নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি.......

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

মুল পোস্ট: ঢাবি শিক্ষার্থী সুমনাকে বাঁচাতে এগিয়ে আসুন। (জরুরি জরুরি জরুরি)

'সুমনা'কে নিয়ে কোন একটি পোস্ট ষ্টিকি করা দরকার। সুমনা আমাদের সাহায্যের মুখাপেক্ষী।

আমি ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রউপদেষ্টা, সহযোগী অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম যিনি সুমনার দেখভালের দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন, তোমরা ব্লগাররা চাইলে সুমনার জন্য ভাল কিছুকরতে পারবে। আমিও বড় গলায় বলেছিলাম, ব্লগার বন্ধুরা সব সময়েই এইসব বিষয়ে খুব সচেতন ও হেল্পফুল। আমরা একটা কিছু করবোই করবো।



কিন্তু ভাল কিছু করার জন্য প্রয়োজন অনেক বেশী গণসংযোগ এবং গণসংযোগের জন্য প্রয়োজন সামু মডারেটরদের হেল্প।



প্লিজ সুমনার হেল্পের জন্য আপনারা কোন একটি ব্যবস্থা করুন। আমরা আপনাদের সাথে থাকব।



ধন্যবাদ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৬

আমিনুর রহমান বলেছেন:




কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ওমাই গড, গত পোস্টেও আপনারা দুইজন কমেন্ট করেছিলেন, এই পোস্টেও সেই দুইজনই।


তাহলে কি আশা ছেড়ে দিতে হবে??

২| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

মৃদুল শ্রাবন বলেছেন:



কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মুল পোষ্টটি স্টিকি করা হোক।

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সমাজকল্যাণমুলক কাজ কি সামু থেকে আর হবে না?

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯

পার্থ তালুকদার বলেছেন: হবে ভাই, হওয়া উচিত ।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মুল পোষ্টটি স্টিকি করা হোক।

৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পার্থ তালুকদার বলেছেন: হবে ভাই, হওয়া উচিত


ভাই, সেই বিশ্ব্যাস থেকেই স্যারকে বলেছিলাম অন্তত আমরা অর্ধেক খরচা উঠায়ে দিবো। দেখি এখনো আশা ছাড়ি নাই।

৪| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

মৃদুল শ্রাবন বলেছেন: ভাই হতাস হবেন না প্লিজ। সামু একসময় আমাদের অনেক দিয়েছে। এখন হয়তো একটু দুঃসময় যাচ্ছে। তবে আমি আপনি ও সে মিলেই তো আমরা। আশা করছি এখানেও 'আমরা' এক হয়ে সুমনার জন্য কিছু করতে পারবো। আপনার এই পোষ্টে যদি একজনও সুমনার পাশে এগিয়ে আসে তবু কি সেটা অর্জন নয়?

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পোস্ট ষ্টিকি হোক আর না হোক, যারা যারা এই পোস্ট পড়ছেন ও দেখছেন তারা দয়া করে সাধ্য মত উল্লেখিত এ্যকউন্টে সাহায্য পাঠাবেন।

এবং অন্যান্যদের উৎসাহ দেয়ার উদ্দেশ্যে সম্ভব হলে এখানে জানাবেন যে, হ্যা, আমি একাউন্টে এত টাকা পাঠিয়ে দিয়েছি। টাকার সংখ্যা উল্লেখা না করলেও সমস্যা নাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই মৃদুল..........

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮

আমি ইহতিব বলেছেন: ফেবুতে শেয়ার করেছি ভাইয়া, নিজেও যথাসাধ্য চেষ্টা করবো পাশে থাকার।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ।

অন্যান্যদের উৎসাহ দেয়ার উদ্দেশ্যে সম্ভব হলে এখানে জানাবেন যে, হ্যা, আমি একাউন্টে এত টাকা পাঠিয়ে দিয়েছি। টাকার সংখ্যা উল্লেখা না করলেও সমস্যা নাই।

৬| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১২

সাদরিল বলেছেন: ফেবুতে শেয়ার দিয়েছি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যেসকল পেইজ আছে ফেসবুকে সেখানে খবর পৌছানো গেলে আরো ভালো হতো বলে মনে করি।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাই, সব পেইজেই খবরটা ছড়িয়ে দিন। সবাই মিলেই কিছু একটা করা হোক।

৭| ৩০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

এমএম মিন্টু বলেছেন: কৃতপক্ষের দৃষ্টি আকর্ষন করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.