নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণের সাস্তি কি হওয়া উচিত? (মতামত জানান)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫

বহুল আলোচিত দিল্লির মেডিকেল ছাত্রীর গণধর্ষণের রায়ের জন্য অপেক্ষা করছে সমগ্র ভারত সহ সারাবিশ্ব।

হাইকোর্ট গত পরশু বলে দিয়েছে অভিযুক্ত চারজনের অপরাধ প্রমাণ হয়েছে। রায় হবে শুক্রবার। সেই রায়ের অপেক্ষায় আছে ভারতবাসি বিশেস করে তরুন সমাজ। দিনের পর দিন ধর্ষণের পরিমান বেরে যাওয়ায় তারা ধর্ষকদের সর্বোচ্য সাস্তি দাবি করছে।

এই দাবি মেনে না নিলে সরকারকে কঠিন বিপদে পরতে হবে। কিন্তু প্রচলিত আইনে ধর্ষকদের সর্বোচ্য সাস্তির বিধান নেই। আবার প্রচলিত আইন মেনে ধর্ষণে নিয়ন্ত্রন ও করা যাচ্ছে না। ফলে দেশটি পরেছে মহা সংকটে।



বাংলাদেশে ভারতের চেয়ে কিছুটা কম হলেও সমস্যা দিন দিন প্রকোট হচ্ছে। এখানে শিক্ষক ধর্ষণ করছে ছাত্রিদের। কলেজ বয় ধর্ষনের রেকর্ড করে গর্ব করছে। ধর্ষিতা হয়ে প্রায়ই আত্নহত্যা করছে অবলা নারীরা। এমতবস্থায় বাংলাদেশেও এই ধর্ষণ রোধে যথাযোগ্য ব্যবস্থা নেয়া দরকার।



নয়াদিল্লি অলরেডি বিশ্বে নারীদের জাহান্নাম হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে। ঢাকাকে আমরা দ্বিতীয় জাহান্নাম বানাতে চাই না।



তাই আসুন সবাই মিলে ধর্ষন রোধের উপায় ও ধর্ষকদের সাস্তি কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

হুপফূলফরইভার বলেছেন: খোজাকরন।
কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র শাস্তি খোজাকরন। জাস্ট ডু দেট লাইভ বডকাস্টিং নেশনাল মিডিয়া। তার পর ফলাফলটা দেখেন :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: খোজাকরন লাইভ দেখবার চান....?? খাইছে আমারে পরিমলরে খবর দে........... =p~

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

৪০৪ পাওয়া যায়নি বলেছেন: আসামীকে কোনরকম আইনী সহায়তা না দিয়ে সোজা লটকানো। সন্দেহাতীত ধর্ষকের পক্ষে মানবাধিকারের বুলি যে কপচাতে আসবে তাকেই খোঁয়াড়ে চালান দেয়া হবে। দ্রুততম সময়ে বিচার হবে, ধর্ষণের ক্ষেত্রে অপরাধী কিশোর কি না তা কঠোরভাবে উপেক্ষা করা হবে। এইভাবে না হলে কাজের কাজ হবে না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দ্রুততম সময়ে বিচার হতে হবে.........রাইট।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

তোমোদাচি বলেছেন: হুপফূলফরইভার বলেছেন: খোজাকরন।
কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র শাস্তি খোজাকরন। :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: খোজাকরনে কি সত্যিকারের সাস্তি হবে.......???

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একমাত্র মৃত্যুদন্ড !!! জীবনের মত বাকীগুলা সোজা হয়ে যাবে !!

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

মশিকুর বলেছেন:
খুব জানতে মন চায়, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হলে কার ক্ষতি??? এইটাতো কোন এক্সিডেন্টও না, বিশেষ করে যারা ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ধর্ষণ বা গনধর্ষণ করে?????

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠিক বলেছেন, এইটা কোন এক্সিডেন্ট না বরং ঠান্ডা মাথায় এক বন্য হিংস্রতা।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

মুদ্‌দাকির বলেছেন: আমার কিছু প্রস্তাব ছিল !!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: থ্যান্কস।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

ড. জেকিল বলেছেন: সর্বোচ্চ নিষ্ঠুর উপায়ে হত্যা। এদের জন্য আবার মানুষের সহানুভূতি কাজ করে কি করে ? !! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.