নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/helpShumona
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী সুমনা রহমানকে বাঁচাতে এগিয়ে আসুন। সুমনা Myasthenia Gravis রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি এপোলো হাসপাতালে ড. সন্দীপ কুমার দাশের অধীনে চিকিৎসাধীন।
ডাক্তার জানিয়েছেন, এক মাসের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো প্রয়োজন। এসময়ের মধ্যে চিকিৎসা করানো সম্ভব না হলে সুমনা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হবেন বলে তিনি জানিয়েছেন।
তার চিকিৎসার জন্য এখনো প্রায় ত্রিশ লাখ টাকার প্রয়োজন যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
এখন আপনাদের সাহায্য পারে তাকে নতুন জীবন ফিরিয়ে দিতে।
সাহায্যের জন্য যোগাযোগ করুন সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের ছাত্র উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক ড. এস কে তৌহিদুল ইসলাম মোবাইল: ০১৭১১০৭৫৯৬৮।
ব্যাংক ড্রাফট করতে পারবেন
১) (A/C MSA:37463 islami BankA/C NAME: SHUMONA RAHMAN)
২). (A/C DBBL:NAME :SHUMONA RAHMAN A/C-104.101.161036)
বিকাশ: 01670-901615, 01937-724449
----
বি. দ্রষ্টব্য: ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রউপদেষ্টা, সহযোগী অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলামের সঙ্গে আলোচনা করে তার পরামর্শ্ব নিয়েই এই পোষ্ট দেয়া হলো।
নিম্নে 'সুমনা'র মেডিকেল রিপোর্টের স্ক্যান কপি দেয়া হলো:
-
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বুঝলাম না, ব্লগাররা সাড়া দিচ্ছে না কেন??
সবারইতো এগিয়ে আসা উচিত........
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ২:৩১
আমিনুর রহমান বলেছেন:
শেয়ারে জন্য ধন্যবাদ। যতখানি সম্ভব চেষ্টা করবো ।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।
৩| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
মৃদুল শ্রাবন বলেছেন: আমি নিজেও অবাক হচ্ছি। গতকাল তাড়াহুড়ায় ছোট্ট মন্তব্য করে চলে গেছিলাম। আজ আবার ফিরে এসে দেখি পোষ্ট সুপার ফ্লপ করেছে। খুবই হতাশার ব্যপার। মানবিক এই পোষ্টটি আমরা ব্লগাররা এড়িয়ে যাচ্ছি কিভাবে???
তবে কি এই প্লাটফর্মটি দূর্বল হয়ে গেছে এ ধরনের কাজেত জন্য?
৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: দুর্বল হয়ে গেছেই মনে হচ্ছে।
৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৫
আমি ইহতিব বলেছেন: সুস্থ থাকা যে একটা মানুষের জন্য আল্লাহ্তায়ালার কত বড় রহমত তা এমন কিছু কিছু ঘটনার মাধ্যমে আমরা টের পাই।
যথাসাধ্য চেষ্টা করবো ওকে সাহায্য করার।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ, যতটুকু পারেন সাহায্য করেন প্লিজ।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪২
মৃদুল শ্রাবন বলেছেন: খুবই মানবিক পোস্ট। শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে।