নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংস্কার মানে যদি এগুলোই হয় - তাহলে তো বাঙ্গালীর এখন ঘরে থাকা কঠিন হয়ে গেলো।
জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাহিনীর প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী। হুজুর ৬৪ জেলায় বোমা হামলায় মূল কারিগর ছিলেন। নেটওয়ার্ক তার উপমহাদেশ ব্যাপী।
৭.৬২ বুলেট ও স্নাইপারদের আমদানীকারক কারা ? জবাব এখন আর চায়না জনগন।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৮
বাউন্ডেলে বলেছেন: জামাত-শিবির তাদের দলীয় আদর্শ বাস্তবায়নে সফলতার কাছাকাছি। অন্য ইসলামী দলগুলি তাদের সাথে যোগ দিলে দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে । যোগ না দিলে প্রত্যক্ষ গৃহযুদ্ধ শুরু হবে । উভয় সংকট।
২| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪
কামাল১৮ বলেছেন: দেশবাসী এদের পিটিয়ে দেশ ছাড়া করবে।অপেক্ষা করেন কয়েকদিন।এদের চরিত্র স্পষ্ট হবে।
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১৬
বাউন্ডেলে বলেছেন: বিভিন্ন যায়গায় নরপশুরা জনতার তাড়াতে শুরু করেছে ।
৩| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৩
এক্সম্যান বলেছেন: এই জঙ্গি নেতা আওয়ামিলীগ সরকারের আমলে ২৩ জানুয়ারি ২০২৪ তারিখেও জামিনে মুক্ত হয়েছিল, আপনি তখনও কি প্রতিবাদ করে পোষ্ট দিয়েছিলেন?? এমনি জানতে চাইলাম আরকি।
সোর্স
https://www.kalerkantho.com/print-edition/news/2024/01/24/1357456
https://www.prothomalo.com/bangladesh/crime/70p5hw18ij
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩
বাউন্ডেলে বলেছেন: আদালত অনেক আগে থেকেই করাপটেড। এখন করাপটেড+প্রতিক্রিয়াশীল। হাসিনার অনেক ব্যার্থতার মধ্যে এটা চরম ব্যার্থতা ছিলো। ক্ষমতাকে এবং নিজের জীবনকে সুরক্ষিত করার মতো ব্রেন ওনার ছিলো না। দেশের উন্নয়ন উনি যেটা করেছেন- অন্য কারো দ্বারা সম্ভব হয়নি , হবেও না। দেশ এখন সিরিয়া, ইথিওপিয়া।
৪| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৪৭
আদিত্য ০১ বলেছেন: দেশটা আবার জংগীদের ঘাটি হয়ে গেছে, এখন শুধু রগ কাটাকাটি আর বোমাবাজি চলবে
৫| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১২
বাউন্ডেলে বলেছেন: আদালত অনেক আগে থেকেই করাপটেড। এখন করাপটেড+প্রতিক্রিয়াশীল। হাসিনার অনেক ব্যার্থতার মধ্যে এটা চরম ব্যার্থতা ছিলো। ক্ষমতাকে এবং নিজের জীবনকে সুরক্ষিত করার মতো ব্রেন ওনার ছিলো না। দেশের উন্নয়ন উনি যেটা করেছেন- অন্য কারো দ্বারা সম্ভব হয়নি , হবেও না। দেশ এখন সিরিয়া, ইথিওপিয়া।
৬| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৬
দূর মিয়া বলেছেন: প্রধান রা এইটাই তো চাই দেশ অস্থির হয়ে উঠুক। কি জন্য চাই সেটা মতব্য আপনারা করেন
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২৬
বাউন্ডেলে বলেছেন: দেশ শুধু অস্থির না । সমন্বয়ক নরপশুরা দেশকে নরকে পরিনত করেছে।
৭| ২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৮
দূর মিয়া বলেছেন: ভাই আয়নারঘর কি কেউ খুজে পেয়েছে।
২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
বাউন্ডেলে বলেছেন: আয়নাঘর (ভিন্ন ভিন্ন নামে) প্রতিটা দেশেই আছে। আমাদের দেশেরটা জেলখানার চেয়েও উন্নত। বিএনপি সরকার এর সময়ে এটা বাংলাদেশে চালু হয়। আগে ছিলো অন্য নামে।
৮| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১০
এস.এম.সাগর বলেছেন: ব্লগারদের হত্যা করিয়েছিলো খুনি মাফিয়া নরপিচাস পলাতক হাসিনা এবং তার দোসর বাম শাহাবগীরা
৯| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৯
দূর মিয়া বলেছেন: ওরা যে বিবরণ দিতেছে সেটার মত কি পাইছে?
১০| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯
বাউন্ডেলে বলেছেন: পোস্ট করেছি: ৬টি
মন্তব্য করেছি: ১৮৫টি
মন্তব্য পেয়েছি: ২টি
ব্লগ লিখেছি: ৮ মাস ৩ দিন
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১ জন
আপনিতো জামাত-শিবির কতৃক হাসিনা সরাও প্রজেক্টের নিয়োগপ্রাপ্ত । আপনার কাজ গুজব ও মিথ্যা তৈরী করে মিডিয়ায় ছড়িয়ে দেয়া এবং হত্যা, জ্বালাও-পুরাও করানো। বেতন কত দেয় নরপশুরা ?
১১| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৫
ঢাবিয়ান বলেছেন: গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। সুত্র ঃ আজকের পত্রিকা
আদালত আর এখন আপনার নেত্রীর ইশারায় চলে না। আইন এখন নিজস্ব গতিতে চলে। দয়া করে ব্লগকে গুজব সেল বানাবেন না।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১১
বাউন্ডেলে বলেছেন: ব্লগকে শুধু গুজব সেল আর মিথ্য তৈরীর কারখানা না, রীতীমত বাঁশের কেল্লা বানিয়েছেন। যুক্তি ও সত্যর লেশমাত্র নাই বেশীরভাগ ব্লগারের। আইন এখন কোন গতিতে চলছে কানা না হলে দেখতে পেতেন ।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩
বাউন্ডেলে বলেছেন: এক্সম্যানের কমেন্ট দেখেন। সমন্বয়কদের নির্দেশে এখন ৫৫ দিনে একবছর গননা করা হচ্ছে !!!!!!!!!!!! ???
১২| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২০
বাউন্ডেলে বলেছেন: ঢাবিয়ান বলেছেন: গতকাল রোববার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জসিম উদ্দীন রাহমানীকে মুক্তি দেওয়া হয়। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। সুত্র ঃ আজকের পত্রিকা
আদালত আর এখন আপনার নেত্রীর ইশারায় চলে না। আইন এখন নিজস্ব গতিতে চলে। দয়া করে ব্লগকে গুজব সেল বানাবেন না।
এখনকি ৪০ দিনে একবছর হয় ? হায়রে ইউনুসের টাকা !!!!!
ব্লগকে শুধু গুজব সেল আর মিথ্য তৈরীর কারখানা না, রীতীমত বাঁশের কেল্লা বানিয়েছেন। যুক্তি ও সত্যর লেশমাত্র নাই বেশীরভাগ ব্লগারের। আইন এখন কোন গতিতে চলছে কানা না হলে দেখতে পেতেন ।ব্লগকে শুধু গুজব সেল আর মিথ্য তৈরীর কারখানা না, রীতীমত বাঁশের কেল্লা বানিয়েছেন। যুক্তি ও সত্যর লেশমাত্র নাই বেশীরভাগ ব্লগারের। আইন এখন কোন গতিতে চলছে কানা না হলে দেখতে পেতেন ।
দেশের বর্তমান আেইনের নমুনা দেখেন ঃ
১৩| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪
ঢাবিয়ান বলেছেন: আপনার পোস্টে যুক্তি ও সত্যর লেশমাত্র নাই । এই যে শিরোনাম দিলেন ''ব্লগার রাজিব হত্যাকারী কে ছেড়ে দিলো ইউনুস সরকার।'' এই শিরোনামটাইতো ভয়ঙ্কর একটা মিথ্যা ।
ভাল করে দেখেন পত্রিকাগুলোর খবর। জসিম উদ্দীন রাহমানী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই সাজা ভোগ করা হয়ে গেছে। তিনি জামিন পেয়েছেন অন্য বিচারাধীন মামলাতে।
ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। বাক স্বাধীনতা মানে মিথ্যাচার প্রচার নয়।
২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
বাউন্ডেলে বলেছেন: ঢাবিয়ান বলেছেন: জসিম উদ্দীন রাহমানী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন ।
শিরোনামে মিথ্যা কই ?
১৪| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৩
আল ইফরান বলেছেন: উনাকে কিসের ভিত্তিতে এই ৫ বছর জেল খাটানো হয়েছে সেইটা কি আপনি জানেন? মামলার অভিযোগপত্র দেখেছিলেন?
ভালোমত পড়াশুনা না করে একখানা পোস্ট প্রসব করে ফেললেন!
২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২
বাউন্ডেলে বলেছেন: আমি পেপার থেকে পেয়েছি । আপনি কোথায় পেলেন- তিনি অলি-আউলিয়া ? হাঃ হাঃ
১৫| ২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৪
দেখা হবে রাজপথে বলেছেন: আপনি তো বেশ মজার মানুষ ভাইডি।
কি সব দুষ্টু মিষ্টি খবর দিয়ে ব্লগটা মাতিয়ে রেখেছেন।
আপনি না থাকলে যে ব্লগের কি হইতো
২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
বাউন্ডেলে বলেছেন: মাতেন । নরপশুরা এভাবেই বিনোদন নেয়।
১৬| ২৭ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
এস.এম.সাগর বলেছেন: লেখন একজন পলাতক নরপিচাস ডাইনির দোসর , লেখক নিজেও একজন নরপশু শাহাবগীর শয়তান, এখনো ডাইনি খুনির হাসিনার কাছ থেকে টাকা খেয়ে এখনো গুজব ছড়ানোর কাজ করে যাচ্ছে। আর শাহাবাগী শয়তানদের কাজ এটাই।
২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১
বাউন্ডেলে বলেছেন: তুইতো নরপশুর দোসর হত্যা করে ওভার ব্রিজে ঝুলােইয়া রাখছিস আতংঙক ছড়ানোর জন্য । যাতে তোদের বিরুদ্ধে কেউ ককথতা বলতে না পারে। তোদের প্রতি কোটী কোটী নির্যাতিত আদম সন্তানের অভিশাপ। বেওয়ারিশ কুকুরের মতো মরবি তোরা।
১৭| ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৭
জ্যাকেল বলেছেন: ভন্ড বাম নাস্তিকরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুফতি জসিম উদ্দিন রহমানি কোন ভন্ডামি করেন না, তিনি একজন কোরআনের খাদেম। কোরআনে যা বুঝেছেন সেটাই তিনি বরাবর বলে ফেলতেন, এটাই তার অপরাধ।
মিথ্যা একটা মামলায় উনাকে যারা এতদিন জেল খাটিয়েছে তাদের অন্তরের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দেবেন নিশ্চয়ই, আর জাহান্নামের শাস্তি তো পাওনা আছেই।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪১
কামাল১৮ বলেছেন: আন্দোনকারীরা শীবিরের চেলা- চামুন্ডা।দেড়শ জনের মতো সমন্বয়কের মধ্যে একজন হিন্দু নাই এক জন বামপন্থী নাই।