নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারন একজন মানুষ । পড়া যার নেশা । পড়ার এবং জানার আশায় ----

মোহামমদ কামরুজজামান

মোহামমদ কামরুজজামান › বিস্তারিত পোস্টঃ

পরমাণু গল্প - ১ "মানব জীবন ও পরকীয়া"।

১২ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

এক চিমটি (খুব অল্প পরিমাণ) সুখ,এক মুঠো আশা ও এক সমুদ্র কষ্টের সমষ্ঠিই মানব জীবন।



ছবি - গুগল



ছবি - গুগল



ছবি - গুগল


ছবি - গুগল


আর প্রাকৃতিকভাবে (স্বাভাবিকভাবে) পাওয়া এক চিমটি (অল্প পরিমাণ) সুখে তৃপ্ত না থেকে অধিক সুখের আশায় দ্বারে দ্বারে ( জনে জনে - বহুজনে ) সুখ খুজে ফেরার নামই পরকীয়া ।




ছবি - গুগল



ছবি - গুগল



ছবি - গুগল



ছবি - গুগল

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি আপনার পোষ্টকে গল্প বলছেন কেন?

১২ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য।

একে অণু গল্প না বলে পরমাণু গল্প বলা যেতে পারে ।তাই নাম পরিবর্তন করে দিয়েছে । তারপরেও তাকে কেন গল্প বলেছি এটা নিয়ে আমিও বিভ্রান্ত।

পরমাণু গল্প বলতে আমি আসলে যা বুঝি তা হলো,ছোট পরিসরে এক বা দু লাইনের লেখা যাতে থাকবে পাঠককে সচকিত করার মত কিছু একটা।থাকবে বিষয়ের মূলভাব বা পাঠকের জন্য কোন একটা মেসেজ। এমন ও হতে পারে হয়ত একটা ছবি বা দুইটি
বাক্য যার মাধ্যমে অল্প কথায় একটা বিষয় তুলে ধরার চেষ্টা করা হবে।

সেই হিসাবে আমি তাকে গল্প বলেছি।

তবে এটা প্রথম গল্প, সে হিসেবে হয়ত বিষয়বস্তু সম্পর্ক যথাযথ ধারণা দিতে পারিনি তবে ভবিষ্যতে অবশ্যই আরো স্পষ্টভাবে ধারনা দিতে চেষ্টা করব।

২| ১২ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I couldn't understand your story.

১২ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই ,আপনার মন্তব্যের জন্য।

আমি আসলে বলতে চেয়েছি বা গল্পে বুঝাতে চেয়েছি যে ,মানব জীবনে হাজারো সমস্যা আছে বা থাকবে ।পারিবারিক ,সামাজিক টানপোড়ন।আর এই সমস্যা বা টানপোড়নের মাঝে আপনজনের সাথে এবং তার উপর বিশ্বস্ত থেকে সকল সমস্যার মোকাবেলা করার চেষ্টা করা।সমস্যা থেকে মুক্তি পেতে অন্য কোন উপায় বেছে না নেয়া।

৩| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: পরকীয়ায় আনন্দ আছে।

১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ,আপনার মন্তব্যের জন্য।

ঠিক তাই । পরকীয়ায় মজা আছে :P আছে আনন্দ ।যখন স্বামী স্ত্রীর সম্পর্কে শীতলতা আসে ,আসে মানসিক দ্বন্দ্ব,হতাশা-ব্যর্থতা তখনই পরকীয়া আসে অনেকটা আধারের একচিলতে আলো হিসাবে।আর মানুষ সে পুরুষ-মহিলা যেই হোকনা কেন সেই এক চিলতে আলোকে আলেয়া ভেবে জড়িয়ে পড়ে এক নিষিদ্ধ সম্পর্কে ।শুরুতে তাতে কিছুটা আনন্দ বা মানষিক প্রশান্তি মিললেও শেস পরিণতিতে কিন্তু তা সুখের হ্য়না কারো জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.