নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচটি কমন প্রশ্ন ও হাজারো কথা.........
১) কারা কারা জিন্স প্যান্ট পরেন...? কতদিন ধরে পরেন?
২) এখন কার কার পড়নে জিন্স প্যান্ট আছে...?
৩) আপনি এক নাগারে কতদিন না ধোয়ে জিন্স পরিধান করিয়াছেন...
৪) আপনি একটি জিন্স প্যান্ট সর্বোচ্য কত বছর পরেছেন....?
৫) অন্য প্যান্ট থেকে জিন্সের পার্থক্য কতটুকু এবং কেন...?
জিন্স প্যান্ট নিয়ে আরো মজার মজার ঘটনা থাকলে আমাদের জানাইয়া আনন্দ দিতে আজ্ঞা হয়..........
২১ শে মে, ২০১৩ রাত ১০:০২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জিন্সের মজাই বুঝেন নাই টাহলে....... মাস ২/৩ চলে যায় না ধোয়েই.......
২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৮
রহস্যময়ী কন্যা বলেছেন: শীতেই জিন্স বেশী পরা হয়।
২১ শে মে, ২০১৩ রাত ১০:১১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জিন্স অলওয়েজ ওয়েল.....
৩| ২১ শে মে, ২০১৩ রাত ১০:০৯
প্রিন্স হেক্টর বলেছেন: আমি সবসময় জিন্স পড়ি। অন্য কোন টাইপের প্যান্ট তেমন পড়া হয় না।
১) আমি ক্লাস সিক্স থেকে জিন্স পড়ি
২) এখন আমি লুঙ্গি পড়ে বসে আছি
৩) সম্ভবত পাচ মাস। পাচ থেকে সাড়ে পাচ মাসের ভেতর হবে সময়টা।
৪) চার বছর। আমার লাকি প্যান্ট হিসেবে মানতাম ঐটাকে।
৫) জিন্স আর অন্য প্যান্টের ভেতর পার্থক্য কি ঠিক বলতে পারবো না। আমার অন্য কিছু তেমন পড়া হয় না।
২১ শে মে, ২০১৩ রাত ১০:১২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩) কয় কি???? মতা খারাপ????
৪| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৩
মুনলাইট বলেছেন: ৩ নং ছবিতে, মানুসের পা কি এত চিকন হতে পারে?
২১ শে মে, ২০১৩ রাত ১০:১৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আছে আছে... মোটার যদি লিমিট না থাকে তবে চিকনের লিমট থাকতে হবে কেন....
৫| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৪
ইউসুফ আলী রিংকূ বলেছেন: কি এর কমু গুরু সেই ১৯৯৯ সাল থেকে শুরু এখনো পরে আছি
রাতেও পরে ঘুমায় তয় ছেড়া ফাটা না ভালা জিন্স
২১ শে মে, ২০১৩ রাত ১০:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩ নং এর উত্তর দেন.......
৬| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৫
উপদেশ গুরু বলেছেন:
১) কারা কারা জিন্স প্যান্ট পরেন...? কতদিন ধরে পরেন?
আমি পরি। জন্মের পর হাফপ্যান্ট দিয়ে শুরু আর একন ফুলপ্যান্ট
২) এখন কার কার পড়নে জিন্স প্যান্ট আছে...?
এখন পরনে লুঙ্গি।
৩) আপনি এক নাগারে কতদিন না ধোয়ে জিন্স পরিধান করিয়াছেন...
আমি মোটামুটি ১মাস তো হবেই।
৪) আপনি একটি জিন্স প্যান্ট সর্বোচ্য কত বছর পরেছেন....?
৩বছর পরেছিলাম। বাকি গুলা এত ব্যব হার করছি যে পায়ের নিচের অংশ ছিড়ে যেত আর পরতে পারতাম না।
৫) অন্য প্যান্ট থেকে জিন্সের পার্থক্য কতটুকু এবং কেন...?
অন্যপ্যান্ট থেকে জিন্সের পার্থক্য হলো ধোয়ার ঝামেলা কম।
২১ শে মে, ২০১৩ রাত ১০:১৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অতি সাধারণ একজন ১) কারা কারা জিন্স প্যান্ট পরেন...? কতদিন ধরে পরেন?
আমি পরি। জন্মের পর হাফপ্যান্ট দিয়ে শুরু আর একন ফুলপ্যান্ট
২) এখন কার কার পড়নে জিন্স প্যান্ট আছে...?
এখন পরনে লুঙ্গি।
৩) আপনি এক নাগারে কতদিন না ধোয়ে জিন্স পরিধান করিয়াছেন...
আমি মোটামুটি ১মাস তো হবেই।
৪) আপনি একটি জিন্স প্যান্ট সর্বোচ্য কত বছর পরেছেন....?
৩বছর পরেছিলাম। বাকি গুলা এত ব্যব হার করছি যে পায়ের নিচের অংশ ছিড়ে যেত আর পরতে পারতাম না।
৫) অন্য প্যান্ট থেকে জিন্সের পার্থক্য কতটুকু এবং কেন...?
অন্যপ্যান্ট থেকে জিন্সের পার্থক্য হলো ধোয়ার ঝামেলা কম।
2 minutes ago · Unlike · 1
৭| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৯
হাসান মাহবুব বলেছেন: ১) আমি সবসময় জিন্স পরি। ক্লাশ নাইন থেকে নিয়মিত পরা শুরু।
২) এখন তো ঘরে। ঘরে লুঙ্গি পৈরা থাকি।
৩) ৬ মাস তো হবেই!
৪) ৩ বছর।
৫)জিন্স অন্য সবার থেকে বেস্ট। আরামদায়ক। সব ঋতুতে পরা যায়। কষ্টসহিষ্ণু এবং টেকসই কাপড়। আই লাভ জিনস!
২১ শে মে, ২০১৩ রাত ১০:২১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩) ৬..... কি কয়??
আমাগো প্রিন্স ফেইল.....
৮| ২১ শে মে, ২০১৩ রাত ১০:১৯
প্রিন্স হেক্টর বলেছেন: ঐ পাচ মাস ঢাকায় ট্রেইনিংএ ছিলাম, ধুইতে আলসেমী লাগতো
২১ শে মে, ২০১৩ রাত ১০:২২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: তুমি ফেইল বাবা,,, উপরে ৭ নং কমেন্ট দেখো.....৬ মাস...
৯| ২১ শে মে, ২০১৩ রাত ১০:২২
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নিজের কাপড় নিজে ধুইতে হয় (ওয়াশিং মেশিন ছাড়া) তাদের কাছে জিন্স একটা অত্যাচার ছাড়া কিছু না।
২১ শে মে, ২০১৩ রাত ১০:২৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: উল্টা বললেন মনে হয়... নিজের কাপড় যাদের ধোতে হয় তাদের জন্যই জিন্স বেস্ট। উপরে দেখেন না ওকেক জন পাঁচ মাস একেক জন ৬ মাস ধোয়া ছারা পরেছে..... না ধোয়ে পরলে আলাদা স্টাইল হয়...
১০| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩০
দি সুফি বলেছেন: ১) পরি তো সেই বাচ্চাকাল থেকেই! তবে স্কুল-কলেজে জিন্স পরে যাওয়া যেত না!
২) এখন জিন্স পরেই আছি! মাত্র বাইরে থেকে খেয়ে আসলাম
৩) সর্বোচ্চ ৩ মাস হবে। এভারেজে দেড় মাস
৪) ৩ বছর ধরে পরছি, এখনও টেকসই! আশা করছি আরো দুই বছর যাবে (যদি মোটা না হয়ে যাই)
৫) প্রধান পার্থক্য হল সহজে ছিড়ে না, আর ময়লা হয় কম একটু ঢোলা জিন্স ব্যবহার করি, তাই গরম-শীত কখনই ঝামেলা হয় না তবে আজকাল ঢোলা জিন্স মার্কেটে পাওয়া কষ্টকর!
২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩) এভারেজ দেড় মাস...?? মাশাল্লাহ। তাইতো বলি পঁচা সাবান ফ্লপ পরলো কেমনে........
১১| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ১) আমি সবসময় জিন্স পরি। ক্লাশ সিক্স থেকে নিয়মিত পড়ি।
২) এখন বাসায়। তাই পরনে লুঙ্গি।
৩) ২ তিন মাস। জিন্স প্যান্ট ময়লা হলেই ভালো।
৪) ৩ বছর।
৫) জিন্স অন্য সবার থেকে বেস্ট। আরামদায়ক। শীতে বেশি সুবিধা। বর্ষায় বিপদ। ভিজলে শুকাইতে কম সময় লাগে। টেকে বেশি।
সো, দিন শেষে জিন্সরে ভালা পাই।
২১ শে মে, ২০১৩ রাত ১০:৪১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জিন্সের আরেকা সুবিধে হলো এটা আলুর মতো। সব কিছুর সাথে যায়। পান্জাবি, টি শার্ট, শার্ট, সেন্ডেল, কেডস, ...........নু প্রুবলেম/।
১২| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৬
গোবর গণেশ বলেছেন: একবার ১৯৯৯ কি ২০০০ এ একটা পরেছিলাম, তাও আবার কাপড় কিনে বানিয়ে।
২১ শে মে, ২০১৩ রাত ১১:১২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এখন কি পরেন.......?
১৩| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৮
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ৩) আমার কপালে বেশি দিন নাই ২ মাস মাত্র
৪ ) জিন্স প্যান্ট যত দিন পরার অযোগ্য না হয় ততদিন পরি
৫ ) আমার কাছে অন্য প্যান্ট থেকে জিন্সের পার্থক্য হলো এটি ময়লা হইলেও সমাজে চলে
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩) আমার মাস দেরেক হবে........
৪) যতদিন মনে হয় যে পরার যোগ্য আছে ততদিন পরি আর কি....
১৪| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৪৯
প্রিন্স হেক্টর বলেছেন: হামা ভাই কয় কি?
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হামা ভাই মনে লয় ১ম....হৈবে।
১৫| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৫০
সাইফুর রহমান(সাইফ) বলেছেন: আমি জিন্সের প্যান্ট আর লুঙ্গি দুটোই পরিনা আর পরতে পছন্দ করিনা। তবে, দুটোর ক্ষেত্রেই না পরার কারণ ভিন্ন ভিন্ন। যেমনঃ জিন্সের প্যান্ট পরতে কিছুটা অস্বস্তিবোধ করি। সেই দিক দিয়ে লুঙ্গি পরতে আরামদায়ক হলেও অনিরাপদ মনে করি।
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: লুঙ্গি পরতে আরামদায়ক হলেও অনিরাপদ মনে করি ...
১৬| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৫১
প্রিন্স হেক্টর বলেছেন: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নিজের কাপড় নিজে ধুইতে হয় (ওয়াশিং মেশিন ছাড়া) তাদের কাছে জিন্স একটা অত্যাচার ছাড়া কিছু না।
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি শহমত প্রকাশ করি নাই....
১৭| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৫৪
প্রিন্স হেক্টর বলেছেন: সাইফুর রহমান(সাইফ) বলেছেন: আমি জিন্সের প্যান্ট আর লুঙ্গি দুটোই পরিনা আর পরতে পছন্দ করিনা। তবে, দুটোর ক্ষেত্রেই না পরার কারণ ভিন্ন ভিন্ন। যেমনঃ জিন্সের প্যান্ট পরতে কিছুটা অস্বস্তিবোধ করি। সেই দিক দিয়ে লুঙ্গি পরতে আরামদায়ক হলেও অনিরাপদ মনে করি।
লুঙ্গি নিয়ে প্রায় সবারই কিছু সুখ(?)স্মৃতি আছে
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: লুঙ্গি কখনো কম্বল কখনো বা নৌকার বাদম.......
১৮| ২১ শে মে, ২০১৩ রাত ১০:৫৯
"চিরকুট" বলেছেন: জীবনে একটাই পড়ছিলাম জিন্স। আর পড়া হয়ে উঠেনি। সবার ব্যাপক আকর্ষন দেখে আমারও জিন্স পড়তে মুঞ্চায়
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জিন্সে সাশ্রয়.....
১৯| ২১ শে মে, ২০১৩ রাত ১১:০০
শিপন মোল্লা বলেছেন: সেই ছেলেবেলা থেকে আজ এখনো জিন্স পরে আসছি।
৩, ৬/৭ মাস তো হবেই না ধুয়ে জিন্স পরেছি।
৪, হা আমার একটা গুচি ব্যান্ডের জিন্স ছিল জাকে আমি ৩ বছর প্রজন্ত পরেছিলাম যদি পাচার নিচ দিয়ে ছিরে না যেতো তাহলে হয়তো এখন সেটা আমি পরতাম।
৫, জিন্সের অনেক সুবিদা তা না বলে আপনার কথাই বলে দেই জিন্সের আরেকা সুবিধে হলো এটা আলুর মতো। সব কিছুর সাথে যায়। পান্জাবি, টি শার্ট, শার্ট, সেন্ডেল, কেডস, ...........নু প্রুবলেম/।
২১ শে মে, ২০১৩ রাত ১১:১৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩) সাত/৭ মাসসসসসসসসসসসসসস ????????/ খাইছে খাইছে আমারে.... হামা ভাই শেষ.........
২০| ২১ শে মে, ২০১৩ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: স্কুল-কলেজ-ইউনি লাইফ মিলিয়ে বছর দশেক পরেছি । তখন জিন্স ছাড়া কিছুই পরতাম না ।
জিন্সের আরো একটা হিডেন ফিচার ফাঁস করি । আমার কয়েকজন বন্ধু ছিলো যারা জিন্সের সাথে এমনকি আন্ডারওয়্যারও পড়তো না ।
বাট কখনো কোন রকম এক্সিডেন্টের খবর পাইনি
২২ শে মে, ২০১৩ ভোর ৪:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জিন্সের চেয়ে শক্তিশালি সেফ্টি আর কি আছে......:প
২১| ২১ শে মে, ২০১৩ রাত ১১:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: +
জন্ম থেকে পড়ছি !
২২ শে মে, ২০১৩ ভোর ৪:২৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভালু...আফসুস জিন্সের কাফন হয় না........
২২| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৩
তারছেড়া লিমন বলেছেন: কবে থেকে পড়া শুরু করিচি কতি পারবোনা............
২৩| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: জিন্স না পরলে নিজেকে মেয়ে মেয়ে লাগে
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৩৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মেয়েরা যে পরে তাহলে তদের কি ছেলে ছেলে লাগে......
২৪| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৩
নিঃশব্দ শিশির! বলেছেন: সেই যে কবে শুরু করেছিলাম,তারপর চলছেই।। যখন সাংবাদিক ছিলাম তখন সব সময় জিনস পরতাম...আর দুঃখের সহিত জানাচ্ছি,,এখন বাংকার হয়ে ব্যাকুপ হয়ে নরমাল প্যান্ট পড়তে হয়। তবে শুক্র শনিবার এখনও আমার সঙ্গি জিনস্্্্্্ জীবনের শেষ দিন পর্যন্ত পড়ার ইচ্ছে আছে.......!!!
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৪১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সাংবাদিকতা ছেড়ে ব্যন্কে চাকরি....
২৫| ২১ শে মে, ২০১৩ রাত ১১:৪৫
ইকরাম বাপ্পী বলেছেন: জিন্স পরি খুব ছোট কাল থেকে । সময়টা মনে নাই। বাসায় লুঙ্গি পরে থাকি মাঝে মাঝে সুতির প্যান্ট পরা হয় বাসায়। আ একবার পরার পরেই প্যান্ট না ধুয়ে পরলে অসস্তি লাগে। নিজের কাপড় নিজেই ধুতে হয় তাই মাঝে মাঝে দুই থেকে তিন দিন টানা পরা হয়। একবার বোনের জন্য আচার নিয়ে যাবার সময় জিন্সের সেইরকম জায়গায় তেল লেগে যায়। আমার সেই প্যান্ট আর পরা হয় নাই। আচ্ছা বাজেট কমের মধ্যে মোটামুটি মানের ভালো জিন্স ঢাকায় কোথায় পাওয়া যাবে? আমার তালি দেওয়া ছিড়া ফাটা ভালো লাগে না। সাধারনটাই ভালা পাই। এখন বাজারে গেলে বলে থাইল্যান্ড কাপড় আর চায়না কাপড়ের জিন্স । এই দিক থেকে প্রথমটাই ভালা পাই, ভেতরের দিকটা আরামদায়ক। আর পরেরটা ভেতরে বাইরে চকচকে। ওটা পরে ভালো লাগে নাহ।
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৪৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: চাইনিজ মোটেও ভাল না, আপনি থাইর পাশাপাশি তুর্কির জিন্স ট্রাই করতে পারেন। ঢাকায় কোথায় ভাল জিন্স পাওয়া যাবে আমার জানা নাই........
২৬| ২২ শে মে, ২০১৩ রাত ১২:০০
লিংকন১১৫ বলেছেন: প্রায় ১০ ১২ বছর ধরে পরি .......। এর আগে গেবারেটি ও জিন্স পরেছি
না এই মাত্র জিন্স খুলিয়া উদাম লুঙ্গি খানা পরিয়া আরামছে সামু পরিতেছি
সঠিক জানা নাই তয় আমার যখন মনে হয় ধোয়া দরকার তখন ধুই , হবে হয়তো ১ সপ্তা
৫ বছর ! রেক্স থেকে কিনিয়া ছিলাম একখান মাল ছিল ......... শালা ছিরা ফারা তো দুরের কথা রং পর্যন্ত নষ্ট হয়নাই ........
আসলে আমার মনে হয় নরমাল পেন্ট এ সবাইকে মানায় না ...... তা ছাড়া যে যেটা পরে অভ্যস্ত
২৭| ২২ শে মে, ২০১৩ রাত ২:৩১
অনাহূত বলেছেন: ক্লাশ সেভেন বা এইট থেকে জিন্স পরি। আমি জিন্স পরতামই ধুইতে হয়না বলে। এসএসসির পর একটা জিন্স কিনে বছর খানেক পার দিছিলাম মনেহয় - না ধুইয়া। ওই জিন্সটা এখনো আছে। এসএসসির সময় ওটা বড় লাগত। কিন্তু এত পছন্দের ছিলো, তাই নিয়মিত পরতাম। এখন টাইট হয়ে গেছে বেশ। তারপরও টেনে টুনে কষ্ট করে পরা যায় তবে পরি না, মাঝে মাঝে তাকিয়ে থেকে স্মৃতিচারণ করি। কত সুখ স্মৃতি মাখা এই জিন্সে।
আই লাভ জিন্স। এই মুহুর্তেও জিন্সের হাফ প্যান্ট পরে আছি।
২৮| ২২ শে মে, ২০১৩ রাত ৩:০০
মাক্স বলেছেন: ১। অনেকদিন ধরে
২। অনেকের
৩। অনেকদিন
৪। অনেক বছর
৫। পার্থক্য হৈল জিন্স প্যান্ট অন্য প্যান্ট না আর অন্য প্যান্ট জিন্স না
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৪৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাক্স বলেছেন বক্স বক্স বক্স বক্স........মানে হলো:
অনেকদিন ধরে
অনেকের
অনেকদিন
অনেক বছর
পার্থক্য হৈল জিন্স প্যান্ট অন্য প্যান্ট না আর........
২৯| ২২ শে মে, ২০১৩ রাত ৩:০৫
আমি ব্লগার হইছি! বলেছেন: আমি ১৯৮৮ সাল থেকে জিন্স পরি, তখন আমি ক্লাস থ্রি তে পড়তাম। ঐসময় HARA ব্রান্ডের জিন্স খুব ফেমাস ছিল।
সারা জীবনে অনেক জিন্স পরেছি। এমনও জিন্স আছে যেইটা কোনদিনও ধোয়া হয়নি। সেটা ছিল ম্যাক্স এর একটা কালো জিন্স। কয়েকদিন পরার পর এয়ার গানের গুলি লেগে ফুটো হয়ে গিয়েছিল(১৯৯৭)।
এখন যেই জিন্স গুলো পরি তারমধ্যে সবচেয়ে পুরানোটা ২০০৮ সালে কেনা।আপনি দেখে বুঝতেই পারবেন না যে এইটা এত পুরানো।
ব্যাক পকেটে চক্রাবক্রা ডিজাইন আমার মোটেই ভালো লাগেনা। আমার সব জিন্সেরই ব্যাক পকেট প্লেন অথবা সিম্পল একটা স্টিচ, কোন এমব্রডারী নেই। আর কাটিং তো আমার প্রোপিকেরটা দেখলেই বুঝবেন।
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৫০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আফসুসের বিষয় হলো আপনার প্রপিকে আপনি জিন্স পরা না লুংগি পরা বুঝা যাচ্চে না.......তবে যেটা সত্য সেটা হলো আপনি আমার জন্মের তিন বছর আগে থেকে জিন্স পরেন...
৩০| ২২ শে মে, ২০১৩ রাত ৩:০৮
আমি ব্লগার হইছি! বলেছেন: সরি, ৮৮ এ আমি টুতে পড়তাম, তখন থেকেই জিন্স।
৩১| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরেকটা প্রশ্নঃ কার জিন্সের প্যান্ট কয়টা?
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনি কুতায়...? আপ্নারে খুজতাছিলাম। লাইনে থাকলে আওয়াজ দিয়েন......
৩২| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: জিন্স জিন্স জিন্স! জিন্স ছাড়া শেষ কবে অন্য প্যান্ট পইড়া বাইর হইসি সেইটা মনে করতে পারতেছিনা। জিন্স আর টিশার্ট/ফতুয়া ফ্যাশনে আমার দৌড় এই পর্যন্তই। মাঝে মাঝে ভাবেই জন্য অন্য কিছু বা পাঞ্জাবী পড়ি, তাও খুবই কম।
এখন ঘরে সুতি কাপড়ের একটা ট্রাউজার পইড়া আছি।
না ধুইয়া কতদিন পড়ছি এইটা কোন সঠিক পরিসংখ্যান নাই।
আইজ যেটা পইড়া বাইর হইছিলাম হিসাব কইরা দেখলাম মোটামুটি ৪ বছরের বেশী হইয়া গেছে।
অন্য প্যান্টের সাথে জিন্সের পার্থক্য পুরাটাই। জিন্সের সাথে কারো তুলনা চলেনা।
২২ শে মে, ২০১৩ ভোর ৪:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: না ধুইয়া কতদিন পড়ছি এইটা কোন সঠিক পরিসংখ্যান নাই...!!!!
একটু বারাইয়া সারাইয়া কন,,, দেখেন সাতের উপরে নিতে পারেন কি না। সাত মাস.........
৩৩| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আছি, বলেন। কেমন আছেন?
২২ শে মে, ২০১৩ ভোর ৫:০০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি বালা আছি...আপনি বালা নি...?
কথার মইধ্যে কথা হৈলো... আপনাগো আমেরিকার এক গেরামে টুইন আইসা সব টসনস কইরা দিছে। ঐটা নিয়া বেশ চিন্তায় আছিলাম। অত্র এলাকার আশে পাশে কোন বাঙালি অনলাইন এ্যকটিভিস্ট থাকলে তাগোরে দিয়া কোন গুরুপ বানাইয়া অত্র এলকায় ছোট খাট একটা খেদমতের ব্যবস্থা করতে পারলে মনে কিন্চিত সান্তি পাইতাম।
আপনি কিতা বলেন.......??
৩৪| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল। আমেরিকানরাই আমেরিকানদের চিন্তা করে না, আর আপনি হা হা। :#> আমি ওখানের কাউকে চিনি না। আর ওদেরকে গভমেন্টই হেল্প করবে। আপনি হেদমত বাংলাদেশের অথবা আপনি যেখানে থাকেন সেখানের জন্য জমিয়ে রাখেন।
:#> :#>
২২ শে মে, ২০১৩ ভোর ৫:৩১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কন কি? আমেরিকানরাই আমেরিকানদের চিন্তা করে না, মানে কি? পত্র পত্রিকায় ছবি দেখলাম কত্ত খারাপ অবস্থা......
আর খেদমত কি জমিয়ে রাখার জিনিস এটা প্রত্যেকদিন করার জন্য।
আপাতত না হয় আপনি সেফ থাইকেন.......
৩৫| ২২ শে মে, ২০১৩ ভোর ৬:১৩
মরু বালক বলেছেন:
আমার সব গুলাই তুর্কি .....
আসলেই ..ই অনেক মজা পরতে !!!
১৫/২০ দিনের মধ্যেই ধোয়া হয়..
.....।
আমার এক ফ্রেন্ড, নাম জোবায়ের । ও একটা নতুন কেনার পর একদিন ও ধোয় নাই.. .. পরতে পরতে অনেক দিন পর ফেলে দিয়েছে .....!!!
২২ শে মে, ২০১৩ সকাল ৭:৩৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহাহা আপনার বন্ধুর ঘটনা বেশ আনন্দ দিল...
৩৬| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: ১) কারা কারা জিন্স প্যান্ট পরেন...? কতদিন ধরে পরেন?
উত্তর - বড় ভাই এর পুরানো দিয়া শুরু ,মনে হয় ক্লাস এইট থেকে যদিও প্রতিদিন না
২) এখন কার কার পড়নে জিন্স প্যান্ট আছে...? হুর বাসায় কেউ পরে
৩) আপনি এক নাগারে কতদিন না ধোয়ে জিন্স পরিধান করিয়াছেন... এই লাইনে আমি বেক্কল খুব বেশি হলে ২ দিন ।
৪) আপনি একটি জিন্স প্যান্ট সর্বোচ্য কত বছর পরেছেন....? আমার সবচাইতে প্রিয় লিভাইস আমার কাছে আছে লাস্ট ৫ বছর থেকে ।
৫) অন্য প্যান্ট থেকে জিন্সের পার্থক্য কতটুকু এবং কেন...? যেহেতু অন্য প্যান্ট পরি না তাই এক্ষেত্রে প্রযোজ্য নয় হবে উত্তর
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৩) মাত্র দুই দিন... হাও ইট পসিবল। আপনিতো তাহলে জিন্সের উপকারিতাই বুঝেন নাই.........
৩৭| ২২ শে মে, ২০১৩ দুপুর ১:৫৪
এরিস বলেছেন: সাইফুর রহমান(সাইফ) বলেছেন: আমি জিন্সের প্যান্ট আর লুঙ্গি দুটোই পরিনা আর পরতে পছন্দ করিনা। তবে, দুটোর ক্ষেত্রেই না পরার কারণ ভিন্ন ভিন্ন। যেমনঃ জিন্সের প্যান্ট পরতে কিছুটা অস্বস্তিবোধ করি। সেই দিক দিয়ে লুঙ্গি পরতে আরামদায়ক হলেও অনিরাপদ মনে করি। :-* লুঙ্গীর প্রসঙ্গে চেয়ারম্যান ভাইকে দরকার। উনি আবার লুঙ্গী বিশারদ কিনা। লেডিস অর জেন্টস, আই হেইট জিন্স।
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করা হলো............
৩৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: জিয়ন্স প্যান্ট কি খালি মাইয়ারাই পিন্দে ?
২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঐ দিন ছবি হাটে কয়জন মাইয়া দেখছিলাম মনে নাই........
৩৯| ২২ শে মে, ২০১৩ রাত ৮:৫৯
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন:
তিন বছর ধরে পরি না কারণ অফিসে জিন্স পরে যেতে মানা করছে।
লেখক বলেছেন: জিন্সের আরেকা সুবিধে হলো এটা আলুর মতো। সব কিছুর সাথে যায়। পান্জাবি, টি শার্ট, শার্ট, সেন্ডেল, কেডস, ...........নু প্রুবলেম/।
খানিকটা একমত।
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অফিসে মিলাদের দিন জিন্স পরে যেতে পারেন,,, সাথে পান্জাবি
৪০| ২২ শে মে, ২০১৩ রাত ৯:১১
কালোপরী বলেছেন: একটা interesting information পাওয়া গেল অধিকাংশ ব্লগার (male) লুঙ্গি পড়ে ব্লগিং করেন
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৫
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অনেকে হয়ত পরনের লুঙ্গি গায়ে দিয়েও ব্লগিং করে,,,, গভির রাইতে...
৪১| ২৩ শে মে, ২০১৩ ভোর ৬:৫০
নাইট রিডার বলেছেন: ১। জিন্স পরি ১৯৯৭ থেকে।
২। এখন জিন্স পরে আছি - আসলে অফিস টাইম (নিয়ম নাই- কেউ অবশ্য কোনদিন নিয়মটা কখন,কোথায় কেন করা হয়েছে বলে না) আর ঘুমানোর সময় (বউ এর নিষেধাজ্ঞা) ছাড়া বাকী সময় জিন্স পরে থাকি।
৩। আহ সে এক সময় ছিল (ছাত্র জীবন) যখন জিন্সের প্যান্ট না ধুয়ে ৬ মাস ও ব্যবহার করছি আর এখন (বৈবাহিক জীবন) ৭ দিন পরেই দেখি ওইটা ওয়াশিং মেশিনে ঢুইক্যা পড়ে।
৪। ঠিক মনে নাই-তিন বছরের কম না।
৫। অন্য প্যান্টের সাথে জিন্সের তুলনা করা আর জিন্স রে অপমান করা একই কথা, কি নাই এর কাছে- সাশ্রয়ী, আরামদায়ক, রুচিসম্মত, আধুনিক, অত্যাধুনিক , টেকসই।
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৬ মাস........
৪২| ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:৪০
নীল-দর্পণ বলেছেন: ৫/৬ মাস না ধুয়ে প্যান্ট পরে কি করে মানুষ! এরা কি মানউষ আসলে
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৬
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এরা মানুষ না, ব্লগার......
৪৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮
নিশি কথক বলেছেন: ১. আমি, ২০০৭ সাল থেকে।
২. আমার।
৩. ১৫-২০ দিন হবে।
৪. ৩ বছরের মতো।
৫. গুণগত পার্থক্য। মূলত কাপড় এর কারণে। টেকসই ও যে কোন আবহাওয়ার পরিবেশে পরা যায়। ময়লা হলেও দেখা যায়না সহজে। বাহারী ডিজাইন।
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ৫ নং ভাল বলেছো.......
৪৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩৮
উড়োজাহাজ বলেছেন: একটা জিন্স প্যান্ট জরুরী হযে পড়ছে।
১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থাইল্যান্ড থেকে উড়োজাহাজে করে নিয়ে আসেন......
৪৫| ১৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সেই দিন কি আর আছে? ছাত্রজীবনে ব্যাকার জীবনে জীনস ছাড়া ভাবতামনা আর এখন সরকারী পোশাক প্যান্ট নাভির উপর উঠিয়ে ফুলহাতা শার্ট পরি।অদ্ভুত দেখায় তারপরও পরি। তবে ফিল্ড এ জিনসের জুড়ি মেলা ভার।
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০৪
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: অদ্ভুত দেখাবে কেন... পেট একটু বড় থাকলে আইরন করা পেন্টের নিচে পালিশ করা সাদা শার্ট গুজে দিলে ভালই তো দেখা যায়..........
৪৬| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জিন্স ছাড়া আর কিছুই পড়ি নাই......ক্লাশ ৫ থিকা।
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:০১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নো ইস্ট নো ওয়েস্ট জিন্সিজদা বেস্ট.......
৪৭| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: +
জন্ম থেকে পড়ছি !
লেখক বলেছেন: ভালু...আফসুস জিন্সের কাফন হয় না........
আমিও তাই ভাবছি। জিন্সের জুতা, মুজা, মানিব্যাগ, শার্ট, জাঙ্গিয়া সবই আছে দুনিয়াতে তাই জিন্সের কাফন হলে মন্দ হয় না।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৩ রাত ৯:৫৭
কালোপরী বলেছেন: আমি একবার পড়েছিলাম, তাও আম্মুর বকাবকিতে
সেই প্রথম, সেই শেষ