নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

৫ই আগষ্ট থেকে চলমান শত শত হত্যা, হাজারো লুটপাটের একটির বর্ননা।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:০৬


কিছুক্ষন আগে ধানমন্ডি থেকে মিরপুর আসার পথে সংসদ ভবন এর কোনাটায় ২৫/৩০ জন এর মতো ছাত্র আমাকে এসে দাওয়া করলো খারাপ ভাষায় একটা গালি দিয়ে বলে দাড়া আমি দাড়ালাম। তারপর জিজ্ঞেস করে কোথায় থেকে আসলি, আমি বললাম ভাই আমি ধানমন্ডির দিক থেকে আসলাম বাসায় যাবো, তারা বললো দেখি তোর ফোনটা, আমি বললাম আমি দেখাই ভাই, ওরা বলে না আমরা দেখবো এরকম দস্তাদস্তি করতে করতে ওদের সাথে আরো অনেক ছাত্র জড়ো হয়ে যায়, তারপর আমার উপর ঝাপিয়ে পড়ে মনের ইচ্ছে মতো যা কারার করলো। তারপরও আমি কিছু বলি নাই, বললাম ভাই আপনারা ছাত্র, আমিও তো একজন ছাত্র আমি মিরপুর কলেজে পড়াশোনা করি, আমার কলেজের কার্ড টা বের করে দেখালাম তারপরও কিছু বললো না মুখ দিয়ে যা ইচ্ছে বলা শুরু করলো বললাম ভাই আমার ফোনে তো কিছু পেলেন না, ফোনটা দিয়ে দেন, ফোনটা আমার অনেক পছন্দের ছিলো, বাবা অনেক সখ করে কিনে দিছিলো

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩

শায়মা বলেছেন: তারপর কি? নিয়ে নিলো?

২| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৩

আঁধারের যুবরাজ বলেছেন: @৫ই আগষ্ট থেকে চলমান শত শত হত্যা, হাজারো লুটপাটের একটির বর্ননা।

টাইটেলের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু পেলাম না পোস্টে। হাসিনা বা আওয়ামীলীগের কেউ কেটা কেউ যখন অবলীলায় মিথ্যা বলে সেটা সহজেই বুঝা যায়। চুনোপুঁটিরা যখন সেই চেষ্টা করে ,তখন খুব হাস্যকর দেখায় !

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৮

বাউন্ডেলে বলেছেন: চোখ আছে নাকি জন্মান্ধ।

৩| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪২

নিগানন্দ নহায়ন বলেছেন: ভাই এটা শিক্ষিত মানুষদের ব্লগসাইট, এখানে টোকাইলিগের প্রোপাগান্ডা ছড়ায় লাভ নাই।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৯

বাউন্ডেলে বলেছেন: টোকাই কে আয়নায় দেখেন। নির্লজ্জ বেহায়া তারাই- যারা সাধারন ছাত্রদের নাম ভাংগিয়ে এবং শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে শতকোটী টাকার বিনিময়ে ট্যাক্স চোর ইউনুসের কাছে গদি বিক্রি করেছে। ধিক্কার, ঘৃনা, থুতু

৪| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১

শুভ্র তুষার । বলেছেন: অনেক সুন্দর একটি কৌতুক, মাঝে মাঝে। ধন্যবাদ কৌতুক চাই

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১

বাউন্ডেলে বলেছেন: মিথ্যা আর প্রতারনার সাথে বসবাস যাদের । তাদের জন্য েএটা কৌতুক।

৫| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১৭

অক্পটে বলেছেন: টোকাই লীগিয় বর্ণনা।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১১

বাউন্ডেলে বলেছেন: মিথ্যা আর প্রতারনার সাথে বসবাস যাদের । তাদের জন্য েএটা কৌতুক।

৬| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:১২

প্রহররাজা বলেছেন: যে জাতির প্রধান উৎসব প্রকাশ্যে পশু হত্যা আর ২য় প্রধান উৎসব ক্রিকেটে ভারতের পরাজয় সেই হারামী জাতী সারাজীবন মারা খাবে।

৭| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৫

কামাল১৮ বলেছেন: এটা মানবধিকারের লঙ্ঘল।আমন হাজারো মানবধিকার লঙ্গিত হয় বাংলাদেশে বহুদিন থেকে।এখান থেকে বের হয়ে আসা দরকার।

৮| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:১৪

গোবিন্দলগোবেচারা বলেছেন: রাজাকারের পুত, লুটপাট দোচাও? গত ১৫ বছরের লুটপাট কইরা দেশটার তো কিছু রাখো নাই।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৭

বাউন্ডেলে বলেছেন: তুই মিথ্যুক নির্লজ্জ। নির্লজ্জ বেহায়া তারাই- যারা সাধারন ছাত্রদের নাম ভাংগিয়ে এবং শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে শতকোটী টাকার বিনিময়ে ট্যাক্স চোর ইউনুসের কাছে গদি বিক্রি করেছে। ধিক্কার, ঘৃনা, থুতু ।

৯| ১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৫০

রবিন_২০২০ বলেছেন: যার যেটা প্রাপ্য।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২

বাউন্ডেলে বলেছেন: কথা সত্য। পাওনা সবাই বুঝে পাবে।

১০| ১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:০২

এনামেল হউক বলেছেন: আর ২০০৯ সাল থেকে ৫ই আগষ্ট ২০২৪ পর্যন্ত হাজার হাজার হত্যা, গুম, হাজারো লুটপাটের বর্ননাগুলো?

লাত্থি খাবি, হারামজাদা দালালের বাচ্চা।

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৬

বাউন্ডেলে বলেছেন: তুই মিথ্যুক নির্ল জ্জ। নির্লজ্জ বেহায়া তারাই- যারা সাধারন ছাত্রদের নাম ভাংগিয়ে এবং শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে শতকোটী টাকার বিনিময়ে ট্যাক্স চোর ইউনুসের কাছে গদি বিক্রি করেছে। ধিক্কার, ঘৃনা, থুতু ।

১১| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২৮

রাসেল বলেছেন: এই অন্যায় আজকে নতুন না, তবে অবশ্যই মেনে নেয়া যায় না এবং এই সরকারকে কিছু সময় দেয়া উচিত তাদের পারফরমেন্স যাচাই করার জন্য। তবে আপনার বর্ণনা পড়ে ঘটনা বিশ্বাস যোগ্য মনে হচ্ছে না। যদি মিথ্যা হয়ে থাকে, তবে আপনাদের মতো মানুষের জন্যই দেশের এই দুরবস্থা।

১২| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫২

বাউন্ডেলে বলেছেন:
পদ্মা সেতুর রেলিং গায়েব হলেও সেতুটি এখেনো আছে।

১৩| ১৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১

বাউন্ডেলে বলেছেন:
মহাপুন্যর কাজ করছে ট্রান্স রাজাকার গুন্ডা বাহিনী।

১৪| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৯

নতুন নকিব বলেছেন:


সত্যিকারার্থে, আপনার লজ্জা বলতে কিছু আছে কি?

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১২:০৪

বাউন্ডেলে বলেছেন: নির্লজ্জ বেহায়া তারাই- যারা সাধারন ছাত্রদের নাম ভাংগিয়ে এবং শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করে শতকোটী টাকার বিনিময়ে ট্যাক্স চোর ইউনুসের কাছে গদি বিক্রি করেছে। ধিক্কার, ঘৃনা, থুতু ।

১৫| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬

ইমরান৯২ বলেছেন: এখানে না লিখে চটি সাইটে গিয়ে গল্প লিখতে শুরু করে দাও ভাইয়া ।
তাইলে অনেক ভাল মার্কেট পাইতে পারো :P

১৬| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩

হাসিব শান্ত বলেছেন: ২০১৮ সাল থেকে ব্লগ পড়ি নিয়মিত, কোনোদিন আইডি খুলি নাই,রিসেন্টলি আপনাদের কিছু হিপোক্রেট লোকদের দেখে আইডি খুললাম।

আপনার নাম টা বাউন্ডুলে থেকে 'ভন্ড আবুল' করে দিতে পারলো ভাল লাগতো।
যাইহোক ভাই সস্তা নেশা কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.