নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

একই সাথে ভারতের দুই টিম ঘোষণা। বাংলাদেশের জন্য বি-টিম, ইংল্যান্ড সফরের জন্য মূল টিম।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

ভারত বাংলাদেশর ক্রিকেট সম্পর্ক উন্নত হচ্ছে। অনেকদিন পর তারা বাংলাদেশ সফরে টিম পাঠাচ্ছে। শুধু তাই নয় বাংলাদেশ যেন ভারতের সাথে ভল রেজাল্ট করতে পারে সেদিকেও লক্ষ রেখেছে ভারতমাতা। এজন্যই তারা বাংলাদেশ সফরে তাদের বি টিম পাঠাচ্ছে।

বাংলাদেশ সফরে যারা থাকছে না: ১) ধনি ২) কোহলি ৩) গম্ভির ৪) রহিত শার্মা ৫) ধাওয়ান। ৬) সামি ৭) ইশান্ত শার্মা।





Team for Bangladesh:



Raina (C ),

Uthappa,

Rahane,

Pujara,

Rayudu,

Manoj,

Jadhav,

Saha,

Rasool,

Akshar,

Vinay,

Umesh,

Binny,

Mohit,

Mishra









Squad for Eng tour -

-

MS Dhoni (capt),

M Vijay,

Shikhar Dhawan,

Gautam Gambhir,

Cheteshwar Pujara,

Virat Kohli,

Ajinkya Rahane,

Rohit Sharma,

Ravindra Jadeja,

R Ashwin,

Bhuvneshwar Kumar,

Mohammed Shami,

Ishwar Pandey,

Ishant Sharma,

Stuart Binny,

Varun Aaron,

Wriddhiman Saha,

Pankaj Singh

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ যেন ভারতের সাথে ভল রেজাল্ট করতে পারে সেদিকেও লক্ষ রেখেছে ভারত ---;) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসতে হাসতে শেষ!!!

আপনের কি আসরেই মনে হয় তাই?

নাকি বাংলাদেশকে আন্ডার ডগ এস্টিমেট করে বলেই বি টিম পাঠাচ্ছে! যে তোমরা এরচে বেশী যোগ্য নও!!

আর আমাদের নম নম ..পা-চাটা কর্তৃপক্ষ তাতেই কেতার্থ হয়ে বগল বাজাবে!!!

আত্ম সম্মান বোধ মিনিমামটুকু থাকলে বাংলাদেশর বি টিম দিয়েই তাদের মোকাবেলা করানো উচিত!

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভারত মাতা কি, জেয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়

২| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

ভোরের সূর্য বলেছেন: এ বিষয়ে আমার মতামত টা একটু অন্যরকম। আমি ভারতের কোন সমালোচনা করবোনা কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কোন সমালোচনা করবোনা। ভারতের অধিকার আছে তাদের যে কোন খেলোয়াড় কে বাংলাদেশে পাঠাতে পারে। তাদের জাতীয় দলে যে কাউকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশে পাঠাতে পারে।

আমার প্রশ্ন হল ভারত কেন আমাদের সাথে এরকম করছে? সবচেয়ে বড় কারন হল তারা আমাদের কে আন্ডার ডগ মনে করে এবং আমাদের শক্তি কে বিবেচনায় আনে না তাই আমাদের কে গুরুত্ব দেয়না কারণ আমাদের দেশের খেলোয়াড়দের কমিটমেন্ট নাই এবং ধারাবাহিকতার অভাব। আর এখানেই আমাদের দেশের জাতীয় দলের দায়িত্ব অনেক।তাদের কে তাদের সামর্থ প্রমান করতে হবে, ভাল পারফরমেন্সের ধারাবাহিকতা রক্ষা করতে হবে তবেই না ভারত আমাদের কে গুরুত্ব দিবে।

আজকে যদি ভারত শ্রীলংকা সফর করে তাহলে কি তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বাদ দিয়ে বি টীম পাঠাবে? কক্ষোনো না। অথচ শ্রীলংকা আয়তনে আমাদের দেশের চেয়ে ছোট আর অর্থনৈতিকভাবে আমাদের চেয়ে খুব বেশী এগিয়ে নেই কিন্তু তার পরেও ভারত শ্রীলংকা কে গুরুত্ব দিবে কারন শ্রীলংকা ক্রিকেট দুনিয়ায় প্রথম সারির একটি শক্তিশালী দেশ।

ভারতের জবাব আমাদের কে আমাদের পারফরমেন্স দিয়েই দিতে হবে যে তোমাদের কে আমাদের দেশে আসতে গেলে আসল জাতীয় দল নিয়েই আসতে হবে।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: স হ ম ত দিলাম ভাই।

তারা তাদের দেশের এবং খেলুয়ারদের স্বার্থ দেখবেই। আমরা যদি হংকং এর মত দেশের সাথে খেলি তখন আমাদের দুই একজন খেলুয়ারকে রেস্টে দিলে আমারা অবশ্যই বিষয়টা মেনেই নিব, তেমনটাই হচ্ছে ভারতের ক্ষেত্রে।

৩| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ভারতকে আমাদের উপযুক্ত জবাব পারফরমেন্স দিয়েই দিতে হবে।
তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের দেশে আসতে গেলে আসল জাতীয় দল নিয়েই আসতে হবে।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠিক বলেছেন, টিট ফর ট্যাট দিতে হবে। এখানে কুটনৈতিক ভাবে চিন্তা করলে হবে না।

৪| ২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

হেডস্যার বলেছেন:
ভোরের সুর্যের সাথে একমত হইতে আসলাম।

২৮ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হেডস্যার যখন একমত হয়েছেন সেখানে আমরা দ্বিমত করার কে।

আসলেই ভোরের সুর্য ভাল বলেছেন।

৫| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৫

অেসন বলেছেন: ভোরের সুর্য ও হাসান কালবৈশাখীর সাথে একমত ।

৬| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.