নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রাভেলার, ফটোগ্রাফার, সাইক্লিষ্ট, ম্যারাথন রানার, বইপোকা। পেশায় ইঞ্জিনিয়ার হলেও হবু কর্পোরেট ;)

বর্ন ট্রাভেলার সোহান

তীব্র গন্ধযুক্ত হাস্নাহেনা, কিংবা তীব্র কোনো সোডিয়াম বাতির নিচে হয়ত আমায় পাবে। কিন্তু আর দশটা ধবধবে আলো দেয়া ল্যাম্পপোষ্টের নিচে আমায় পাবে না। আর দশটা মানুষও আমার মতো হবে না :)

বর্ন ট্রাভেলার সোহান › বিস্তারিত পোস্টঃ

আবারো সামু\'তে বহুদিন পরে...

১৬ ই মে, ২০১৯ ভোর ৪:৩৩

অনেক দিন পর, মন ভরে শ্বাস নেয়া গেলো! মনে হলো, একটা পাথর চাপা দিয়ে রেখেছিলাম বুকের উপর।

আমি কোনোভাবেই ব্রডব্যান্ড কানেকশান দিয়ে যুক্ত হতে পারছিলাম না সামু ব্লগে। প্রায় দুই মাসের বিরতির পর আজকে আবার ঢুকে দেখলাম কাজ হলো। আশা করি আর সমস্যা হবে না, আর যদিও বা হয়, কিভাবে নিস্তার পাবো প্লিজ জানাবেন। কিভাবে ঢুকবো তখন সাইটে?

এর মধ্যে ঘুরে ফেলেছি বান্দরবানের কয়েকটা প্লেস, ট্রলারে করে সেন্টমার্টিন যাবার অভিজ্ঞতাও ঝুলিতে ঢুকেছে। আরো আসছে রোজার ঈদের পর ঘুরবার লিস্ট। দেখা হবে, সবাইকে অনেক মিস করেছি।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৯ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


সেন্ট মার্টিনের আয়তন কতটুকু? কি পরিমাণ লোকজন স্হায়ীভাবে ওখানে বাস করেন?

২| ১৬ ই মে, ২০১৯ ভোর ৫:০৯

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: আয়তনে ৮বর্গ কিলোমিটার। লম্বায় ৬কিলোমিটার(প্রায়) ও চওড়া কোথাও ৭০০, কোথাও ৯০০মিটার এমন। জনসংখ্যা ৭০০০+। স্থায়ীভাবে যারা থাকে, সবাই কোনো না কোনোভাবে সমুদ্রের মাশ শিকার বা দোকান/হোটেলের উপর নির্বরশীল।

৩| ১৬ ই মে, ২০১৯ ভোর ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



কোন পাঠকের মন্তব্যের উত্তর দিতে চাইলে, মন্তব্যের উপরে, ডানদিকের "গ্রীন তীর চিহ্নে" ক্লিক করবেন; তখন আপনার উত্তর লেখার জন্য একটা নতুন "টেক্সট বক্স" আসবে, উহাতে লিখবেন।

১৭ ই মে, ২০১৯ রাত ১:২৯

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: কাল রাত্রে খুশিতে মিসটেক হয়ে গিয়েছে। পরবর্তিতে অবশ্যই আরো মনযোগ সহকারে করবো। :)

৪| ১৬ ই মে, ২০১৯ ভোর ৫:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ভ্রমণ কাহিনী পড়ার অপেক্ষায় রইলাম। শুভ হোক আপনার প্রতিটি মুহূর্ত। ভালো থাকুন সবসময় । ভালো থাকুক বাংলাদেশ।

১৭ ই মে, ২০১৯ রাত ১:৩১

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: বেশ, এই সপ্তাহেই লিখে ফেলছি নতুন করে, অনেকটা আড়ালে থাকা নতুন এক জায়গা নিয়ে :)

৫| ১৬ ই মে, ২০১৯ ভোর ৬:১৯

বলেছেন: শুভ কামনা

৬| ১৬ ই মে, ২০১৯ সকাল ৯:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা রইলো। আর আবার সমস্যা হলে ভিপিএন দিয়ে ঢুকবেন। ক্রোম এডঅন অনেকগুলো ভিপিএন সাচ্ছন্দ্যে কাজ করে। যেমন টাচ্ ভিপিএন, ব্রাউজেক, জেনমেট ।

১৭ ই মে, ২০১৯ রাত ১:৩২

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: পিসি-তে কয়েকটা ভিপিএন দিয়ে চেষ্টা করেছিলাম কাজ হয়নি, ভিপিএন-ও মনে হয় ফর্মালিন মাখে আজকাল :(

৭| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা রলো.........

১৭ ই মে, ২০১৯ রাত ১:৩২

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ধন্যবাদ ও ভালোবাসা :)

৮| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

১৭ ই মে, ২০১৯ রাত ১:৩৩

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: বহুদিন পর, কেমন আছেন ভাইজান ?

৯| ১৭ ই মে, ২০১৯ রাত ১:০৯

চাঙ্কু বলেছেন: ঠিক আছে। এখন আপনার ভরমন কপিজ্ঞতাগুলো লেখে ফেলেন :)

১৭ ই মে, ২০১৯ রাত ১:৩৩

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: বেশ, এই সপ্তাহেই লিখে ফেলছি নতুন করে, অনেকটা আড়ালে থাকা নতুন এক জায়গা নিয়ে :) ভ্রমণের জয় হোক ...

১০| ১৭ ই মে, ২০১৯ ভোর ৪:৩০

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন!!

১১| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:৩৯

মেঘ প্রিয় বালক বলেছেন: স্বাগতম

১২| ১৭ ই মে, ২০১৯ বিকাল ৩:৩৭

গোলাম রাব্বি রকি বলেছেন: কাল ভিপিএন ছাড়াই সামুতে আসলে পেরেছিলাম কিন্তু আজ আবার ভিপিএন ব্যবহার করে আসতে হলো। আপনি Crome এর Adds-On এ সেটাপ(Setup) ভিপিএন ব্যবহার করতে পারেন। নির্দেশনা অনুযায়ী একটা মেইলের সহায়তায় একাউন্ট খুললে বেশ কিছু ফ্রি সার্ভার থাকবে যেগুলো দিয়ে সহজেই ব্লক হওয়া সাইটগুলো ব্যবহার করা যাবে। আশা করি আর সমস্যায় পড়বেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.