১৪ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৫

রানার ব্লগ বলেছেন: মাগি শব্দটি কোনো খারাপ শব্দ হিসেবে জন্ম নেয়নি। শ্রীরামকৃষ্ণ পরমহংস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ তখনকার অনেক নামীদামী লেখকরাই এ শব্দটি তাদের সাহিত্যে ব্যবহার করতেন। শব্দটি রবীন্দ্রযুগ থেকে সাহিত্যে প্রায় অচলিত হয়ে যায়। রাজশেখর বসুর চলন্তিকায় শব্দটি অশিষ্ট, কিন্তু মাগী বানানে। যদিও শব্দটি তদ্ভব যেকোনো ব্যুৎপত্তির দিক থেকে, আর তাই ই-কার ব্যবহার করাটাই রীতি।

জ্ঞানেন্দ্রমোহনে আছে সংস্কৃত মাতৃগাম থেকে পালিতে মাতুগাম, সে থেকে প্রাকৃতে মাউগ্গাম, তা থেকে মাউগ, মাগু এবং মাগী (পুরনো বানানে)। রালফ লিলি টার্নারের ইন্দো-আর্য ভাষার তুলনামূলক অভিধানেও প্রায় একই ব্যুৎপত্তি। হরিচরণের মতে শব্দটি মাগ-এর সাথে ই যোগে নিষ্পন্ন, মাগ এসেছে মাউগ বা মাগু থেকে, মৈথিলিতে মৌগী বা মাগু দুইয়েরই অর্থ নারী। সুকুমার সেনের ব্যুৎপত্তি-সিদ্ধার্থে শব্দটি মার্গিতা থেকে, যার অর্থ মাগিবার জিনিস।

১৯৭৫ পূর্ববর্তী অসংখ্য বাংলা চলচ্চিত্রে মাগি শব্দটি আদুরে ডাক হিসেবে ব্যবহৃত হয়েছে !

বিশ শতকের মাঝামাঝি সময়েও কোনো কৃষক জমি থেকে ফিরে এসে উঠোনে বসে বউয়ের উদ্দেশ্যে হা‍ঁক ছাড়তেন,আমার মাগি কোথায় রে?

বলাবাহুল্য, মাগি সম্বোধন তখন ছিলো অত্যন্ত আদরের। এখনো কিছু কিছু অঞ্চলে মাগি বলতে নারী, মহিলা বা স্ত্রী লিঙ্গদের বোঝানো হয়। তবে বেশিরভাগ মানুষই এখন এ শব্দটির দ্বারা পতিতা বা গণিকাদের বুঝেন। তবে গুগল ডিকশনারীর মতে, সেটা মাগি নয়, মাগী !

৬| ১৪ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

শেরজা তপন বলেছেন: দয়া করে এই সব ব্যাপারে ছাত্র আন্দোলনকারীদের ঘাড়ে দায় চাপিয়ে তাদের মহান এই কর্মকে কলুষিত করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.