নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

নেইমারের সংক্ষিপ্ত জীবনী।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:০৮



পুরা নাম: নেইমার দ্যা সিলভা সানতোস জুনিয়র।

জন্ম: ৫ ফেব্রুয়ারী ১৯৯২।

জন্মস্থান: মুগি দাজ ক্রুজেস, ব্রাজিল।

উচ্চতা: ৫ ফিট ৯ ইন্চি।

বর্তমান ক্লাব: বার্সেলোনা, স্পেন।

জার্সি নম্বর: ১১।

পজিশন: ফরোয়ার্ড, উইংগার।

পুর্ববর্তি ক্লাব: পর্তুগিজা সান্তিসা, ১৯৯৯ থেকে ২০০৩। সান্তোস: ২০০৩ থেকে ২০০৯।

গোল সংখ্যা: সান্তোস, ১০৩ ম্যাচে ৫৪ গোল। বার্সেলোনা: ২৬ ম্যাচে ৯ গোল।

জাতীয় দলের হয়ে গোল সংখ্যা: ব্রাজিল অনুর্ধ ১৭- ৩ ম্যাচে ১ গোল। ব্রাজিল অনুর্ধ ২০, ৭ ম্যাচে ৯ গোল। ব্রাজিল অনুর্ধ ২৩, ৭ ম্যাচে ৪ গোল। ব্রাজিল জাতীয় মুল দল, ৫২ ম্যাচে ৩৫ গোল।



সফলতা: ১৯ বৎসর বয়সে দক্ষিন আমেরিকান প্লেয়ার অফ দ্যা ইয়ার ২০১১ জয়ী। ২০১২ সালেও একই এওয়ার্ড জয়ী। ২০১১ সালে ব্যালন ড'র নমিশেন পান এবং ফিফা পুসকাস এওয়ার্ড জয়ী হন।





দক্ষতা: নেইমার তার acceleration গতিবেগ, বল কাটানো, সুন্দর ফিনিশিং এবং উভায় পায়ে সমান তালে খেলতে পারা জন্য সুনাম কুড়িয়েছেন।





পার্সোনাল লাইফ: নেইমায় তার ১৯ বৎসর বয়সেই বাবা হন। তার ছেলের নাম ডেভিড লুকা। ডেভিড লুকার মাতার নাম ছিল 'কারোলিনা দান্তে'। পরবর্তিতে নেইমার এবং কারোলিনার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। নেইমারের বর্তমান গার্লফ্রেন্ডের নাম 'ব্রুনা মার্কুইজিন'।



সম্পদ: ফ্রান্স ফুটবলের এক জরিপে ২০১২ সালে নেইমার বিশ্বের ১৩ তম ধনি ফুটবলার। মেসি ১ এবং রোনাল্ডো ৩।



স্পন্সর: নেইমার বিশ্বের অনেক নামি দামি ব্র‌্যান্ডের স্পন্সর হিসেবে কাজ করছেন। তম্মধ্যে: নাইকি, প্যানসোনিক, ওয়ল্সভগন, টিনেইজ, পে বারুইল, লুপো, ক্লারো, ইউনিলিভার দক্ষিন আমেরিকা এবং স্যান্টান্ডার বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:২৩

মাহবু১৫৪ বলেছেন: না জানা অনেক খবর পেলাম এই পোস্ট থেকে।

ভাল লাগলো

++++

ব্রাজিলিয়ানদের নাম বেশ বড় হয় সাধারণত

২| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:৪২

ঢাকাবাসী বলেছেন: সুন্দর তথ্য জানলুম। ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:০২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: উররে! খাইসে! জীবনী লিখে ফেললেন .... :)
শেয়ার দিলাম ....

৪| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ইনফরমেটিভ পোস্টে ভালোলাগা দিয়ে মার্ক করে গেলাম (৩য় প্লাস) ...

৫| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ডি মুন বলেছেন: অনেক কিছু জানা হলো

ধন্যবাদ

৬| ২৮ শে জুন, ২০১৪ রাত ১১:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তথ্যবহুল ছবি ও লেখায়। ভালো লাগলো :)

৭| ২৮ শে জুন, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:
:D

৮| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:১১

আহসানের ব্লগ বলেছেন: +

৯| ২৯ শে জুন, ২০১৪ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: তথ্যবহুল পোস্ট ভাল লাগলো ।

১০| ২৯ শে জুন, ২০১৪ রাত ৯:৫৩

একজন ঘূণপোকা বলেছেন:
প্রিয় খেলোয়াড় সম্পর্কে অনেক কিছু অজানা ছিলো, জানা হলো ধন্যবাদ।

নেইমারকে আমার ভালো লাগে তাঁর দেশপ্রেমের জন্য, তাকে আমার কাছে দেশপ্রেমিকের এক জলন্ত উদাহরণ মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.