নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

বাংলানিউজ২৪ ডট কম কি ভারতের দালালী করার জন্য নিউজ করে....... বাংলানিউজ টিমের কাছে জবাব চাই।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

ছিহ 'বাংলানিউজ২৪' ছিহ..... আশ্চর্য লাগে বাংলানিউজ২৪ ডট কম মানুষ এখনো পড়ে কেন? আমিই বা পড়ি কেন?
সবাই জানেন কিছুদিন আগে বিখ্যাত হলিউড মুভি এ্যভেন্জারের শুটিং হয়েগেছে আমাদের চট্রগ্রামে। এটা মুভিপ্রেমিদের জন্য কিছুটা উত্তেজনার বিষয় হলেও খুবই সস্বাভাবিক একটি ঘটনা। এতে আমাদের দেশকে পজিটিভলি বা নেগেটিভলি দেখার কোন মানে নাই।

কিন্তু বাংলানিউজ২৪ মাত্র নিউজ করছে সালমান খানের ''বজরঙ্গি ভাইজান’ ছবিতে বাংলাদেশ'' শিরোনামে।
সেখানে তারা লিখেছে ছবির ২ টি স্থানে বাংলাদেশের উপস্থিতি রয়েছে। প্রথমটা হলো ভারত বাংলাদেশের ক্রিকেট খেলার একটি দৃশ্য যেখানে মাশরাফি বলিং করতে ছুটছেন। এতটুকুই।

পরের দৃশ্য হলো; বাংলানিউজের ভাষায়, '''''গল্পে ভুল করে ভারতে চলে আসা পাকিস্তানি শিশু শাহিদাকে তার দেশে ফিরিয়ে দিয়ে আসতে ট্রাভেল এজেন্টের শরণাপন্ন হয় পবন। ট্রাভেল এজেন্সির কার্যালয়ে অন্যান্য দেশের মতো ''বাংলাদেশের নামও লাল অক্ষরে দেখা গেছে''''''।

এই দুই ঘটনা নিয়ে বাংলানিউজ২৪ এর মত একটি লিডিং নিউজ পোর্টাল যখন বড় করে নিউজ করে তখন দুঃখ রাখার জায়গা পাই কোথায়। এখানেই শেষ না।

এই দুই ঘটনাকে তারা উল্লেখ করেছে: '''''এদিকে সালমানের মতো সুপারস্টারের ছবির দুটি দৃশ্যে বাংলাদেশের উপস্থিতি থাকাটা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে''''''।

যেই দেশ ড. ইউনুসের মত জ্ঞানি ব্যাক্তিকে উপেক্ষা করে ভারতীয় ছবিতে নিজ দেশের নাম দেখে গর্বিত হয় সেই দেশের ভবিষ্যত সত্যিই সংকটময়.......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৫

জাহিদ নীল বলেছেন: Ek mot vai

২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৮

আমি শঙ্খচিল বলেছেন: আর কত এই দেশের ভবিষ্যৎ সংকটময় হবে , প্রতিদিনই কিছু খারাপ ঘটনা ঘটে আর আমরা বলি ভবিষ্যৎ সংকটময় ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~

কি আর করা! তাদেরকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে!!

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:১২

আরণ্যক রাখাল বলেছেন: অহেতুক একটা খবর। এধরনের খবর বেকার দেয়। পড়েও মানুষ।
আর কাভা ভাইয়ের সাথে একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.