নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর লিখিব আমি ........শুণ্যর্ও মাঝার

বাউন্ডেলে

বাউন্ডেলে › বিস্তারিত পোস্টঃ

৯০এর গনঅভ্যুত্থানের মহানায়ক কে হত্যা।

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:১৫


স্বরূপকাঠী পাইলট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী,
৯০এর গনঅভ্যুত্থানের মহানায়ক,
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে সমন্বয়ক সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করেছে, তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি.....

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: গুরু কেবল শুরু।মৌলবাদ বিরুধী সবাইকে হতা করবে ক্রমে ক্রমে।নানান অজুহাত দিয়ে।

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০১

বাউন্ডেলে বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।

২| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬

মেঠোপথ২৩ বলেছেন: থানায় যান, মামলা করুন। সুবিচার পাবেন । কারো হাতের ইশারায় এখন থানা, আদালত চলে না।

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫

বাউন্ডেলে বলেছেন: নরপশুদের বিচার দেখার অপেক্ষা করবে না জনগন ।

৩| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:০১

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছেন। পালিয়ে ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় বলে তথ্য পাওয়া গেছে। পানার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসহাক আলী খান পান্না। সীমান্ত পার হয়ে শুক্রবার রাত ১২টায় মেঘালয়ের রাজধানী শিলং-এর একটি পাহাড়ে ওঠেন তিনি। পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। এতেই তার মৃত্যু হয়। সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

- মানব জমিন

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩

বাউন্ডেলে বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।
নরপশু সমন্বয়করা পুরো দেশকে কবর বানিয়েছে ।

৪| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৯

এক্সম্যান বলেছেন: আপনি যে কত বড় মিথ্যাবাদী তার প্রমান এই পোষ্ট।

বিভিন্ন পত্রিকায় মরহুম ইসহাক আলী খান পান্না ভারতের পাহাড়ি এলাকায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে খবর বের হয়েছে। আপনি হত্যা বলে চালিয়ে দিচ্ছেন।





২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৫

বাউন্ডেলে বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।
নরপশু সমন্বয়করা পুরো দেশকে কবর বানিয়েছে ।
মিথ্যা ত্যাগ করুন। মিডিয়াকে মুক্ত করে দিন।

৫| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪০

করুণাধারা বলেছেন: আপনার সব মিথ্যা কথাই ধরা পড়ে যায়! তবু কি নির্লজ্জভাবে, :-B বারে বারে মিথ্যা কথা বলে যাচ্ছেন পোস্ট দিয়ে!!

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০০

বাউন্ডেলে বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।

৬| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৫১

ডার্ক ম্যান বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।

৭| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৭

তানভির জুমার বলেছেন: ওরে মিথ্যুক। আর কত মিথ্যা তথ্য ছড়াবি। সে ভারতে পালানোর সময় মেঘালয়ে শিলং পাহাড়ে ওঠার সময় বিএসএফ এর গুলিতে নিহত হয় এটা তার ভারতীয় বন্দু গণমাধ্যমে স্বীকার করেছে। আরেক জায়গায় বলা হয়েছে পাহাড়ে উঠার সময় হার্ট এ্যাটাক করে মৃত্যু হয়।

খবরের লিংক.

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩১

বাউন্ডেলে বলেছেন: কত প্রকার গাঁজা খাইস ?

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

বাউন্ডেলে বলেছেন: হত্যাকারীরাও স্বীকার করেছে-
খুশী হয়ে
কাঁউটাল বলেছেন: আলহামদুলিল্লাহ

৮| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২০

কাঁউটাল বলেছেন: আলহামদুলিল্লাহ

৯| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

বাউন্ডেলে বলেছেন: হত্যাকারীরাও স্বীকার করেছে-
খুশী হয়ে
কাঁউটাল বলেছেন: আলহামদুলিল্লাহ

১০| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।
নরপশু সমন্বয়করা পুরো দেশকে কবর বানিয়েছে ।
মিথ্যা ত্যাগ করুন। মিডিয়াকে মুক্ত করে দিন।


আপনি শুধু মিথ্যাবাদীই নন, নির্লজ্জ বেহায়াও বটে। বেহায়ার মত নিজের মিথ্যাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। হালুয়া-রুটি হারিয়ে পাগল হয়ে গেছেন।

শুধু ১৩ জন পুলিশ নয় ৫০ এর উপর পুলিশ হত্যাকান্ডের শিকার হয়েছে, আর পুলিশ-লীগ পান্ডাদের হাতে ৭০০+ ছাত্র-জনতা শহিদ হয়েছেন, হাজার হাজার আহত। লাখ লাখ ফুটেজ আছে সাধারন জনগনের কাছে, সুতরাং কারা কবর বানিয়েছিল তা এই দেশের জনগন খুব ভাল ভাবেই জানে।

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৩৭

বাউন্ডেলে বলেছেন: কত প্রকার গাঁজা খাইস ?
হত্যাকারীরাও স্বীকার করেছে-
খুশী হয়ে
কাঁউটাল বলেছেন: আলহামদুলিল্লাহ
আপনি শুধু মিথ্যাবাদীই নন, নির্লজ্জ বেহায়াও বটে। বেহায়ার মত নিজের মিথ্যাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। হালুয়া-রুটি খেয়ে পাগল হয়ে গেছেন।

১১| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৬

বাউন্ডেলে বলেছেন: এক্সম্যান বলেছেন: শুধু ১৩ জন পুলিশ নয় ৫০ এর উপর পুলিশ হত্যাকান্ডের শিকার হয়েছে, আর পুলিশ-লীগ পান্ডাদের হাতে ৭০০+ ছাত্র-জনতা শহিদ হয়েছেন, হাজার হাজার আহত।

কত প্রকার গাঁজা খান ?
হত্যাকারীরাও স্বীকার করেছে-
খুশী হয়ে
কাঁউটাল বলেছেন: আলহামদুলিল্লাহ
আপনি শুধু মিথ্যাবাদীই নন, নির্লজ্জ বেহায়াও বটে। বেহায়ার মত নিজের মিথ্যাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। ইউনুসের টাকা খেয়ে পাগল হয়ে গেছেন।

সমস্ত হত্যাকান্ড ঘটিয়েছে এই নরপশুরা-

১২| ২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: কত প্রকার গাঁজা খাইস ?
হত্যাকারীরাও স্বীকার করেছে-
খুশী হয়ে
কাঁউটাল বলেছেন: আলহামদুলিল্লাহ
আপনি শুধু মিথ্যাবাদীই নন, নির্লজ্জ বেহায়াও বটে। বেহায়ার মত নিজের মিথ্যাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন। হালুয়া-রুটি খেয়ে পাগল হয়ে গেছেন।


এইটারে কেউ পাগলা গারদে পাঠান, এই মেন্টাল শুধু ব্লগের জন্য নয় দেশের জন্যেও মারাত্বক হুমকি।

আর শোন, তোর মত তেলবাজ বাংলা খোর মাতাল আমি না। বাইন্চুদ একটা প্রমানতো দিবি, মেনে নিতে এক সেকেন্ড টাইমও নেবোনা। তুই তোর স্বার্থের জন্য যে তোর মাকেও বেচে খাবি তার প্রমান তোর পোষ্ট আর তোর দাবী। শোন দেশকে ভালবাসা শেখ। তোর কাউকে পছন্দ হচ্ছেনা ভাল কথা, তার প্রমান সহ গঠনমুলক সমালোচনা কর। সম্মান দিবি সম্মান পাবি।

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:১৭

বাউন্ডেলে বলেছেন: কানা হলে যা হয়। তোকে গালি দিতেও এখন ঘৃনা লাগতেছে । এটা ব্লগ, ফেজবুক না। এ টুকু মনে রাখিস রে পেইড ব্‌লগার।
কত হাজার প্রমান চাইস-
কানা না হলে, দেখ..
https://www.somewhereinblog.net/blog/baundele/30365014

১৩| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩০

মিথমেকার বলেছেন:
নিউজ link

২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৩

বাউন্ডেলে বলেছেন: মিথ্যার বাক্সের প্রতিনিধি আপনি । কত প্রকার মিথ্যা নরপশু সমন্বয়কদের পেইড ব্লগার/ সাংবাদিক । নরপশুদের নির্দেশ না শুনে অবশ্য বিকল্প একটাই আছে গলায় দড়ি লাগিয়ে ওভার ব্রিজে ঝুলে পড়া। অনেক টিভির দশা শোচনীয় । নরপশুদের পা চাটতে চাটতে জিব্বা নাই। ক্রমাগত মিথ্যা দেখিয়ে বেচে থাকার চেষ্টা করছে । নরপশু সমন্বয়করা ধ্বংষ হোক, বাংলাদেশ নেমরুদ মুক্ত হোক।

১৪| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:০১

রবিন_২০২০ বলেছেন: ব্যাটা ছাত্রলীগ? তাহলে তো ভালোই করেছে মেরে। আরেকটা কুকুর কমছে।

১৫| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৪

খাঁজা বাবা বলেছেন: উনি দুধের ধোয়া তো পালানো লাগলো কেন?
আইভি রহমান তো পালায় নাই।
তাকে কি মেরে ফেলেছে?

১৬| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৫

মনিরা সুলতানা বলেছেন: ছবিটা আধা দিলেন ক্যান ? পুরো ছবি দিলে দেখা যেত , পায়ে গুলি আরা রক্ত। এইসব দলীয় দালালী না করে সত্যের সাথে থাকেন । এই পান্না , মানিক , সাল্মান , দিপুমনি এদের পরিণতি দেখে ভয় করুক।

১৭| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৩

নতুন নকিব বলেছেন:



মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো গর্হিত এবং দন্ডনীয় অপরাধ। গুজব হয়ে উঠতে পারে দেশ এবং জনগণ সবার জন্যই মারাত্মক ক্ষতির কারণ।

আপনার প্রতি বিশেষ অনুরোধ, আপনি সঠিক তথ্য ব্লগে প্রচার করুন। ধন্যবাদ।

১৮| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কত সাফাই গাইবেন। উনার নামে মামলা না থাকলে উনি পালাতে গেলেন কেন। অন্যায় করলে মনে ভয় থাকে।

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩০

বাউন্ডেলে বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।

১৯| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩

শেরজা তপন বলেছেন: কার কথা কতটুকু সত্য বুঝতে কষ্ট হচ্ছে। bdnews24 তার ভাগনে-এর বরাত দিয়ে বলেছে তিনি পালাতে গিয়ে শিলং- এর একটা পাহাড় থেকে পড়ে মারা গিয়েছেন।
"ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘পাহাড় থেকে পড়ে’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকালে শিলংয়ে পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা যান বলে জানান তার ভাগনে লাইকুজ্জামান তালুকদার মিন্টু।"

২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৮

বাউন্ডেলে বলেছেন: ভাগনে সংগে ছিলো ?
ওভার ব্রিজের ফাঁসির মন্চের ছবি যে দেখছে - তাকে চড় মারলেও বলবেনা , মারলি কেন ?
ভাগনে, ওভার ব্রিজের ফাসির মন্চ এড়াতে পেরে শুকরিয়া আদায় করছে। খোজ নেন তাকেও পাহাড় দেখাতে নিয়ে গেলো কি না।
https://www.somewhereinblog.net/blog/baundele/30365014

২০| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৭

ধুলো মেঘ বলেছেন: ছাত্রলীগ হলে গুলি করে মারাটা ঠিক হয়নি। জুতা দিয়ে পিটিয়ে মারা উচিত ছিল।

২১| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ডার্ক ম্যান একই কমেন্ট করছে কেন ?

২২| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭

নতুন বলেছেন: শেরজা তপন বলেছেন: কার কথা কতটুকু সত্য বুঝতে কষ্ট হচ্ছে। bdnews24 তার ভাগনে-এর বরাত দিয়ে বলেছে তিনি পালাতে গিয়ে শিলং- এর একটা পাহাড় থেকে পড়ে মারা গিয়েছেন।
"ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘পাহাড় থেকে পড়ে’ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকালে শিলংয়ে পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা যান বলে জানান তার ভাগনে লাইকুজ্জামান তালুকদার মিন্টু।"


ভাই ভাগিনা তো জানেনা।

এটা আয়ামীলীগের সমর্থকেরা ভালো জানে। তারা জানে এটা সরকারী নির্দেশে হয়েছে।

কিন্তু প্রশ্ন হইলো মোদি কেন ড: ইউনুসকে এই লাশ ভারতে ফেলতে সাহাজ্য করলো?

২৩| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: উনার নামে কোনো মামলা ছিল না। তারপরও খুন করা হল। তারপর লাশ বর্ডারে ফেলে দিল। বলবে বিএসএফ মেরে ফেলছে।
জঙ্গিভক্তরা বলবে এসব বানোয়ট। আপনি মিথ্যাবাদী।
বিচারক মানিক সাহেবকে আদালতে হামলা করলো। শুনতেছি উনার অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা দেশ ধবংস করে ক্ষান্ত হবে।
৪ আগস্ট ১৩ জন পুলিশকে কুপিয়ে খুন করেছিল জামাত-শিবিরের জঙ্গিরা।


মানলাম ড: ইউনুস হত্যা করেছে। কিন্তু মোদি কেন লাশটা ভারতে ফেলতে সাহাজ্য করলো?

আর বিষয়টা আপনাকে কে ১০০% নিশ্চিত করলো?

২৪| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০১

দেখা হবে রাজপথে বলেছেন: এইটা কি কইলেন!!! সংবাদের সূত্র কি?
স্পটে আপনি ছিলেন নাকি?

২৫| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৮:২৪

ইতঠম৭২৪রফত বলেছেন: এই মৃত্যুটাকে অকাল মৃত্যু বলা যাবে না কারণ মৃত্যুর সময় আল্লাহ নির্ধারণ করে রাখে যখনই যার মৃত্যুর সময় এসে যায় তখন তাকে মৃত্যুবরণ করতে হয়। এটাকে অকাল মৃত্যু বলে ঘোষণা করা যাবে না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.