নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ব্যান রাখা হয়েছে- অন্যায়ভাবে । গত তিনমাস ধরে ব্লগে ব্যাপক, মিথ্যাচার, গুজব ছড়িয়ে এক শ্রেনীর ব্লগার তাদের উপার্জন বৃদ্ধি করেছে। এরা অনেক আগে থেকেই প্রতিক্রিয়াশীল শক্তির এজেন্ট এবং গুজব কারিগর। ব্লগে তাদের লেখার স্বপক্ষে কোন প্রমান লাগে না। গুন্ডা-মাস্তানের ভয়ে মডারেটর তাদের কথায় চলে। এটা পরিস্থিতি পাল্টালে ঠিক হতে পারে। তবে ব্লগ এখন এটা নয়। এটা এখন অসাংবিধানিক, অনৈতিক সরকার উপদেষ্টা পরিষদ নামক বেহায়া, নির্লজ্জ গুন্ডা সমষ্টির মুখপাত্র।
©somewhere in net ltd.