নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

লাইভ মিশরের খবর.......

০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:২০

ফেসবুকে অনেকেই আমার নিকট মুহুর্তে মুহুর্তে মিশরের খবর জানতে চাচ্ছেন তাদের জন্য এই পোষ্ট। বুকমার্ক করে রাখতে পারেন।



শেষ খবর:

- কিছুক্ষনের মাঝে সেনাবাহিনী তাদের সিদ্ধান্ত জানাবে।

চলছে অপেক্ষা।



- মুহাম্মদ মুরসি ভাষন দিচ্ছেন......................তিনি শেষ বিন্দু রক্ত থাকতে মানুষের দেয়া দায়িত্ব থেকে পিছপা হবেন না। কারো রক্ত চক্ষু ভয় পান না।



- কায়য়ো বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত মুরসির সমর্থকদের উপর বন্দুক হামলায় ১৬ জন নিহত আহত ২০০।



- সমস্ত মিশর জুড়েই বিভিন্ন স্থানে চলছে ছোটখাট সংঘর্ষ।

- পুড়িয়ে দেয়া হয়েছে হেলওয়ানের ব্রাদারহুডের অফিস।



- শেষ হলো বিরোধিদের দেয়া আল্টিমাটাম।

- বানহা শহড়ে মুরসির সমর্থকদের উপর গুলিচালাচ্ছে বিরোধিরা।



- এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী কামাল আমর।



- আজ বাংলাদেশ সময় রাত ৯টা পর্যন্ত আন্দোলনকারিদের আল্টিমেটাম।



- ফজরের পর থেকে রবা আদাবিয়া মদিনাতুন নসর এ কয়েক লাখ মুরসির সাপোর্টারদের সমাগম।



- বারেক ওবামার ফোনকল নিয়ে সোসাল মিডিয়ায় চলছে সাইবার যুদ্ধ।



- মুরসি মনে হচ্ছে টিকে থাকতে পারবে না। রাত তিনটায় ও তাহরির ময়দান সহ দেশের সকল জেলা শহড়ে লক্ষলক্ষ মানুষ শ্লোগানে মুখরিত করে রেখেছে। অনেক মন্ত্রি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক জেলা শহড়ে পুলিশ ও আন্দোলনে যোগদিচ্ছে।



- মুরসির সাপোর্টাররাও হালছাড়ছে না। তাদের অনেকে গায়ে কাফন নিয়ে মাঠে নেমেছে।



- আন্দোলনকারীদের দেয়া আল্টিমেটাম শেষ হচ্ছে ১৭ ঘন্টা পরে।



- সেনাবাহিনীর ৪৮ ঘন্টা আল্টিমেটামের পরও কোন রাজনৈতিক দলের পজেটিভ সিদ্ধান্ত দেখা যাচ্ছে না।



- ব্রাদারহুডের পক্ষের লোকেরা নতুন করে কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে।

-

তাহরির ময়দানের আন্দোলনকারিরাও মুরসি না সরে দাড়ালে যাবে না মনে হচ্ছে।



জাতিসংঘ আজ মিশরের পরিস্থিতি নিয়ে বৈঠক করে,,, সেখানে মিশরীয়দের শান্তিপুর্নভাবে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান করার আহ্বান করা হয়।



- গতকাল থেকে এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় ৮০০ জন।

- মুহাম্মদ মুরসির রাজনৈতিক দল ব্রাদারহুডের হেড অফিস পুড়িয়ে দেয়া হয়েছে গতকাল রাতেই।

- আজ মুরসির সংবাদ সম্মেলন ছিল সেটা বাতিল করা হয়েছে।



- যারা সেনাবাহিনীর বক্তব্য পড়তে চান তাদের জন্য Click This Link



- গিজায় মুর্সির সাপোর্টারদের একটি র‌্যালি দেখেন





- বর্তমান আন্দোলনের কারন জানতে পারেন এখান থেকে Click This Link











- আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে Click This Link

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:২১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টের ঘরে লিখতে পারেন....

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩৪

খেয়া ঘাট বলেছেন: আপনারা নিরাপদে আছেনতো?

০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমরা ভাল আছি ভাই... :)

ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: আল্লাহই জানে কোন বসন্ত আরবে এসেছে........আর কার ইন্ধনেই তখন বসন্ত এসেছিলো.....আর কার ইন্ধনেই বা বসন্ত দুর করার চেষ্টা চলছে......। সোজা দৃষ্টিতে প্রথমটা ছিলো গনজোয়ারের ফসল আর এখন চলছে পশ্চিমা আর সামরিক বাহিনীর ইন্ধনে।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৪৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: উল্টাটাও হতে পারে।

৪| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৪:০৫

নষ্ট ছেলে বলেছেন: কিছুদিন আগে শুরু হয়েছিল তুরস্কে এখন আবার মিশরে! এর শেষ কোথায় আল্লাহ জানে।
মধ্যপ্রাচ্যের মানুষ কবে যে পশ্চিমাদের কথায় উঠবস বন্ধ করবে :(

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিজের খুটিতে যতদিন জোর না হবে ততদিন অন্যের খুটিতেই মানুষ ভরসা করবে,,, এটাই স্বাভাবিক।

৫| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৫৩

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: ভাই সহব্লগার এবং বাংলাদেশি হিসেবে আমার একমাত্র চাওয়া আপনি এবং সকল বাংলাদেশিরা যেন ভাল থাকেন এই সময়ে।

আসলে ক্ষমতা জিনিসটা খুব খারাপ। অনেক পাপ কাজ করতে হয় মনে হয় ক্ষমতায় যেতে বা ক্ষমতা টিকিয়ে রাখতে। আল্লাহ র কাছে শুকরিয়া একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে পৃথিবীতে পাঠানোয়।

মিশরের জনতা সম্ভবত কাউকেই তাদের আন্দোলনের ফসল একপাক্ষিক ভাবে ঘরে নিতে দেবে না। মিশরীয়রা হয়ত একসময় মনে করবে হোসনী মোবারক এর মিশর তুলনামূলক ভাবে একেবারে খারাপ ছিল না।

নিজেদের দেশের ভাল সেই দেশের জনগণ না বুঝলে আসলে বাইরের দেশের মানুষেরা এক্সপ্লয়েট করার সুযোগ পায়। আমাদের দেশটাকে নিয়েও বেশ ভয় লাগে। কেন জানি মনে হয়, আর ৪-৫ মাস পরেই আমাদের দেশটাও আনস্ট্যাবল হয়ে পড়বে। আমরা নিজেরাই নিজেদের আরো অনেক বড় বিপদের দিকে ঠেলে দিচ্ছি।

ভাল থাকবেন, এই দোয়া করি। আর অবশ্যই পোস্ট এর আপডেট দিবেন আশা করি। প্রিয়তে নিয়ে রাখলাম।

০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমরা এখন পর্যন্ত ভাল আছি। আপনারাও ভাল থাকুন।

৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৬

েশখসাদী বলেছেন: মুরসির প্রতি জনগনের এই ক্ষোভের কারণ কি বলতে পারবেন ? মুরসিকে তো একজন সৎ ও দক্ষ লোক হিসেবে জানি ।

এত তাড়াতাড়ি তার বিরুদ্ধে এত বড় ক্ষোভ দানা বেধে উঠার কি কারণ ? মিশরকে নিয়ে যে আশা দেখেছিলাম - তা মনে হয় ভূলুন্ঠিত হবে ? দুঃখ লাগে গাজা বাসীদের জন্য - মনে করেছিলাম - মুরসির আগমণে তাদের কিছুটা উপকার হবে আর ইসলামের শক্তি বৃদ্ধি পাবে ।

ধন্যবাদ - আপনাকে মনে মনে খুজছিলাম - সত্যিকার অবস্হাটা জানার জন্য ।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মুরসি একজন ভাল মানুষ। সৎ মানুষ। দেশের প্রতি ভালবাসা আছে তার। মানুষ ব্যাক্তি হিসেবে মুরসিকে ভালবাসে।

কিন্তু মানুষ মনে করছে সে নিজে কোন সিদ্ধান্ত নিচ্ছে না দলের পরামর্শ্ব ছাড়া। আর সেখানেই যত প্রশ্ন। আন্দোলনকারিদের দাবি মুরসি সব কিছুতেই দলিয় করন করছে, আর এভাবে চলতে থাকলে ৩/৪ বছর পরে ব্রাদারহুডকে আর সরানো যাবে না। একের পর এক তারাই ক্ষমতায় আসবে। যেই গনতন্ত্রের জন্য আরব বসন্ত সেই গনতন্ত্র মিশর পাবে না।

তাই আগে থেকেই সেই পথ খোলা রাখতে চায়।

আমার আগের পোষ্ট দেখতে পারেন Click This Link

৭| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৪

হেডস্যার বলেছেন:
কোন প্রশ্ন নাই সর্বশেষ অবস্থাটা জানার ইচ্ছা ছিল জানলাম। :)
সাবধানে থাকবেন, আপডেট জানাবেন।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:০৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠিকাছে মাস্টার মসাই...মাঝে মইধ্যে এই গড়িবালয়ে আইসেন..:)

৮| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৩

এক্সপেরিয়া বলেছেন: মিশরের জনগণ একবারে বেশি পেতে চায়... আরে ব্যাটা একটু সময় দে... সামরিক হস্তক্ষেপ হলেও যেই লাউ সেই কদুই থাকব...

০২ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আজ বিকেল পাঁচটা, বাংলাদেশ সময় রাত নয়টা আন্দোলনকারিদের আল্টিমেটাম।

ততক্ষন অপেক্ষায় থাকা হোক......

৯| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

~মাইনাচ~ বলেছেন: আপনি বাসার বাইরেই যাইয়েননা ভাই

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: প্রথমদিন তাহরির গিয়েছিলাম....... আর বের হইনি......

১০| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬

আমিনুর রহমান বলেছেন:


সাবধানে থাকবেন ... আর এসে বলে যাবেন আপনি ভালো আছেন ...

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এখন পর্যন্ত ভাল আছি....... ধন্যবাদ।

১১| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

ময়নামতি বলেছেন: বলেছেন: কায়রো সাহেব অতি পুরনো পৌঢ় খাওয়া দলের একজন প্রধান মিশরের রাষ্ট্র ক্ষমতায় তারাও যে অত সহজে ছেড়ে দেবে তাও বলা মুসকিল।

আমার মনে হয় মধ্যপ্রাচ্যে এই হাওয়া লাগে কিনা সে জন্য এরাই মনে হয় কল কাঠি নাড়ছে, তাছাড়া সিরিয়া ইস্যু এখানে কাজ করছে।

যদি গনতান্ত্রীক ভাবে এসেও থাকা না যায় তা হলে এসব করে লাভ কি?

ধন্যবাদ আপনার বিশ্লেষণ বরাবরের মত ভাল লাগলো , আরো খবর দিবেন আশা করি।+++

০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এবার যদি তারা নামতে বাধ্য ও হয় তবু তারা হাল ছাড়বে না।

১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪২

একজন ঘূণপোকা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আপনারা নিরাপদে আছেনতো?

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমরা নিরাপদ আছি। ছাত্রদের পক্ষথেকে সকলকে সাবধানে থাকার পরামর্শ্ব দেয়া হয়েছে। আমাদের পরিচিত সকল বাংলাদেশি ওয়ার্কারদের আমরা ঘর থেকে বের হতে নিষেধ করে দিয়েছি।

দোয়া করবেন যেন সব দ্রুত ঠিক হয়ে যায়।

১৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:১২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো থাকবেন খুব ভাইয়া । এতদিন লগ ইন করতে পারি নাই তাই পড়তেও পারি নাই । সরি ব্র। নিজের দিকে খেয়াল রাখবেন ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ আপুনি........ আমরা ভালআছি,,, আপনাদের দোয়া থাকলে ভাল থাকব ইনশাল্লাহ।

আপনারাও ভাল থাকবেন :)

১৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সাবধানে থাকুন।

শুভ কামনা রইলো।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সাবধানে থাকবো... দোয়া করবেন।

ধন্যবাদ।

১৫| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

আস্তআবাল বলেছেন: মিশরয়ীরা ৫০%-৫০% ভাগ হয়ে মারামারি করতেছে .... করুক .. আর মরুক ... এটাই বেকুবদের নিয়তি ....

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠিক বলেছেন,,, আমারও মনে হচ্ছে ৫০-৫০ সমর্থক।

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আপডেট জানিয়েন যদি সম্ভব হয়।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপডেট জানানোর জন্যই এই পোষ্ট, সাথে থাকলে জানতে পারবেন আশাকরি।

১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আশা করি মিসরে বাংগালীরা ভালো আছে! আর আপনি সুস্থ থাকুন আর আমাদের নিয়মিত আপডেট দিতে থাকুন, এই কামনা রইল।

১৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৩

নাম জেনে কি হবে? বলেছেন: ভালোই প্ল্যান বানিয়েছে মোসাদ এবং প্ল্যানের এক্সিকিউশনও করেছে নিখুঁতভাবে।

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:০৬

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: মুরসি সরকারের পতন তো হয়ে গেল ! আপনার অনুভুতি কি !

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমার অনুভুতি দিয়া কি অইবো...? কারো কুনো লাব অইবো..? কারো লাব অইলে কমু না অইলে না। :)

২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:০৭

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হা হা হা। এখন অনেকেই এ ব্যাপারে অনেক কিছু লিখবে বা লিখছে। আমি আপনার পোস্ট ছাড়া কেন জানি বাকিদেরটা দেখার আগ্রহ পাচ্ছি না এ ব্যাপারে। মৌলবাদ এর পতনে আমি খুশি। কিন্তু মুরসি মনে হয় ভাল মানুষ ছিলেন। মিশরীয়রা একটু বেশি অস্থির হয়ে উঠছে বলে ও মনে হচ্ছে। কি জানি !

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সত্যি বলতে কি... কোন ধর্মিয় নয়, নয় কিংবা রাজনৈতিক কারন অনলি ফর ব্যাক্তি মুরসির জন্যে অনেক খারাপ লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.