নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

৫ তারিখ রুবেল হত্যা...! ৫ তারিখ সাকিব কানাডার লীগে ম্যান অব দ্যা ম্যাচ =p~ শিবিরের স্নাইপার গানারের বুলেট ৭.৬২ এর কারিশমা।বোল্ড আউট

২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৮


সম্ভবত বাংলাদেশ তার সর্বকালের সেরা অলরাউন্ডারকে হারাতে যাচ্ছে!
এখানেই হয়তো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ।
সাংবাদিক রিয়াসাদ আজিমের একটি ভিডিও দেখলাম মাত্রই! যেখানে তিনি বলছিলেন, পাকিস্তান সিরিজেই হয়তো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ‌! এবং সাকিবের বিরুদ্ধে আরো মাম'লা লোডিং রয়েছে । এবং পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকেই সাকিবকে বাদ দেওয়া হবে । অলরেডি বিসিবি সাকিবকে বাদ দেওয়ার জন্য সমস্ত নীতিমালা নিয়ে নিয়েছেন । এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ।
শুনতেই, মনে হচ্ছে- যেন এক আকাশ মন খারাপেরা এসে বাসা বেঁধেছে হৃদয়ের কঠোরে! ভেঙ্গে চুড়ে যেন একাকার হয়ে যাচ্ছে বুকের সবটা...
৫ তারিখ রুবেল হত্যা...!
৫ তারিখ সাকিব কানাডার লীগে ম্যান অব দ্যা ম্যাচ
আমার কথা একটাই, এরা মানুষ হবে কবে?
রবি ঠাকুর ঠিকই বলেছিলেন- সাড়ে সাত কোটি বাঙালির হে বঙ্গ জননী,
রেখেছো বাঙালি করে; মানুষ করনি!
এবার অনেকে বলবে তার নির্দেশে হইছে for ur kind information সে মাগুরার এমপি ঢাকার না, যে তার নির্দেশে ঢাকায় গুলি করা হবে!
সাকিবিয়ানদের জন্য বিষয়টা খুবই দু:খজনক

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৭

পুরানমানব বলেছেন: বাহ্ সুধীর ভাই বাহ্।
শিবিরের নিকট অস্ত্রগুলান কি আপনি সাপ্লাই করিয়াছিলেন নাকি ?

২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪২

বাউন্ডেলে বলেছেন: ওরা আগে থেকেই ওসব ব্যবহার করে রে গুজবকারী।

২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৫

বাউন্ডেলে বলেছেন: সত্য শেখার জন্য আরো পড়ুন-
https://www.somewhereinblog.net/blog/baundele/30364779

২| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কালো কোট কাল হয়ে দাঁড়িয়েছে।

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০০

বাউন্ডেলে বলেছেন: ারো কোট জাতীর জনক সহ অনেকেই ব্যবহার করতো । এখনো করে তবে ছয় বোতামের কোট, মুজিব কোট হিসেবে পরিচিত।

৩| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫১

নতুন বলেছেন: এই রকমের ফাউল মামলা বন্ধ করতে হবে। X(

কারা এমন মামলা করার বুদ্ধি দিতেছে? ফ্যাক্ট ছাড়া মামলা কোন কাজের না হয়রানী ছাড়া।

যদি কোন প্রমান থাকে তবে ঠিক আছে। এই মামলায় সাকিবকে জড়ানো ঠিক হয় নি।

৪| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্নাইপার গান কোথা থেকে এলো ? বলুন।

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

বাউন্ডেলে বলেছেন: শিবিরকে জিজ্ঞেস করুন।

৫| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে দোষী হলে তার বিচার হওয়া দোষের নয়।

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

বাউন্ডেলে বলেছেন: দোষী কিভাবে হয়। মাগুরার এমপি সে । অন্য সংসদীয় এলাকায় তার হুকুম চলে না।

৬| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০২

আমি নই বলেছেন: সাকিবের মত অর্থলোভীকে আরো আগেই বাদ দেয়া উচিত ছিল। আশা করি বিসিবি ফারুক সাহেবের নেতৃত্বে নতুন খেলোয়ার খুজে বের করে দলকে আরো শক্তিশালী করবে।

উল্লেখ্য সাকিব সহ পন্চপান্ডবকে এই ফারুক সাহেবই নির্বাচক হিসেবে প্রথম দলে সুযোগ দিয়েছিলেন।

স্নাইপার শিবির না লীগ ব্যবহার করেছিল? আগ্নেয়াস্ত্র শুধু লীগের হাতেই দেখা গেছে। কোন উপদেষ্টা কি বলল তার চাইতে প্রমানটা বেশি জরুরি। আপনার কাছে প্রমান আছে?

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

বাউন্ডেলে বলেছেন: Click This Link

৭| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

সরকার পায়েল বলেছেন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নমুনা l তবে শিবির জামাতের বিষয়ে এরা আবার অতি উদার সেখানে আসলেই কোন বৈষম্য নাই l

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

বাউন্ডেলে বলেছেন: এরা নরপশু । ধোকা দিয়ে সাধারন ছাত্রদের বাইরে এনে হত্যা করিয়েছে।
২০১৮ সালে জামাত-শিবির কতিপয় মেধাবী শিক্ষার্থীদের পিছনে প্রশিক্ষনপ্রাপ্ত শিবির কর্মীদের লিপ্ত করে দিয়ে কোটা আন্দোলনের সুচনা করে। এটা অব্যার্থ অস্ত্র ।
১। সবকিছু আঁচ করতে পেরে শেখ হাসিনা সরকার ২০১৮ সালে প্রজ্ঞাপন জারী করে কোটা ব্যবস্থা বাতিল করে ষড়যন্ত্র ব্যার্থ করে দেয়। কোটা বন্ধ হযে যায়।
সরকারের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটার পক্ষে আদালতে যায় অতিতের কোটাসুবিধা প্রাপ্তরা।
২। ২০২৪ সালে আদালত সরকারের ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপনটি স্থগিত ঘোষনা করে। ফলে কোটা আবার চালু হয়। সরকার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং ছাত্রদের ধৈর্য ধারন করার আহব্বান জানায়। আদালত অবমাননার দায় এড়াতে সরকার নতুন প্রজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকে। কিন্তু ষড়যন্ত্র সময় দিতে নারাজ। কারনঃ সাধারন শিক্ষার্থীরা মুল ঘটনা জানতে পারলে ভেস্তে যাবে সব ষড়যন্ত্র। এটা জাতীয় সংসদের বিষয়ও ছিলো না। কোটা তখন সম্পুর্ন বিচার বিভাগের হাতে।
সমন্বয়কদের ১৮ তারিখের শাটডাউন ছিলো ছাত্রদের হত্যা করে সরকার কে সরানোর ষড়যন্ত্রের অংশ। শাটডাউন বা কোটা আন্দোলনের কোন প্রয়োজন ছিলোনা।
বিচার বিভাগ কোটা সংস্কার রায় দেয় ২২ জুলাই।
এ কারনেই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে নাম থাকবে সমন্বয়ক নামক কয়েকজন নরপশুর।

৮| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

ইমরান৯২ বলেছেন: সঠিক সিদ্ধান্ত , তার মত বেয়াদব , কুলাঙ্গার এদেশের না থাকাটাই উচিত

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

বাউন্ডেলে বলেছেন: সেটা যৌক্তিক হতে হবে।

২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

বাউন্ডেলে বলেছেন: সমন্বয়করা নরপশু । ধোকা দিয়ে সাধারন ছাত্রদের বাইরে এনে হত্যা করিয়েছে।
২০১৮ সালে জামাত-শিবির কতিপয় মেধাবী শিক্ষার্থীদের পিছনে প্রশিক্ষনপ্রাপ্ত শিবির কর্মীদের লিপ্ত করে দিয়ে কোটা আন্দোলনের সুচনা করে। এটা অব্যার্থ অস্ত্র ।
১। সবকিছু আঁচ করতে পেরে শেখ হাসিনা সরকার ২০১৮ সালে প্রজ্ঞাপন জারী করে কোটা ব্যবস্থা বাতিল করে ষড়যন্ত্র ব্যার্থ করে দেয়। কোটা বন্ধ হযে যায়।
সরকারের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটার পক্ষে আদালতে যায় অতিতের কোটাসুবিধা প্রাপ্তরা।
২। ২০২৪ সালে আদালত সরকারের ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপনটি স্থগিত ঘোষনা করে। ফলে কোটা আবার চালু হয়। সরকার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং ছাত্রদের ধৈর্য ধারন করার আহব্বান জানায়। আদালত অবমাননার দায় এড়াতে সরকার নতুন প্রজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকে। কিন্তু ষড়যন্ত্র সময় দিতে নারাজ। কারনঃ সাধারন শিক্ষার্থীরা মুল ঘটনা জানতে পারলে ভেস্তে যাবে সব ষড়যন্ত্র। এটা জাতীয় সংসদের বিষয়ও ছিলো না। কোটা তখন সম্পুর্ন বিচার বিভাগের হাতে।
সমন্বয়কদের ১৮ তারিখের শাটডাউন ছিলো ছাত্রদের হত্যা করে সরকার কে সরানোর ষড়যন্ত্রের অংশ। শাটডাউন বা কোটা আন্দোলনের কোন প্রয়োজন ছিলোনা।
বিচার বিভাগ কোটা সংস্কার রায় দেয় ২২ জুলাই।
এ কারনেই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে নাম থাকবে সমন্বয়ক নামক কয়েকজন নরপশুর।

৯| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৭

রানার ব্লগ বলেছেন: চিন্তা করবেন না সাকিব ছাত্র শিবির বা জামাতে যোগ দিলে সে দুধে ধোয়া আলকাতরা হয়ে যাবে । তার একমাত্র দোষ সে আঃলীগের প্রার্থী ছিলো । ন্যাকা ছিঁচকাঁদুনে তামিম এখন ফর্মে আছে ।

১০| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭

বাকপ্রবাস বলেছেন: শিবির আইলো কেমতে,

ভারতের সব দালালকে ভরতে হবে, তবে মামলাটা যেন সঠিক হয়, উল্টাপাল্টা মামলা দিয়ে বিষয়গুলো হালতে হয়ে যাবে

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৫

বাউন্ডেলে বলেছেন: Click This Link

১১| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

কামাল১৮ বলেছেন: যারা পাবলিক ফিগার তাদের প্রকাশ্যে রাজনীতিতে না আসাই ভালো।তারা সবার সম্পদ।নিজের এলাকায় জনপ্রিয় হলে স্বতন্ত্র এমপি হতে পারে।জনগনের সার্থে কথা বলতে পারে।

১২| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

এস.এম.সাগর বলেছেন: সাকিব ও মাশরাফি এককালে গোটা বাংলাদেশের ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে দুজনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। দুঃখজনকভাবে তারা এমন রাজনীতিতে জড়ান, যেই রাজনীতি ছিল এদেশের জনগণের বিরুদ্ধে। জনগণের অধিকারের বিরুদ্ধে। তারা দুজনেই নির্বাচিত হয়েছিলেন রাতের ভোটে, চুরি করা ভোটে। একজন প্রায় সাড়ে পাঁচ বছর এবং অন্য আরেকজন প্রায় আট মাস স্বৈরাচারী সরকারের তাবেদারি করেছেন। চলমান আন্দোলনে যখন সরকার মারমুখী অবস্থানে গেল, নিরীহ ছাত্রদেরকে একের পর এক হত্যা করতে লাগলো, তখনও তাদের দুজনের সামনে ছিল পদত্যাগের সুযোগ ছিলো। আওয়ামী লীগের মাশরাফি-সাকিব থেকে জনগণের মাশরাফি-সাকিবে পরিণত হওয়ার সুযোগ ছিলো। কিন্তু তারা সেটা গ্রহণ করেননি। নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারকে মুখ্য করে দেখেছেন। সেটাকে সংরক্ষণের চেষ্টা করেছেন। ফলে তাদেরকে আর বাংলাদেশের মাশরাফি-সাকিব বলার সুযোগ নেই। তারা এখন কেবল আওয়ামী লীগেরই। তাদের মধ্যে একজন এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এটা লজ্জার। তার পারফরম্যান্স যেমনই হোক না কেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তার আর নেই। চলতি সিরিজ শেষে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন, চিরতরে সরে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। ( সাকিব খুনি মাফিয়া নরপিচাস হাসিনার দোসর )

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৪

বাউন্ডেলে বলেছেন: নরপশুদের বক্তব্য এরকমই হয়।
https://www.somewhereinblog.net/blog/baundele/30365014

১৩| ২৪ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

এস.এম.সাগর বলেছেন: লেখক বলেছেন: সমন্বয়করা নরপশু

হাসিনা কি?

১৪| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: দোষী কিভাবে হয়। মাগুরার এমপি সে । অন্য সংসদীয় এলাকায় তার হুকুম চলে না। সে একটা দলের লোক। দলের পক্ষে সে দেশের যে কোন স্থানে অপরাধ সংগঠন করতে পারে। সে লক্ষ্মীপুরের পুলিশকে লক্ষ্মীপুরের ছাত্রদের উপর গুলি চালাতে বলতেই পারে। মামলা যারা দিয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তাদের। জামায়াতের বড় নেতারা আমাকে বলেছিলো তারা নির্দোষ। অথচ দোষী সাব্যস্ত হয়ে তাদের ফাঁসিও হয়ে গেল।

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৯

বাউন্ডেলে বলেছেন: অবশেষে লেন্জা প্রদর্শন করলেন ?

১৫| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪২

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: সমন্বয়করা নরপশু

হাসিনা কি?

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৫৮

বাউন্ডেলে বলেছেন: ধোকা দিয়ে সাধারন ছাত্রদের বাইরে এনে হত্যা করিয়েছে।
২০১৮ সালে জামাত-শিবির কতিপয় মেধাবী শিক্ষার্থীদের পিছনে প্রশিক্ষনপ্রাপ্ত শিবির কর্মীদের লিপ্ত করে দিয়ে কোটা আন্দোলনের সুচনা করে। এটা অব্যার্থ অস্ত্র ।
১। সবকিছু আঁচ করতে পেরে শেখ হাসিনা সরকার ২০১৮ সালে প্রজ্ঞাপন জারী করে কোটা ব্যবস্থা বাতিল করে ষড়যন্ত্র ব্যার্থ করে দেয়। কোটা বন্ধ হযে যায়।
সরকারের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটার পক্ষে আদালতে যায় অতিতের কোটাসুবিধা প্রাপ্তরা।
২। ২০২৪ সালে আদালত সরকারের ২০১৮ সালের কোটা বাতিলের প্রজ্ঞাপনটি স্থগিত ঘোষনা করে। ফলে কোটা আবার চালু হয়। সরকার আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে এবং ছাত্রদের ধৈর্য ধারন করার আহব্বান জানায়। আদালত অবমাননার দায় এড়াতে সরকার নতুন প্রজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকে। কিন্তু ষড়যন্ত্র সময় দিতে নারাজ। কারনঃ সাধারন শিক্ষার্থীরা মুল ঘটনা জানতে পারলে ভেস্তে যাবে সব ষড়যন্ত্র। এটা জাতীয় সংসদের বিষয়ও ছিলো না। কোটা তখন সম্পুর্ন বিচার বিভাগের হাতে।
সমন্বয়কদের ১৮ তারিখের শাটডাউন ছিলো ছাত্রদের হত্যা করে সরকার কে সরানোর ষড়যন্ত্রের অংশ। শাটডাউন বা কোটা আন্দোলনের কোন প্রয়োজন ছিলোনা।
বিচার বিভাগ কোটা সংস্কার রায় দেয় ২২ জুলাই।
এ কারনেই ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্থানে নাম থাকবে সমন্বয়ক নামক কয়েকজন নরপশুর।
এটা পড়ার পর মন্তব্য করুন

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫৬

বাউন্ডেলে বলেছেন: Click This Link

১৬| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সমন্বয়করা নরপশু বলে আপনি সীমা লঙ্ঘন করছেন। আপনার উদ্দেশ্য স্পষ্ট; 'র' মাসোহারা বাড়িয়ে দিয়েছে তাই না?

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৮

বাউন্ডেলে বলেছেন: জেনে মন্তব্য করুন। সমন্বয়ক নরপশুরা কি আল্লাহ না নবী (নাউজুবিল্লাহ)। আরো বেশী করে টাকা নেন - ২০০ টাকায় হিলসা খান।
https://www.somewhereinblog.net/blog/baundele/30365014

১৭| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৮

নূর আলম হিরণ বলেছেন: এগুলো প্রতিহিংসার মামলা।

১৮| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ব্লগে আপনি সহ হাতে গোনা ৫/৭ জন চরম ভাবে গণহত্যাকারী হাসিনার গুনকীর্তনে ব্যস্ত। আপনার ঐ গার্বেজ লেখা পড়ার কোন ইচ্ছা নেই কারণ ওখানেও একই ঘেউ ঘেউ।

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৬

বাউন্ডেলে বলেছেন: গনহত্যাকারী নরপশু সমন্বয়করা দেশটাকে নরক বানিয়ে ফেলেছে । আপনার এখানে কি কাম- সমন্য়কক নরপশুদের পা টিপলে তো কিছু মিলবে। কবন্ধদের আমার ব্লগ পছন্দের বাইরে। কারন তারা বোবা, কানা ও বধির।

১৯| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: ধোকা দিয়ে সাধারন ছাত্রদের বাইরে এনে হত্যা করিয়েছে।
২০১৮ সালে জামাত-শিবির কতিপয় মেধাবী শিক্ষার্থীদের পিছনে প্রশিক্ষনপ্রাপ্ত শিবির কর্মীদের লিপ্ত করে দিয়ে কোটা আন্দোলনের সুচনা করে। এটা অব্যার্থ অস্ত্র ।


আপনি বলছেন হাসিনা সরকার মানুষ হত্যা করেছে কারন মানুষ শিবিরের কথায় রাস্তায় এসেছে বলে?

মানুষ মারা গেছে এটা তাদের দোষ কারন কেন তারা শিবিরের কথায় রাস্তায় কেন এলো?

হাসিনা সরকার মানুষ হত্যা করেছে কিন্তু তাদের কোন দোষ নাই!!! কারন মানুষ শিবিরের কথায় রাস্তায় কেন নামলো?

তাহলে যে হত্যা করলো তার কোন দোষ নাই। সব দোষ যারা প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে? :||

২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮

বাউন্ডেলে বলেছেন: যারা মিথ্যা কথা বলে অবুঝদের বাইরে এনেছে , তারাই তাদের স্নাইপার দিয়ে হত্যা করিয়েছে ছাত্র/পুলিশদের । আমার অনেক পোষ্ট ও কমেন্টে উল্লেখ আছে ৭ . ৬২ বুলেট অনেকের শরিরে পাওয়া গেছে। যা পুলিশ ব্যবহার করে না। প্রসাশন ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী/ উপদেষ্টা একই কথা বলেছে। কোটা আন্দোলন এর কোন প্রয়োজন ছিলো না। মানুষ হত্যা করে হাসিনাকে সরানোর জন্য সমন্বয়করা মিথ্যা ও গুজব রটিয়ে শত শত মানুষকে হত্যা করেছে এবং করছে।

২০| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: চাটুকারদের জন্য এত দুঃখ করে লাভ নেই।

২১| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯

অস্বাধীন মানুষ বলেছেন: এটা ভালো লাগলো এই পা আর তেলবাজকে দল থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেয়া উচিৎ।

২২| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩

নিমো বলেছেন: পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ে উইকেট নিয়ে ভূমিকা রাখার অপরাধে, দ্রুততম সময়ে দেশে এনে ফাঁসি কার্যকর করা হোক।

২৩| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: যারা মিথ্যা কথা বলে অবুঝদের বাইরে এনেছে , তারাই তাদের স্নাইপার দিয়ে হত্যা করিয়েছে ছাত্র/পুলিশদের । আমার অনেক পোষ্ট ও কমেন্টে উল্লেখ আছে ৭ . ৬২ বুলেট অনেকের শরিরে পাওয়া গেছে। যা পুলিশ ব্যবহার করে না। প্রসাশন ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী/ উপদেষ্টা একই কথা বলেছে। কোটা আন্দোলন এর কোন প্রয়োজন ছিলো না। মানুষ হত্যা করে হাসিনাকে সরানোর জন্য সমন্বয়করা মিথ্যা ও গুজব রটিয়ে শত শত মানুষকে হত্যা করেছে এবং করছে।

আপনি বলতে চাচ্ছেন ছাত্রদের পথে নামিয়ে স্নাইপার দিয়ে হত্যা করেছে ছাত্ররাই?

আর শেখ হাসিনার সরকার পুলিশ, ছাত্রলীগ রাস্তায় দাড়িয়ে ছিলো? =p~

এটা যদি আপনি আয়ামীলীগের প্রপাগান্ডা চালানোর জন্র বলে থাকেন তবে ঠিক আছে চালিয়ে যান।

যদি বিশ্বাস থেকে বলে থাকেন তবে আর কিছুই বলার নাই।

Click This Link

২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৩

বাউন্ডেলে বলেছেন: আপনার লিংকে তো সরাসরি হত্যাকারী দেখা যাচ্ছে। হেলমেটের ভিতরে হাসিনা, সাকিব, পান্না নাকি অন্য কেউ ? হায়রে ইউনুসের টাকা !!! শত শত ছাত্র/পুলিশের প্রান নিলো ৬৬৬ কোটী টাকা। যে নর পশুদের ভয়ে মানুষ আজ তটস্থ। তাদের সাফাই গাওয়া বন্ধ করেন।

২৪| ২৫ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনার লিংকে তো সরাসরি হত্যাকারী দেখা যাচ্ছে। হেলমেটের ভিতরে হাসিনা, সাকিব, পান্না নাকি অন্য কেউ ? হায়রে ইউনুসের টাকা !!! শত শত ছাত্র/পুলিশের প্রান নিলো ৬৬৬ কোটী টাকা। যে নর পশুদের ভয়ে মানুষ আজ তটস্থ। তাদের সাফাই গাওয়া বন্ধ করেন।

ভাই এটা ছাত্রলীগের সূর্য সন্তান।

তাকে কাছ থেকে দুটি গুলি করা হয়। ছাত্ররা তাকে নিয়ে যাচ্ছে।

মাহিনের বাবা জামিল হোসেন প্রথম আলো অনলাইনের একটি ছবি দেখান এই প্রতিবেদককে। ছবিতে দেখা যায়, দুজন মানুষ রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে। এর একজন মাহিন। কাছাকাছি দাঁড়ানো সাবেক আওয়ামী লীগ সরকারের লোকজন। কারও হাতে লাঠি, সবুজ জার্সি গায়ে হেলমেট মাথায় একজনের হাতে অস্ত্র।

জামিল বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছেন, অস্ত্র হাতে দাঁড়ানো ব্যক্তি খুব কাছ থেকে গুলি করেছেন দুজনকে। প্রথম গুলি মাহিনের বাঁ চোখে লাগে। মাহিন চোখে হাত দিয়ে ঘুরে বসে পড়লে ওর মাথার পেছনে আরেকটা গুলি করা হয়। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি ছবি (একজন শিক্ষার্থী রক্তাক্ত এক কিশোরকে কোলে নিয়ে ছুটছেন) দেখিয়ে জামিল হোসেন বলেন, রক্তাক্ত কিশোরটি তাঁর ছেলে মাহিন। আওয়ামী লীগের ওই কর্মীরা সরে যাওয়ার পর রাস্তা থেকে কোলে করে মাহিনকে হাসপাতালে নেন ওই শিক্ষার্থী। মাহিনকে যিনি গুলি করেছেন এবং যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের এলাকাবাসী চেনেন। এলাকার সাবেক সংসদ সদস্যের বাহিনী। জামিল হোসেন জোর গলায় বললেন, তিনি ছেলে হত্যার বিচার চান। মামলা করতে চান।

২৫| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২০

টবগমৃুাপৃসত বলেছেন: The situation surrounding Shakib is deeply concerning. If true, it would be a huge loss for Bangladesh cricket. Let’s hope things take a positive Buckshot Roulette turn and we get to see more of Shakib's brilliance on the field.

২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩১

বাউন্ডেলে বলেছেন: We hope the current dictatorial government will at least keep cricket free from their tyranny.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.