নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্মানিত
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমি একজন সাধারণ সামু ব্লগার হিসেবে আজ খুবই গর্বিত বোধ করছি এই ভেবে যে আপনার মতো এক সিনিয়র করেসপন্ডেন্ট নিয়মিত আমাদের গরিবদের ঘরের খবরাখবর রাখছেন। আসলে আমরা গরিবরা সারা বছর আপনাদের পানে চেয়ে থাকি কবে আপনারা আমাদের দিকে নজর দিবেন আর আমাদের ভাগ্য খুলবে। বছরের শুরুতেই আপনাদের পদ ধুলি আমাদের বাড়িতে পেয়ে মনে হচ্ছে ২০১৩ সাল আমাদের বেশ ভালই কাটবে। তাছাড়া আমার আরো বেশি ভাল লেগেছে এই ভেবে যে, আপনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালী ভাইদের আমাদের গরিবালয়ে দাওয়াত দিয়েছেন। সবাইকে স্বাগতম।
পর সমাচার এই যে
মহামান্য, আপনি আমাদের গরিবালয় থেকে যাবার সময় কিছু প্রয়োজনীয় বস্তু সামগ্রী ফেলে রেখে গিয়েছেন যা আপনার নিকট খুবই গুরুত্ব বহন করবে তাছাড়ে সেগুলো পচেঁ গিয়ে আমাদের গরিবালয় আরো নোংরা করবে তাই সেগুলো একে একে আপনার বাড়িতে পৌছে দিচ্ছি। ঠিকঠাক মতো পেয়ে থাকলে অবশ্যই জানাবেন।
১) প্রিয় অতিথি, আপনি লিখেছেন শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার, নজরদারি।
কিন্তু সামহোয়্যার নিয়ে কোথায় বিতর্ক হলো বা কে কোথায় এর বিরুদ্ধে অবজেকশন দিল এমন সুস্পষ্ট কিছুই আপনি বলেন নি। আর নজরদারি শব্দটি দিয়ে কি আপনেই সরকারকে সামহোয়্যারকে নজরদারিতে রাখতে বলেছেন কিনা সেটাও স্পষ্ট নয়।
জনাব আপনি আমাদের বাড়িতে অবশ্যই দেখে গিয়েছেন কত বড় সংসার আমাদের। বাচ্চা কাচ্চার অভাব নাই। মাত্র জন্ম হয়েছে এমন ব্লগারের সংখ্যাও অন্যান্য অনেক ব্লগের মোট ব্লগারের চেয়েও বেশি। তাই এখানে ভিন্নমতালম্বির সংখ্যাও একটু বেশীই হবে। যেখানে মানুষ বেশী সেখানে দুষ্টোর সংখ্যাও বেশীই থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে কোন পুলাপানের কান্নায় যদি আপনার মতো সিনিয়র করেসপন্ডেন্টের মেজাজ গড়ম হয়ে যায় তবে সেটাতো কাজি নজরুল ইসলামের সংজ্ঞা অনুযায়ি তরুনের মধ্যে পরে না। তাই দুই চারজন ব্লগার যারা এখান থেকে চলে গিয়েছেন কিংবা বহিষ্কৃত হয়েছেন তাদের কথায় সুর মিলিয়ে এত বড় কমিউনিটির বিরুদ্ধে কলম ধরলে আপনার কলমের কালি বৃথা যাবে।
আপনি শাহবাগের বিরোধিতাকারি দুই একটা যেই পোষ্টের কথা বলছেন তার তুলনায় শাহবাগের পক্ষে পোষ্টের সংখ্যা কয়েকলক্ষ গুন বেশীই হবে। একবার হিসেব করে দেখুন।
আপনি এখানে আরো বলেছেন: সব মত-পথের লোক এ সাইটে লেখালেখি করলেও জামায়াত-শিবিরপন্থি ব্লগারদের তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। কথাটা বাস্তবের ঠিক বিপরিত হয়ে গেলো। আমরা দেখে আসছি যে, সামহোয়্যার এর মডারেটরদের বিরুদ্ধে সাধারনত নাস্তিকতাকে প্রশ্রয় দেয়ার অভিযোগ প্রায়ই উঠে আসে সে ক্ষেত্রে জামায়াত-শিবির পন্থি ব্লগারদের তোষণের বিষয়টি একেবারেই অসম্ভব। কারন, নাস্তিকতা ও জামাত দুই মেরু। যা কখনই এক প্ল্যাটফর্মে থাকতে পারে না।
২) শ্রদ্ধেয় সিনিয়র করেসপন্ডেন্ট, আপনি আরো লিখেছেন: সামহোয়্যারে শিবির তোষণ, সার্বভৌমত্ব বিরোধিতা!। - এই আর্টিকেল থেকে বুঝা যায় আপনি হয়তো কোন ক্ষোভের কারনে এমন একটি আর্টিকেল লিখেছেন। তা না হলে একজন মানুষের ফেসবুক স্ট্যাটাস থেকে আপনি আরেকটি কমিউনিটিকে কটাক্ষ করতে পারেন না। 'জানা' ম্যাডাম রাজনৈতিক ভাবে কোন মতাদর্শ্বের তা জানি না তবে এই সামুতে কোন ব্লগার ভুলেও যদি একবার জামাত শিবির সাপোর্ট করে থাকে তবে তার নামের সাথে সাগু ট্যাগ লেগে যায় যা কখনো মুছে না। এমনকি কখনো কখনো কোন আন নন ব্লগার কোন ইসলামীক পোষ্ট দিলেই টাকে ছাগু ট্যাগ লাগানো হয়। এমন একটি কমিউনিটিকে আপনার দেয়া ট্যাগটা ঠিক হয় নি।
৩) জনাব, আমার মনে হচ্ছে আপনি আমাদের পরিচয়টাই ঠিকমতো পান নি। আমরা প্রথমআলো, আমার দেশ কিংবা আপনাদের মতো কোন পোর্টালের সদস্য নই। আমরা হচ্ছি ব্লগার। যারা বিনে পয়সায় ব্লগিং করে। অধিকাংশ সময়ই ব্লগারের কোন পরিচয় থাকে না। পর্দার আরাল থেকে পোষ্ট ও কমেন্ট করে থাকে। অনেকের একাধিক আইডি থাকে। কিংবা একটি আইডি ব্যন হলে আরেকটি খুলতে পারে। কাজেই এখানে দু'একজন একটু এদিক সেদিক লিখবেই। সামু কর্তৃপক্ষতো আর তাদের পোষ্টকে ষ্টিকি করে রাখে না!!! বরং দেশের স্বার্থ বিরোধি কোন পোষ্ট আসলে সাধারণ ব্লগাররাই কমেন্টের মধ্যমে তাদের শিক্ষা দিয়ে থাকে। তা আপনি আপনার উল্লেখিত পোষ্টগুলোর কমেন্ট পড়লেই বুঝতে পারবেন।
স্যর, যদি পারেন মাস খানেকের জন্য 'বাংলানিউ২৪.কম'কে ইউজারদের নিউজ করার জন্য উন্মুক্ত করে দিয়ে দেখুন কত ইউজার আর কত মতামত আর কত পোষ্ট।
প্রিয় সিনিয়র করেসপন্ডেন্ট, আমার নাম দিয়ে আপনাদের সিস্টেমে সার্চ দিলে দুই চারটা নিউজ পাবেন যা আমিই পাঠিয়েছিলাম। মানে, আমি আপনাদেরও লোক। আসলে আমি সমস্ত অনলাইন পোর্টাল ও ব্লগ সমাজকে নিজের মনে করি। আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব। আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং। সেই দিন যেন বাংলার মাটিতে কোনদিন না আসে।
ধন্যবাদ।
*******************
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অতিথির সাথে ভাল ব্যবহার কাম্য
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০০
সাদা-কালো বলেছেন: হলুদ সাংবাদিকতা নিপাত যাক যাক
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব। আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং। সেই দিন যেন বাংলার মাটিতে কোনদিন না আসে।
সতর্ক থাকতে হবে সবাইকে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব।
শতভাগ বিশ্বাস করি!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পরের অংশ বিশ্বাস করেন না:
আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
স্টেনটোরিয়ান বলেছেন: গতকাল ১৭ ঘন্টা ছাগু মারছি এখানে। আজকে দেখি এই খবর। হলুদ সাংবাদিকতার আর একটা নমুনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুমমমম, ভাব দেখে এমন মনে হচ্ছে যে কিছু সাংবাদিক হলুদ হতে হতে মনে হয় যেন জন্ডিস হইয়ে গেছে।
হলুদ সাংবাদিকতা বরই ভয়াবহ। এটা থেকে জাতিকে রক্ষা করতে হবে।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০
মোস্তফা কামাল পলাশ বলেছেন: কায়রো ভাই,
আমি স্টিকি পোষ্টেও বলেছি আপনার পোষ্টেও বলতেছি; এই নোংরামি টার পিছনে আছে সামু বিদ্বেষী কিছু ব্লগার। যারা কিছুতেই মেনে নিতে পারতেছে না সামু ব্লগারদের দ্বারা সংঘটিত এই গনবিষ্ফোরন।
কেন তাদের বদলে ঐ মঞ্চে নেতৃত্ব দিচ্ছে সামুর কিছু অখ্যাত ব্লগার। সাধরন ব্লগারদের দ্বারা এই আন্দোলন সংঘটিত হবার কারণে তাদের রুটি রুজির উপর আঘাত এসেছে যেটা তারা কিছুতেই মেনে নিতে পারতেছে না। যে কারণে তারা উঠে পড়ে লেগেছে সামু ব্লগের সম্মানহানি করতে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ষ্টিকি পোষ্টে আমিও ঠিক এমনটাই কমেন্ট করেছিলাম।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
প্রকৌশলী আতিক বলেছেন: এটা অত্যন্ত বাস্তব যে, যেহেতু সামুতে ছাগুরা সুবিধা করতে পারেনা, সেহেতু উনি প্রুভড ছাগু মানসিকতার। তা মি: সিনিয়র করেসপন্ডেন্ট, সামুতে আপনার কি নিক ছিল? কত শত বার গদাম খেয়েছিলেন?
পলাশ ভাইয়ের সাথে পুরোপুরি একমত। লেখায় +++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমার মনে হয় বাংলা নিউজের অর্ধেক নিউজ আমাদের মতো ব্লগাররাই পাঠায়।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল কাজ করেছেন+++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ ভাই।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: লেখক বলেছেন: পরের অংশ বিশ্বাস করেন না:
আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং।
হি হি হি! আমারে ঠেলা দিলে আমি দিমুনা !!! চোখ লাল কইরা চামু! চামে সুযোগ পাইলেই পানিতে ফালামু
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: চোখ লালা না কইরা সপ্তম ইন্দ্রিয় লাল কইরেন, কামের কাম ও হবে কেহ কিছু বুঝবে ও না........
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬
শিপু ভাই বলেছেন:
হলুদ সাংবাদিকতা নিপাত যাক!!!
ব্যক্তিগত হিংসা ভুলে জাতিয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারাই বিভক্তি সৃষ্টি করতে চাইবে তাদেরকেই গদাম!!!
পোস্টে+++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ব্যক্তিগত হিংসা ভুলে জাতিয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যারাই বিভক্তি সৃষ্টি করতে চাইবে তাদেরকেই গদাম!!!
জয় বাংলা।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আইচ্ছা বাংলানিউজটোয়েন্টিফোর.কম রেই ছাগু ট্যাগ দিয়া দিলে কেমন হয়। কারণ ইহাদের লেঞ্জা বাহির হইতে দেখা যাইতেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হে হে হে হে.... সে ব্লগার হৈলে কবেইতো ছাগু উপাধি পাইয়া লাল হইয়া যাইতো........
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
আমি শুধুই পাঠক বলেছেন: পোস্টে পিলাচ। এইসব হলুদ সাম্বাদিকগুলারে লাত্থায়তে মন চায়। হালাগো পুটু জ্বলে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হলুদ সাংবাদিকতা নিপাত যাক।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
শান্তা273 বলেছেন: আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব। আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং। সেই দিন যেন বাংলার মাটিতে কোনদিন না আসে।
সহমত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ শান্তা ২৭৩.......
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
সাব্বির শাহরিয়ার বলেছেন: আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব। আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং। সেই দিন যেন বাংলার মাটিতে কোনদিন না আসে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: । সেই দিন যেন বাংলার মাটিতে কোনদিন না আসে
সবারই সচেতন থাকতে হবে।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
অয়োময় বলেছেন: বাংলানিউজের প্রপাগান্ডা এখন চরম বিরক্তি লাগতেছে।যেখানে সোনা ব্লগ রীতিমত হুমকি ধামকি দিয়া রাজাকারদের পক্ষে লিখছে সেটার বিরুদ্ধে বাংলানউজের কোন রিপোর্ট নাই।লিখে সামুরে নিয়া যেখানে ছাগুরা নিয়মিত দৌড়ের উপ্রে থাকে।
সুতরাঙ বুঝাগেল........সামুরে নিয়া বা. নিউজের পটু জ্বলে ।
পোস্টটি স্টিকি হোক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঐ ভদ্রলোকের যদি কোন কিছু খারাপ লাগতো তবে তার উচিত ছিল সামুকে নিয়ে গঠনমুলক কোন কিছু লেখা। তা না করে তিনি সরাসরি আক্রমন করেছেন। যা কখনো ঠিক না।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এমনকি কখনো কখনো কোন আন নন ব্লগার কোন ইসলামীক পোষ্ট দিলেই টাকে ছাগু ট্যাগ লাগানো হয়।
উদাহরণ দেন ।
আর আপনি পাকিস্তানের পক্ষে পোস্ট দিয়েছিলেন সেকারণে আপনাকেও ছাগু বলা হয়েছিলো এবং নিশ্চয় সেটা ভুল ছিলো না।
আর বাংলা নিউজের রিপোর্টের জন্য নিন্দা রইলো ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জানি কথাটা অনেকের পছন্দ হবে না, এমনকি কর্তৃপক্ষের ও না। কিন্তু কথাটা সত্য। সামুতে অনেক ব্লগার আছেন যারা জামায়াত শিবিরের রাজনীতিতে বিশ্বাসি নয় কিন্তু ইসলাম নিয়ে লেখা লেখি করে তারা অনেকেই ছাগু ট্যাগ খেয়ে অপমানে এক সময় চলে যেতে বাধ্য হয়েছেন।
উদাহরণ দিয়ে ক্যাচাল বাধাতে চাই না। আপনি একমত না হলে বলেন আমি একমত না, এটাই যথেষ্ট। কারণ আমরা সকলের মত প্রকাশের বিশ্বাসে বিশ্বাসী।
আমি পাকিস্তানের পক্ষে কথা বলেছিলাম দ্বারা কি বুঝাতে চাচ্ছেন?
এইভাবেই মানুষ ভুল বুঝে গায়ের জোড়ে ঠেলে নিতে চায়। আমি নিজেদের আদর্শ্ববান হওয়ার কথা বলেছিলাম। সকলের সাথে ভাল ব্যবহার করার কথা বলেছিলাম হোক সেটা শত্রুর সাথেও।
সবশেষে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দারাবার আহ্বান জানাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
আমিনুর রহমান বলেছেন: কতখানি কান্ড জ্ঞানহীন হলে পরে একটি নিউজ পোর্টাল এ ধরণের নিউজ দিতে পারে আমি জানি না। এই নিউজের রিপোর্টিং এর তীব্র প্রতিবাদ ও নিন্দাজ্ঞাপন করছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: একের পর এক এইভাবে নিউজ করা সত্যিই মেনে নেয়া কঠিন। এতে শুধু সামুকেই হেয় করা না আমাদের সকল ব্লগারদের হেয় করা।
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
একজন আরমান বলেছেন: এই নিউজের রিপোর্টিং এর তীব্র প্রতিবাদ ও নিন্দাজ্ঞাপন করছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তারা কিন্তু আমাদের ও হেয় করছেন। সকলের সোচ্চার হওয়া দরকার।
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
হাবিব০৪২০০২ বলেছেন: আজকেও সামুর বিরুদ্ধে নিউজ করছে, এই নিয়ে ৪টা হইলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হুম,,,।
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
("_") বলেছেন: বাংলানিউজ২৪ একটা পেপার আর কাউয়া একটা পাখি। যত্তসব ফালতু পেপার।
একদফা একদাবি, রাজাকারের ফাসি। ফাসি , ফাসি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার নিক কই ?? একদফা একদাবি, সকল রাজাকারের ফাসি। ফাসি , ফাসি।
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
ঘুড্ডির-পাইলট বলেছেন:
বাংলা নিউজ ২৪ ডট কলাও একটা নিউজ পোর্টাল আর হইলাম ব্লগের সবচাইতে ভদ্র পোলা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কারে ভদ্র পোলা কইয়া অপমান করা হৈলো.......
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব।
++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমিও বিশ্বাস করি
আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব।
২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
শিপন মোল্লা বলেছেন: যদি আমরা সবাই মিলে এই হলুদ সাংবাদিকে পুটো মারতে পারি তাহলে এই হলুদ সাংবাদিকতা নিাপাত জাবেই ই্নসাল্লাহ।
২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
নিশ্চুপ শরিফ বলেছেন: সামুর ব্লগের বিরুদ্ধে অপপ্রচার। ছাগু পোস্ট দেখা মাত্রই ব্যান করার পন্থা নিন
বাংলানিউজ রে মনে পাগলা কুত্তায় কাম্রাইছে। তাই ঐরকম কাজ করতেছে।কিন্তু আমি জানতাম যে কার্ত্তিক মাসে পাগলা কুত্তার রোগ লাফ মেরে উঠে। এখন তো ফাল্গুন মাস। তাও উঠে গেছে। মানে খুব কঠিন রোগ হইছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন:
২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
যুবায়ের বলেছেন: এরা সাংবাদিক নামের কলন্ক!!...
এরা সাংবাদিক নয়..সাংঘাতিক!!..
ধিক্কার হলুদ সাংবাদিকতাকে!!!..
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হলুদ সাংবাদিকতার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে।
২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
তারছেড়া লিমন বলেছেন: উইলিয়াম অ্যাকিলিস বলেছেন: হলুদ সাংবাদিকতা নিপাত যাক যাক
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিপাত যাক নিপাত যাক।
২৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
ফারিয়া বলেছেন: তারা নিজ নিজ ব্লগের চিন্তা করে না কেন? ষামুর ব্লগাররা সামুকে ঠিক দেখাশোনা করতে পারে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠিক বলেছেন,,, সামুর মডারেটর কথা বাদই দিলাম এখানকার ব্লগাররাই অপশক্তি রুখে দেয়ার জন্য যথেষ্ট। আরেক জনের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়ার নামে আমাদের চোখ ব্যাথা করার দরকার নাই।
২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
জাতির নানা বলেছেন:
চটি পিয়ালের যৌবন জ্বালার সাইড ইফেক্ট। ব্যাপার না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পিয়ালের কোন আওয়াজ নাই কেন? কই গেছে?
২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
বাবুই পািখ বলেছেন: ঘৃনাকরি হলুদ সাংবাদিকতাকে!!!..
নিপাত যাক হলুদ সাংবাদিকতা।
জয় হবে সত্যের।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিপাত যাক হলুদ সাংবাদিকতা।
জয় হবে সত্যের।।
২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
("_") বলেছেন: এই ছাগুটারে রিপোর্ট করুন
View this link
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।
৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
বইয়ের পোকা বলেছেন: 'বাংলানিউজ২৪' হলুদ সাংবাদিকতার জগতে নতুন মাএা যোগ করলো।
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: সুন্দর লেখসেন। সুন্দর কইরা বুঝাইসেন।
কিন্তু চুর'এ কি ধর্মের গল্প শোনে?
৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার বলেছেন কায়রো ভাই। একদম মনের কথাগুলোই বলেছেন।++++
৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: জটিল লেখছেন কায়রো ভাই।বাংলা নিউজ আর চটি সাইটের টেমন পার্থক্য দেখিনা,অপূর্ন ভাইয়ের পোস্টেই বিস্তারিত পাবেন।আর তাদের মতামত জানায় সামুর ই কিছু এক্স আবাল।এইসব চটি সাইটের পুলাপাইনের কথা শোনার টাইম নাই।
৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
৩৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো
৩৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জ্বালাময় পোস্ট কায়রোভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭
রেড ওয়াইন বলেছেন: "আপনার মতো এক সিনিয়র করেসপন্ডেন্ট নিয়মিত আমাদের গরিবদের ঘরের খবরাখবর রাখছেন।" হেহেহে ভালো বলসেন।
এই সালারা চুতিয়া, আমার ছবি চুরি করে ছাপাইসে, ফোন দিসি বলতে, উল্টা আমাকে ঝারি মারে। সব চুতিয়ার বাচ্চাগুলা এই অফিসে কাজ করে।