নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ঘুড্ডির পাইলট যখন ছাগল ব্যবসায়ী। (ফান ও সচেতন মুলক পোষ্ট)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

ছাগল ব্যাবসায়ীরা সব কাঠাল পাতা নিয়া আওগাইয়া বহেন। জরুলি কতা আচে।



কথার মইধ্যে কথা অইলোগিয়া আফনেগো দলে নতুন যোগদান করছেন আমাগো ঘুড্ডির পাইলট। তিনার ঘুড্ডির ব্যাবসা খুব একটা জমছে না তাই তিনি বিক্রয়ডটকমে বিজ্ঞাপন দিয়েছেন। তিনি ৫০০০ টাকায় একটি সুদর্শন ছাগল বিক্রি করবেন। কিন্তু আমি ৫০০০+ ২০০ টাকা বলাতেও তিনি বিক্রি করতে রাজি হলেন না।



কিন্তু কেন??? (জাতি জানতে চায় ইমো)



ঘটনা সমুহ:

------

- ফেবু চ্যাট:

ব্লা ব্লা ব্লা ব্লা ব্লা..........অতপর:



- পাইলট: কায়রো ভাই এক ঝামেলায় আছি।

- আমি: কি ঝামেলা আবার?



- পাইলট: আর কইয়েন না! শিপন নামের এক ব্লগার আছে না, খালি ভূল বানান দিয়ে পোষ্ট দেয়। বেয়াদপে বিক্রয়ডটকম এ আমার নাম্বার দিয়া ছাগল বিক্রির একটা বিজ্ঞাপন দিছে। এখন গত দুইদিন ধরে সমানে ফুন আসতাছে, সবাই খালি ছাগল এর কনফিগারেশন জিজ্ঞেস করে :P। আর মজা লয়।



- আমি: কন কি? বেডায় এমন করল ক্যান? এইগুলা ভালা না।



-পাইলট: কায়রো ভাই, ইখটু ওয়োটান, একখান কল আসছে।

------







ফুন কল-



- কলার: হ্যালো.........

- পাইলট: হ্যালু, কে বলছেন?



- কলার: ভাই আপনি কি ছাগল বেচেন? :-/

- পাইলট: না ভাই আমি ছাগল বেচি না। :|



- কলার: কিন্তু...... আমি যে জানলাম আপনি ছাগলের খামার করেন.... ঐখানে অনেক ছাগল হৈয়াগেছে তাই আপনি নাকি ছাগল সব বিক্রি করে দিবেন!!

- পাইলট: না ভাই, আমি ছাগলের খামার করি না। ছাগলও বেচি না। কিন্তু একটা কথা বলেনতো আপনি কই থেকে এই খবর জানলেন? আর নাম্বার কই পাইলেন??X((





- কলার: ভাই আমি কেন, ভার্চুয়াল জগতের সবাইতো জানে যে আপনি ছাগল বিক্রি করেন। ;)

- পাইলট: না ভাই, এখানে একটা মিসটেক হয়ে গেছে। শিপন নামের এক ব্লগার আমার সাথে দুস্টামি করে এই কাম করছে। শিপন একটা বদের হাড্ডি, মাঝে মাঝেই ও এমন দুষ্টামি করে। আরো অনেকের সাথেই সে এমন করেছে। এখন আমি ওকে ফুন দিয়া পাই না। নাম্বার বন্ধ করে রাখছে। X((





- কলার: ভাই, আমার মনে হয় আপনি লজ্জায় বলতে চাচ্ছেন না যে আপনি ছাগল বিক্রি করেন। লজ্জার কিছুই নাই, আমার একটা ছাগলের খুবই দরকার। তাই এতো রাতে ফুন দিছি। ভাই আমারে একটা ছাগল দেন।

- পাইলট: ভাই, ছাগল পালতে কাঠাল পাতা লাগে। ঢাকায় কাঠাল পাতা পামু কই যে আমি ছাগাল পালমু>>>??







- কলার: তো, আপনি কি পালেন?

- পাইলট: আমি কিছুই পালি না। ইভেন আমার বাসায় কোনো মুরগী ও নাই।



- কলার: ভাই, আপনি ছাগল আর মুরগীকে এক পাল্লায় মাপলেন? আপনি জানেন না, ছাগল পালা সুন্নত। আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স.) কিছুদিন ছাগল পেলেছেন।

- পাইলট: কে বলছে আপনারে নবী (স.) ছাগল পালতেন? তিনিতো আরবে থাকতেন। আরবে কি গড়ম আপনি জানেন? সেইখানে ছাগল বাচঁবে কিভাবে? তাছাড়া আরবে কি কাঠাল পাতা আছে যে ছাগলরে খাওয়াইবে??





- কলার: ভাই, আমি ৫০০০ এর সাথে ২০০ টাকা বেশি দিমু তবুও আমার কাছে একটা ছাগল বেঁচেন।

- পাইলট: ভাই আমি সত্যিই ছাগল বেচি না।



- কলার: তো আপনি কি বেচেন? ঘুড্ডি বেচেন??

- পাইলট: কিছুটা টাস্কিত হয়ে.....হ আমি ঘুড্ডি বেচি। আমার থেকে ঘুড্ডি কিনেন। মাত্র পাঁচ টাকা করে। ;)



- কলার: কিন্তু ভাই, ঘুড্ডি উরাইতেতো পাপাপাপাইলট লাগবে, আমি তো উড়াইতে পারি না।

- পাইলট: আপনি আইসেন, আমি ঘুড্ডিরে ধাক্কা দিয়া দিমুনে...:)





- কলার: না, আমি আইতে পারমু না। আপনি কুরিয়ার কইরা পাঠাইয়া দিয়েন।

- পাইলট: হ, আমারতো কাম নাই যে পাঁচটাকার ঘুড্ডি ১৫০ টেকা দিয়া কুরিয়ার করমু!!!







----

২। --- ফেবু চ্যাট।

পাইলট: কায়রো ভাই......একটু ওয়েট করেন। আবার একজন ফুন দিছে।

আমি: কে ফুন দিছে? কি কয়?

পাইলট: ছাগল কিনবার চায়!

আমি: তো বেইচা ফেলান, বসাইয়া রাইখা লাভ কি??

পাইলট: আপনিও মিয়া মজা লইতাছেন।

---







ফুন কল।

- কলার: তো, ভাই আপনি যদি ছাগল নাই বিক্রি করেন তো এতো রাইতে জাইগা আছেন কেন?

- পাইলট: ভাই আমি শিপনরে খুজতাছি। আর ফেবুতে চ্যাট করতাছি।



- কলার: কার সাথে চ্যাট করেন।?

- পাইলট: আমার এক বন্ধুর লগে।



- কলার: সে ও কি ছাগলের ব্যাবসা করে?

- পাইলট: না, ইয়া আফনে কিয়া কন! আমার বন্ধু বিদেশে থাকে।



- কলার: তো বিদেশে কি ছাগল পালবার পারে না!!

- পাইলট: না, সে ছাগল পালবে ক্যান??



- কলার: না, আমরাতো জানি যারা বিদেশ থাকে তারা না হয় ছাগল পালে না হয় খুরমা খেজুর গাছ পাহারা দেয়।

- পাইলট: জ্বি না, আমার বন্ধু ঐ রকম না। ভাল চাকরি করে।



- কলার: কি চাকরি করে?

- পাইলট: কওয়া জাইবো না।



- কলার: কওয়া যাইবে না ক্যান? না কি আপনি জানেন ই না সে বিদেশে কি করে? সে কি সওদি আরবে ছাগল পালে, নাকি মিশরে পিড়ামিড বানায় নাকি সে ফিরান্সে আইফেল টাওয়ার পরিস্কার করে সেটাজেনে বন্ধুত্ব করবেন না!!

- পাইলট: সে ভাল কিছু করে, কিন্তু বলা যাইবে না।



- কলার: তো, সে কোন দেশে থাকে?

- পাইলট: সে মিশরে থাকে।



- কলার: সে কি তাহলে মিশরের নীলনদে মাছ ধরে??

- পাইলট: জ্বি নাহ, সে মিশরে একটা তেল কম্পানিতে ম্যানেজারি করে।





- কলার: ও, তাহলেতো সে অনেকটা টাকা কামায়। সেইটাকা দিয়াতো দুইজনে ছাগলের ব্যাবসাটা আরো বড় করতে পারেন।

- পাইলট: কইছি না! সে ভাল কাজ করে। ভাল না থাকলেতো দেশেই চলে আসত।







--

৪। -- ফেবু চ্যাট।

- পাইলট: কায়রো ভাই, শিপন সব করাইতাছে। যে ফুন দিছে সে সব জানে। ব্লগের সবাইকে চিনে। সব জেনেই আমাকে এইভাবে লারাইতাছে। জানেন না, গত দুইদিন ধরে পুলাপাইন সমানে ফুন দেয়।

আমি শিপনরে ফুন দেই কিন্তু বন্ধ। কি যে করি এখন।

- আমি: হুম, চিন্তার বিষয়। তো, পাইলট সাব আপনার জেলা যেন কোনটা।



- পাইলট: বরিশাল।

- আমি: ওকে। দেখেন পারলে বেচারার জন্য একটা ছাগল ব্যাবস্থা করে দেন।

---











ফুন কল।

---- ভাই, এখন আমার কি হবে। আমার যে আজ একটা ছাগল বড়ই প্রয়োজন।

- পাইলট: ভাই এক কাজ করেন, কাল সকালে আমারে ফুন দেন। আমার এক বন্ধু আছে ছাগল পালে। তার সাথে কথা বলে আপনার জন্য একটা ছাগের ব্যাবস্থা করবোনি।



- কলার: না ভাই, আমি বরিশাল থেকে ছাগল কিভাবে আনবো?

- পাইলট: না, আমার বন্ধু রামপুরা থাকে।



- কলার: রামপুরা!!! রামপুরায় ও তো কাঠাল গাছ নাই, তাহলে সে ছাগল পালে কিভাবে?? মানে বুঝতে পারছি, আপনি লজ্জায় নিজের কথা বলতে পারছেন না। ভাই লজ্জার কিছুই নাই। ছাগল পালন খুবই ভাল কথা। আপনার মতো শীক্ষিতরা যদি ছাগল না পালে, মাছ না চাষ করে, কৃষি না করে তবে এই সব ক্ষেত্রে আধুনিকতার ছুয়া কই থেকে আসবে। লজা্জার কিছুই নাই, আমি কাউরে কমু না। আপনি আমার জন্য একটা ছাগলের ব্যাবস্থা করে দেন।

- পাইলট: ভাই, আপনি এত রাইতে এত কষ্ট কইরা পয়সা খরচ কইরা এত কথা বলতাছেন, তাহলে আপনার কি গরু হলে চলবে???



-কলার: ভাইজান কি বিবাহিত?

- পাইলট: হ।



- কলার: ভাবিকে সালাম দিয়েন। আপনার কি বাচ্চা আছে?

- পাইলট: হ, এক মেয়ে।



- কলার: আল্লাহ আপনার মেয়েকে অনেক বড় করুন।

- পাইলট: ধন্যবাদ ভাই।



- কলার: আচ্ছা, আপনি থাকেন কই?

- পাইলট: বারিধারা।



-কলার: ওয়াও, তাহলেতো আপনি বেশ বড়লোক। সব কি এই ছাগলের ব্যাবসা থেকেই উন্নতি??

- পাইলট: (দীর্ঘ নিশ্বাসের আওয়াজ)................



- কলার: আচ্ছা, আপনার বাসা নাম্বার, রোড নাম্বার একটু ডিটেইলস দেন তো...

- পাইলট: কেন?



-কলার: কাল রামপুরা থেকে দুইটা ছাগল কিনব। আর যাবার সময় একটা আপনার বাসার গেইটে আপনার জন্য বেধেঁ রেখা যাব।

- পাইলট: আমি ছাগলের মাংস খাই না। গন্ধ লাগে।



- কলার: যা খান না তার ব্যাবসা করেন ক্যান তাহলে.......................??

- পাইলট: (দীর্ঘ নিশ্বাস...............................)









- ফেবু চ্যাট।

৬। --- আমি: পাইলট সাব, আছেন?

- পাইলট: হ ভাই আছি। বড় বিপদে আছি। শালায়তো নাছোর বান্দা।



- আমি: শালায় কি কয়?

- পাইলট: আর কইয়েন না। হাবি জাবি কত কি!



- আমি: পাইলট........

- পাইলট: হু



- আমি: আপনি কি জানেন আমি কায়রো কি করি?

- পাইলট: না তো ভাই। সাঠিক জানি না। জানি লেখা পড়া করেন।



- আমি: হুম, লেখা পড়া করি। আর ব্লগিং করি। কোন কাজ করি না, ব্যাবসাও করি না। কোন তেলের কম্পানিতেও জব করি না।

- পাইলট: আর কইয়েন না। ঐ বেডায় আমারে জিগায় আপনার বন্ধু বিদেশে কই থাকে? কোন দেশে থাকে? কি জব করে? আমি আপনার কথা বইলা দিছি সে মিশরে থাকে আর তেল কম্পানিতে ম্যানেজারিং করে।





- আমি: হায় হায় করছেন কি!! আমি ফকির মানুষ আর আমারে আপনি তেল কম্পানির মানিজার বানাইলেন!! মিথ্যা বলার কি দরকার ছিলো??

- পাইলট: ভাল হৈছে। যে যেমন তারে তেমনেই শিক্ষা দিতে হয়।





- আমি: তো শেষে সে কি বলল?

- পাইলট: আজ দুপুরে আবার ফুন দিবে।



- আমি: কয়টায়?

- পাইলট: ১ টার পরে দিতে বলছি।



- আমি: আচ্ছা, কি হয় জানাইয়েন। আর কোন প্রয়োজন হলে বইলেন। আর অনেক রাত হইয়াগেছে ঘুমাইজান। এমনিতেই আপনার কাশি হইয়া গেছে....... ---মনে হয় এই শীতে।

- পাইলট: আইচ্ছা, আপনিও ভাল থাইকেন। আমি পাইয়া লই ঐ শিপন আর তার চেলা পেলা গুলারে। সব গুলার নিক ব্যান করার আবেদন করবো। আপনারা হেল্প কইরেন।





শিউর শিউর শিউর শিউর।

-------





মোরাল:

- উপরোক্ত আলোচনা থেকে প্রতিয়মান হয় যে....

১) ঘুড্ডির পাইলট ছাগল না পাললেও তার যথেষ্ট ধৈর্য আছে। ১ ঘন্টার ফাউ পেচালে সে একবারও উত্তেজিত হয় নি :)

২) অনেকটা শহজ সরল টাইপের ছাগল ব্যাবসায়ি মানে (মানুষ)

৩) তার কথায় বরিশালের সুঘ্রাণ পাওয়া যায়।

৪) ভার্চুয়াল জগতের কালোদিক ভালভাবেই ফুটে উঠেছে।

মন্তব্য ১৪১ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১৪১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই স্লিম ফিগারের একটা ছাগল কিন্তাম চাই :) নো পাইক্যা ছাগল।খাটি ব্ল্যাক বেংগল জাতিয় ছাগল।কতো পড়বো রাফাত ভাই ?
ভায়রা হিসেবে ডিসকাউন্ট কতো পামু ? ;)
জলদি জানান।
কায়রো সাব মধ্যস্থতা কৈরা দেন।আফনেরেও কিছু বখশিশ দিমুনে।:)+

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমার পারসেনটেন্স কিন্তু আলাদা...... ২০০ টেকা....... :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: ছাগলের ব্যবসা খুব ভালো কাজ ২য় ভালো লাগা।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কিন্তু পাইলট যে লজ্জা পায়......... :#> সবাই মিলা লজ্জা ভাইংগা দিয়েন..

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

জেমস বন্ড বলেছেন: আর কিছুদিন ওয়েট করেন :P :P :P

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওয়েট করলে কি হপে? ছাগলের কি ডিম দেয়ার সময় ঘনিয়ে আসছে??? :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

মোহামমদ মশিউর রহমান বলেছেন: হাহাহা ভাই দারুন।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তো, ভাল কনফিগারেশনের ছাগল লাগলে যোগাযোগ কইরেন... B-)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

নেক্সাস বলেছেন: পাইলট ভাই আমার একটা খাসি ছাগোল লাগবো কইয়া দিলাম...

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পাইলট মনে হয় কিছুটা আচ করবার পারছে, তাই ভয়ে লাইনে আসতাছে না......... B-)) B-))

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

রিমন রনবীর বলেছেন: আমিও ছাগলের ব্যাবসা শুরু করমু ভাবতেছি:-S :-B :-B :-B :-B

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বিক্রয়ডটকম এ বিজ্ঞাপন দিয়া দেন..........:)

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

কালোপরী বলেছেন: :| :| :|
কিছু বুঝি নাই

কিন্তু মজা পাইসি :-P :-P :-P :P :P :P

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কি কন? কি বুঝেন নাই সেইটা কন?? বুঝাইয়া দিতেতো আর পয়সা লাগবে না। ভালা কইরা বুঝাইয়া দিমু। :)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

প্রিয়তমেষূ বলেছেন: হ পাইলট ভাইয়ের মেলা ধৈর্য আর আপনার ও এত্ত বড় লেখা!!!!!

একটু হাইসা লই =p~ =p~ =p~

পাইলট ভাই একটা ছাগল হইবো???????? ছাগল????????????

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হেতে লজ্জায় লাইনে আইতে পারতাছে না। আপনারা এখটু শান্তনা দিয়েনে হেতেরে.......... :-B

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা ব্যাপুক বিনোদিত হইলাম =p~ =p~ =p~ =p~
পাইলট ভাইয়ের কোন জানি দুশমন এই কাম করলো ।
ভাইগ্নার আকিকার জন্য আমারও দুইটার দরকার আচিল । আওয়াজ দিয়েন পাইলট ভাই । খেক =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাইগ্নার আকিকার জন্য আমারও দুইটার দরকার আচিল =p~ =p~ =p~ =p~ =p~

হেতের ও তো আকিকা দিয়া নিক পরিবর্তন করতে হবে...:)

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমিও একটা ছাগল কিনবার চাই। :P

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কাঠাল পাতা জোগার করে রাখেন.... ;) পাইলট আইতাছে....

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

shfikul বলেছেন: ছাগলের ব্যবসাতো খারাপ না।পাইলট হুদাই শরম পাইতেছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গুড। বন্ধুরা এমন সাপোর্ট না দিলে কেমনে হবে.... পাইলট তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মাক্স বলেছেন: রাফাত ভাই একলা একলা ছাগলের বেচতে নামল আর আমারে কিছুই কৈল না।X(X(X(
ছাগলের খামার কি তাইনে একলা করছে? আমার ইনভেস্টমেন্ট আমি কড়ায় গন্ডায় উসুল কইরা ছাড়ুমX(X(

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমাগো কাউরে জানায়নি। X( X(

আরো খবর পাওয়া গেছে যে, সে নাকি শেয়ার ব্যবসা করতে সেখানে লস হইয়াছে তাই হয়ত এই ব্যবসায় নামছে।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

মেহেদী সুমন বলেছেন: কোন ধরনের ফাইজলামি এইটা ? X( X( X( X( X( X(

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হ, ঠিক কইছেন।

সবারই সচেতন হতে হবে। শিপন যদি এমন কইরা থাকে তার সাস্তি হওয়া দরকার।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে ভাই ঐ সিপন ব্লগার আই কাম করসে । =p~ =p~ =p~ =p~ =p~

কাহিনি পুরাই হাচা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্যপারি সাব..... দেখেন কত ওয়ার্ডার চলে আসছে.......সবার ফুন নম্বর টুকান। পরে ফুন দিয়া মাল ডেলিভারি দিয়েন। :)

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: ধুর মিয়া লজ্জা পান ক্যা?
কেউ ছাগল কিনবার চাইলে, সামুর যে কয়টা ছাগল আছে তাগোরে তাদের কাছে বেইচ্চা ফালান।

-ছাগল পোষা সুন্নত হইলে
ছাগল বিক্রি বানাতুল সুন্নত !

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভালা আইডিয়া দিচেন........ :)

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

উপদেশ গুরু বলেছেন: সহজ সরল মানুষ বলেই গত কোরবানীর ছাগল এখনো বেছতে পারে নাই। :-P :-P

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কন কি? হালকা ছার দিয়া পাইলটের কাছে বেইচা দেন.......:)

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: শিপন ব্লগার ভুল ভাল বানান লেখে , কিন্তু বিক্রয় ডটকমে সে সঠিক ভাবে লিখলো কেমনে ? B:-)


হেরে পায়া লই গত দুইদিন ধইরা ফনের যন্ত্রনায় আমি ঘুমাইতে পারি না। কাইল সারা রাইত মাইনসে ফুন দিছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই এক যুক্তিতেতো তাকে ধরা যায় না....... আরো যুক্তি থাকলে তা পেশ করেন।

আমরা আফনের লগেই একটু দূরে আছি ;)

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন: পাইলট @ !!!! ? ? ? !!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ???

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

নিওফাইটের রাজ্যে বলেছেন: পোস্ট পইড়া সতর্ক হইলাম। মুপাইল নম্বর কাউরে দেওয়ার আগে ৪২০ বার ভাবমু :| :|

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হ, সতর্কবাণী:


মুপাইল নম্বর কাউরে দেওয়ার আগে ৪২০ বার ভাববেন।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আমি ইহতিব বলেছেন: পাইলট ভাইয়ের ব্যাবসাতো শুরু করার আগেই জমে গেলো, দেশ বিদেশ থেকে ছাগলের অর্ডার আসা শুরু করছে ;)

আর আপনিও মার্কেটিং ভালোই করছেন, মাশাআল্লাহ।

+++

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শুনছি তার ছাগলে কনফিগারেশন ও ভাল ;)

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ঘুড্ডির পাইলট বলেছেন:
এই সাইজের ছাগলের দাম কম হইলেও ৮/১০ হাজার টেকা । ৫ হাজার শুইনা পাবলিক ঝাপায়া পরছে। কেউ কেউ ২০০ টেকা বেশিও দিতে চাইছে। আমি তো কোন মতেই বুঝাইতে পারি না যে আমি ছাগল বেচি না।

=p~ =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাম যেহেতু হইছেই তাই শুরুই করে দেন, সমস্যা কি?? ;)

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আরে না ভাই ঢাকা শহরে ছাগল পালুম কেমনে ?




দেশে গিয়া পালন যায়। :D

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বিকেল বেলা দলবল নিয়া হাতির ঝিলে চলি যাইবেন। রত দেখাও হইবো ছাগলরে ঘাস খাওয়নও হইবু...

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: ঘুড্ডির পাইলট এর ছাগলের খামারের খোজ পাইছি
এই দেখেন ছবি
তার প্রিয় এখান ছাগল আছে, সেইটারে ঘূড্ডির পাইলট অঅদর করে ছাগু ডাকে নিচে সেই ছাগুর ছবি

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হে হে হে মজাদার হৈছে।

শেষের টা কি ইন্ডিয়ান মুম্বাইর ছাগু?? নাকি ছাইয়া ছাগু?? ;) :)

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: বিক্রয় ডট কমে অডার দিয়াসলাম মাত্র ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহাহাাা..........জটিলস।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শিপু ভাই বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

মজা ভালই নিছেন!!!



তয় রাফাত ভাই যে মজা লয় নাই তা নিশ্চিত করে বলা যায় না!!!

কলার কে ১০/১০ আর ঘুড্ডিরে ৮/১০ দিলাম কনভার্সেশনে!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার কি আর ছেলে হপে না? হলেতো আকিকার জন্যে ছাগল লাগবে। এখনই ভাল কনফিগারের একটা ছাগল বুক দিয়া রাখেন। নইলে কিন্তু পাইবেন না ;)


হেতে মোটেও মজা নেয় নাই, কজ আরো অনেক কথা আছে যা লিখলে পোষ=ট আরো বড় হবে তাই লিখি নাই। :)

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
@ শিপু ভাই

আরে না ভাই আমি দুই দিন ধইরা এই পুনের যন্ত্রনায় অস্থির ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আইজ রাত তিনটায় আবার ফুন আইবো, রেডি থাইকেন :)

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দি সুফি বলেছেন: ভাই ২টা ছাগল কিনতাম। হিমু ভাইয়ের কাছে অ্যাডভার্টাইজিংও করে আসছি! :#) :#)
এখন বলেন কত % ডিসকাউন্ট পাব? B-)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি বাইরে গেছিলাম, ফিরে এলুম।


নু ডিসকাউন্ট। উন্নত মানের মালে কোন ডিসকাউন্ট নাই, বরং বেশি দাম দিয়া কিনতে হয়। আপনি এ্যডভান্স করুন........ :)

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: গুড্ডি প্রথম ব্লগে এসে বসুন্ধড়া থেকে কি একটা বিক্রির জন্য এড দিছিল । তারপর কয়েকটা ছাগলের সাথে ঠাঁট মিলিয়ে ছাগুদের বন্ধু হয়েছে । হাচা কথা কইয়া দিলাম । হেতে হাচাই চাগল , একটা ভাঁড় পাগল

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাই এইডা কিন্তু ঐ টাইপের পোষ্ট না।



সবার কমেন্ট দেখে বুজতে পারার কথা সবার মাঝে কত ভাল সম্পর্ক। আপনাকে বিষয়টা উপলব্ধি করার সুযোগ দেয়ার জন্যে কমেন্ট ডিলেট করলাম না।

ভাল থাকবেন সবসময়।

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

মাক্স বলেছেন: রাফাত ভাই এত শরমের কি আছে? স্বিকার কৈরালান। ছাগল ব্যবসাতো খ্রাপ কিসু না।
বুঝতেই পারতাছি লাভ ভালো হৈতাছে।;)

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: পুরাতন প্রজেকটরের এড দিছিল

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

শামীম আরা সনি বলেছেন: =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: খিক খিক.........

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

মাক্স বলেছেন: থার্ড আই@
এটা কোন ধরনের কমেন্ট হল?X(X(

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হেতেরে বিষয়টা বুঝাই দিছি। না বুঝলে পরে বুঝা যাবে।

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
ছাগলের ব্যাবসা করা থেকে গরুর ব্যাবসা করা ভাল :P

আমার আবার গরুর মাংস খুব পছন্দের কিনা :#> :#>

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পাইলট কিন্তু বলছিল, ভাই ছাগলতো নাই গরু দিয়া কাম চালান যায় না :) আমার মনে হয় উনার স্টকে মেলা গরু আছে........

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: @ থার্ড-আই-নেটওয়ার্ক

আমার আগের নিক তিন জনে চালাইতো । কারবারি মহসিন , ইয়োবয়। তারা ব্যান হয়া আমার নিক চালাইতো। প্রজেক্টর আর কম্পিউটারের সেল এডভেটাইজ দিছিলো। আমার লগে দুষ্টামি করনের লাইগা । আমিও অনেক পুন পাইছি , শেষে হগলের লগে আমিও ছিরিয়াচ ভাবে কতা কইছি ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থাক ভচ, ঐদিকে না যাই। আমি তারে হালকার উপ্রে বুঝাই দিছি ব্যপারটা।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাইলট ভাই ,স্বীকার দিয়া ফালান ।
শরমিন্দার কি আছে , কুনু বেস্পাই ছোট না ।
ছাগল পালে পাগলে বইলা এক খান কতা থাকলেও ইটা বেছে কিড়া হেই বেপারে খনা মিয়া কিছুই কয় নাই ।

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ব্যান্ড পার্টি বলেছেন: @ ঘুড্ডির পাইলট

তিনজন না আরও বেশি আপনার আগের নিক আমিও চালাইছি । :D আপনার আগের নিকের পাসওয়ার্ড অনেকেই জানতো।

থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: গুড্ডি প্রথম ব্লগে এসে বসুন্ধড়া থেকে কি একটা বিক্রির জন্য এড দিছিল । তারপর কয়েকটা ছাগলের সাথে ঠাঁট মিলিয়ে ছাগুদের বন্ধু হয়েছে । হাচা কথা কইয়া দিলাম । হেতে হাচাই চাগল , একটা ভাঁড় পাগল

X( X((

বয়স হয়া বুরা হয়া গেলা মিয়া আক্কল হইলো না । এইডা ফান পোষ্ট বুঝো না ? কোনটা ফান আর কোনটা সিরিয়াস সেটাও বুঝো না । আর কোনটা কেক আর কোনটা মনুষ্য বর্জ্য সেটাও বুঝো না।

শেষে আবার কেক মনে কইরা ............................... :P

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হেহেহেহে কেক এর উদাহরন কই পাইলেন :) ?? জটিল হৈছে.........

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ঘুড্ডির পাইলট বলেছেন: @ লিন্‌কিন পার্ক

গড়ুর মাংষ খায়া আবার হার্টের অসুখ বানাইয়েন না । :)


@ গিয়াসলিটন

আরে ভাই যেইডা বেচি না হেইডা আমি দিমু কোইথ্তে ? :)

@ ব্যান্ড পার্টি

মাতা ঠান্ডা করেন স্বাধীন ভাই। যাস্ট ফান।

৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মিজভী বাপ্পা বলেছেন: হা হা হা!!!ঘুড্ডির ডেরাইভার ভাই আমি তাইলে আপনের বাসায় আইয়া পরি।ছাগুর মাংকু খাওয়নের লিগ্যা।

আর যারা যারা যাইবার চান তারা এক্ষুনি এ্যাপলো হাসপাতালের সামনে অবস্থান ধর্মঘট করেন।আমি নাটাই লইয়া আইতাছি ;) ;)

৩৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

বোকা ডাকু বলেছেন:
মিয়া বাই,
সালাম নিবেন। আশা করি ফুরিবারের সকলে মিলে বালাই আচেন।
পরসমাচার এই যে, চাগল খানা দেকিয়া আমারও বড়ই চখ হয়েচে। আমি চাগল কিনিতে চাই। আমি উহাকে কুবই বালবাচিবো। আই প্রমিচ। অতএব আপনার স্টকে যদি আরও কিচু চাগল তেকে তাকে তাহলে অতিসত্বর ডাক মারফৎ আমাকে কয়েকখানা পাঠাইয়া বাধিত করবেন।
পরিশেষে কি আর বলিব। আফনের ফুরিবারের চকল কে আমার চালাম দিবেন। (বাবিকে চালাম একটা বেশী।) বালো তাকবেন।
আল্লাহ হাফেয।
ইতি আফনের ছুডু বাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আফনের খমেন্টে কিসের যেন ঘ্রাণ পাইলাম :) ;)

৪০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: @ মিজভী বাপ্পা

চইলা আসেন ছাগলের মাংস দিয়া ভাত খাইবেন । :-B

৪১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: @ বোকা ডাকু

আপ্নেও দেহি চিপন হয়া গেলেন ! B-))

৪২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

বোকা ডাকু বলেছেন: না বাই । কুনু কতা অপেনা। খালি চাগল বিক্রি অপে। আগে আসলে আগে পাবেন বিত্তিতে। একন আগে আমারটা পাটাইয়া দেন।

৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: লাগলো নি ক্যাচাল :( রাফাত বাই বালো মানুস।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বেশ ধৈর্যশিল।

৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: @ বোকা ডাকু

আপ্নের ঠিকানা দেন ছাগলরে কয়া দিতাছি , চইলা যাইবো।

৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এ মাত্র ফুনে আমার সাথে রাফাত ভাইয়ের কতা হইছে। উনি বলছে আপ্নার এ পুস্টের পরে নাকি হাজার হাজার ব্লগার উনার কাছে ছাগলের অর্ডার দেয়া শুরু করছে।
তাই রাফাত ভাই জানাইছে উনার কোন এক ফেরেন্ড নাকি কায়রোতে থাকে। হে নাকি বাকি ছাগল গুলান সাপ্লাই দিব। এ ঘটনা সম্বন্ধে আপনে কিছু জানেন নি?

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হায় হায় কন কি??

সরাসরি রাফাত ভাইরে ফুন দিলেতো আমার লস। আমার কমিশন কই যাইবো?? তাছাড়া নাম্বার পাইলো কই? আমি তো তার নাম্বার শেয়ার করি নাই।


রাফাত ভাই হাছাই কইছে, তার স্টক ফুরাইয়া গেলে আমি কায়রো থেকে উন্নত মানের জিনিস সাপ্লাই দিবার পারমু। ঐডা কুনু চিন্তার বিষয় না। :)

৪৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: @ জনৈক গণ্ডমূর্খ

চিন্তা করতাছি আসলেই শুরু করুম কিনা। B-))

৪৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: করেন করেন। :-B :-B :-B আমরা বেবেক আপ্নার সাথে আছি।

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন:
ছাগল শর্ট পরলে ব্লগে অনেক আছে মাঝে মাঝে আসে , দেলু কাকার ভয়েচ মিথ্যা টাইপের পোষ্ট দেয়। অইগুলানরে বেইচা দিমু। B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঐ গুলা চড়া দামে বিক্রি হইবে...... ভিআইপিরা সিরয়ালে থাকুন।

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: লেখক বলেছেন: বিকেল বেলা দলবল নিয়া হাতির ঝিলে চলি যাইবেন। রত দেখাও হইবো ছাগলরে ঘাস খাওয়নও হইবু...

হাতিল ঝিলে ঘাস আইলে কোথা থেকে?

ছাগলে হাতির ঝিলে নিয়ে কাতাস খাওয়ান, ফুইল্লা হাতির মত মোটা হইবেক।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হ, ছাগল বেশি মোটা হইয়া হাতি হইয়া গেলে মানুষে কইবো এই হাতির সুর পিছনে ক্যান????? :-P :-P

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ক্যাপ্টেন জুক বলেছেন: ছাগলের কনফিগারেশন জানতে মুঞ্চায়। ছাগলের ওজন কত? লোমের ঘনত্ব কত? গলার স্বর কেমন? ল্যাঞ্জার দৈর্ঘ্য-প্রস্থ কত? সবচেয়ে বড় কথা হল এই ছাগলের কাঠাল পাতা খাওয়ার অভিজ্ঞতা কয়দিনের? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ছাগলের কনফিগারেশন খুব ভাল।

ঐডা নিয়া চিন্তা করার কিছুই নাই। আগে এ্যডভান্স করেন...... :)

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

অনিমেষ রহমান বলেছেন: ছাগল গুলা আউলাইয়া আছে। এখুন ছাগু ব্যবসার খুব খারাপ সিজন।
=p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাহ, উন্নতের জাতের ছাগলের দাম সবসময়ই ভাল থাকে :-B

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা। =p~

আমি তো ভেবেছিলাম, শিপন ব্লগারই রাফাত ভাই B:-)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :-P :-P :-B

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

তারছেড়া লিমন বলেছেন: কায়রো ভাই আফনে ও কি পাইলট ভাই এর পাটনার হয়চেন..........????

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাহ নাহ, পার্টার হমু ক্যান? আমি শুধু কমিশন খাই........:)

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ধারণা কি ঠিক? B:-) B:-)

হ্যালো কায়রো ভাইয়া, কেমন আছো? :#>

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নাগো আফু আফনার ধারনা ঠিক না।

দেখেন না বিক্রয়ডটকম এ সত্যি সত্যিই বিজ্ঞাপন দিছে। কেহ কি নিজের নামে এমন বিপদ ডেকে আনে...!!!

আমি ভালা আছি, আফনি কেমন আছেন? কিলাস কেমন চলছে? ঠিকঠাক মতো কিলাস কইরেন কিন্তু, ব্লগের চিন্তা মাথায় থাকলে কিন্তু পড়া লেখায় মন বসে না :)

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কী? ছাগল লাগবে?? লাগলে আওয়াজ দেন....;)

৫৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই আমি তো এই ঘটনা দুইদিন আগেই শুনছিলাম। বেচারা আমার সামনেই দাঁড়াইয়া ছিল। খালি ফোন আর ফোন, সবাই ছাগল কিনতে চায়। হাসতে হাসতে আমার চোখে পানি চলে আসছে। মানুষ জন সব পাগল মনে করছে আমারে।

তয় পাইলট ভাইয়ের ধৈর্য আছে। তিনি সব ফোনের উত্তরই হাসি মুখে দিসেন!!! হা হা হা।

আর মাত্র ২০০ টাকার কমিশনের জন্য আপনি যে ধৈর্যমূলক পোষ্ট দিসেন, তাতে আপনারেও ধইন্না।

যেই এই কাজ করে থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকা। X(( X(( X((

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার কমেন্টের প্রতিটি শব্দের সাথে পুরুপুরি স হ ম ত জানাইলাম। বিশেষ করে আমার যে একটু ভুয়সি প্রশংসা করছেন ঐখানে ডবল পিলাস দিয়া জাইত্তা ধরলাম...... :-B B-))

আর


আর আফনিও যে কষ্ট করে কমেন্ট করছেন সে জন্যও আফনাকে ধইন্যা..;)

৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম লাগবো।
আই লাইক ব্লু কালার। রাফাত ভাইয়ের অনেক ধৈর্য দেখা যাইতাছে তিনি নিশ্চই যোগার কর্তে পারবেন। :P

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্লু কালারের ছাগল কই থিকা আনবো আমাগো পাইলট সাব :( !!!

৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: উন্নত মানের মালে কোন ডিসকাউন্ট নাই, বরং বেশি দাম দিয়া কিনতে হয়।

ভাই মাল লাগবে না। আমি ছাগল কিন্তে আইছি! X(( B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কন কি? ছাগল কি মাল না?? :|

৫৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

প্রিন্স হেক্টর বলেছেন: ব্লগের ছাগু ধরে বেইচা টুপাইস কামানোর ধান্ধাটা কিন্তু খারাপ না। ;)



আরেকটা কথা, শিপন ব্লগার ঐখানে ভালো বানানে কেম্নে লিখল? :||


@পাইলট, ইনকামিং এ বোনাস চালু করেন, লাভ হৈবে। :#)


অটঃ খাসীর বিরিয়ানী খাইতে মুঞ্চায় :(( :(( :((


বিক্রয় ডটকম এর বিরম্বনা নিয়ে কিছুদিন আগে পোষ্ট দিয়েছিলাম। একটা শীর্ষস্থানীয় সাইট অনুসারে তাদের অবশ্যই মোবাইল ভেরিফিকেশন চালু করা উচিৎ মনে করি।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তুমি কই থাক? রেজাল্টের কী খবর?

৬০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

প্রিন্স হেক্টর বলেছেন: ভাই, এটাচমেন্টের শেষ পর্যায়ে আছি, প্রোজেক্ট আর এসাইনমেন্ট করতে করতে জান কাহিল। :(( :(( :(( :((


রেজাল্ট এখনো দেয় নাই, অথচ ফরম ফিলআপ আর পরীক্ষার ডেট দিয়ে দিছে। X(( X(( X((

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তুমি এসাইনমেন্ট করতে থাক আমরা আপাতত ছাগল বিক্রি নিয়া ব্যস্ত আছি।

:)

৬১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

সুপান্থ সুরাহী বলেছেন:
আচ্ছা কলারটা কী আমাদের কায়রো ভাই?

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হি হি হি হি....:)

পাইলটরে অনেক চাল্লু মনে করেছিলাম, কিন্তু অনেক ক্লু দেয়ার পরও সে ধরতে পারে নাই।

না ধরতে পারলে আর মজাপাচ্ছিলাম না তাই শেষ পর্যন্ত ধরাই দিয়া দিছি...;) :-B :-P

৬২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

শিপন মোল্লা বলেছেন: আচ্ছা এতো কাহিনি আমি জানিনা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এখনতো জানলেন.... তো পাইলটরে একটা ফুন দিয়া জিগান ছাগল আছে নাকী...?? B:-/ B:-/ :-P

৬৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :-B :-B :-B

৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

অনির্বাণ রায়। বলেছেন: াহাহহাহাহহা , কায়রো ভাই , অচাম হইসে , শ্লার পরীক্ষার জন্য যে কত কিছু মিস করতেছি ব্লগের :-P :-P

১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পরীক্ষা দেন ভাল করে, পরে অনেক মজা করার সময় পাবেন। :)

৬৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন:
ছাগলের কথা শুনে এখন আমার কাচ্চি খাইতে মুঞ্চায় /:)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্লগেতো এখন তাহলে বিরিয়ানির দোকান ও দিতে হবে............:)

৬৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কি হইল কায়রো ভাই, ছাগল বেচাবেচি বুঝি অহনও শেষ হয় নাই? শেষে কলাম কিন্তু আমিও একটার অর্ডার দিয়া দিমু। =p~

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঝাতির চাহিদার শেষ নাই তাই বেচা কিনির ও কোন অন্ত নাই... :-P

৬৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: শিপন একটা ফাজিল। হেলালের মেসে নাকি থাকে। হেলালের মেস টা কোথায়? ওর সাথে মনে হয় সামুর আরো ব্লগার থাকে সেম মেসে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: @ শিপন, ভাই তুমি/ আপনি যেই হোন না কেন কাজ টা ঠিক হয় নি।

৬৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

জাকারিয়া মুবিন বলেছেন:

আমি এই ছাগলডা বেচুম, এইহানে দেক্তাছি পচুর বেফারি। বেফারি বাইয়েরা আমার ছাগলডা বেইচা দেন। বালা কমিশন দিমু।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এইডারে যে কিনবে সেই মালিকেরও কিন্তু বেশ স্মার্ট হতে হবে এর সাথে মানিয়ে চলার জন্য। :-B B-))

৬৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: জাকারিয়া মুবিন আমি কিনুম। দাম কত?

৭০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

জাকারিয়া মুবিন বলেছেন: মাত্র ৩০ হাজার টাকা।

আধুনিক ছাগল তো, তাই দামডা ইট্টু বেশী।
মাইন্ড খাইয়েন না @ গণ্ডমূর্খ। :D ;)

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গগজের দাম কি আলাদা দেওয়ন লাইগবু? নাকী এই ৩০ এর ভিতরেই কাজ শেষ হবে....... :D :D /:)

৭১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন: বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।

ছাগলের সাথে গগজ ফ্রি। ;)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বাই ওয়ান গেট ওয়ান ফ্রি =p~ =p~

৭২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

দিগন্ত নীল বলেছেন: পাইলট ভাই ময়ুরীর মত নাদুসনুদুস একটা ছাগল লাগপে ,দিতে পারবেন 8-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তোমার ছবিতে তো তোমারে ছুডু দেখা যাচ্ছে, তুমি ময়ুরীর দিকে নজর দিছো কেন?? :) ;)

৭৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হেলালের মেস আবার কি? :-* :||

বাই ওয়ান গেট ওয়ান ফ্রি =p~

আমি ভাল আছি, কায়রো ভাইয়া :#> তুমি কেমন আছো? :#>

কায়রো ভাইয়া, তোমার আসল ডাক নাম কি?

১৪ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমিও ভালা আছি, আজ কাল ছাগলের বিজিনেস নিয়া খানিক বিজি আছি তয় টাইম ভালই যাইতাছে :)


আমার ডাক নাম হলো: মিশরীয়রা আমাকে মাহমুদ ডাকে। অন্যান্য নেশনের বন্ধুরা হাসান ডাকে, কারন হাসান মাহমুদের চেয়ে উচ্চারনে কিছুটা শহজ :)
ব্লগের অনেকেই আমাকে কায়রো বলে ডাকে, মনে করেন লকব :) কিংবা শহজে অন্যদের থেকে পার্থক্য করার জন্য, কারন মাহমুদ নামে আরো অনেকে আছে তাই। তবে আপনি ইচ্ছে করলে সবগুলারে মিক্সড করে একটা ককটেল নাম দিতে পারেন, কজ আই এম নেভার মাইন্ড ম্যান ;)

৭৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

তামিম ইবনে আমান বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: B-)) B-)) B-))

৭৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: :-&
o bai ki porlam

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কমেন্টগুলা পড়েন আরো মজা পাইবেন :)

৭৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

একজন আরমান বলেছেন:
ব্লগে যতোই ক্যাচাল থাক না কেন এই রকম কারো প্রাইভেসি নষ্ট করা ঠিক না।

১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম, এটা স্নরন করিয়ে দেয়ার জন্যই এই পোষ্ট।

৭৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

খায়ালামু বলেছেন: কলার: ওয়াও, তাহলেতো আপনি বেশ বড়লোক। সব কি এই ছাগলের ব্যাবসা থেকেই উন্নতি??
- পাইলট: (দীর্ঘ নিশ্বাসের আওয়াজ)................ ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.