নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

চিন্তা করছি ব্লগে আবার নিয়মিত হবো... পুরাতন বান্দারা কেউ আছেন কি?

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

পুরাতন পাপীরা দু-একজন থাকলে আওয়াজ দিয়েন, অথবা নতুনদের মদ্ধ্যে নিয়মিত যারা ব্লগে থাকেন তারাও একটু আওয়াজ দিয়েন, প্লিজ। পরিচিত হইতাম আর কি ;) .............

(একটি সাময়ীক পরীক্ষামূলক পোষ্ট।)

মন্তব্য ৬৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

বিজন রয় বলেছেন: স্বাগতম।
শুরু করুন পুণরায়।

আমরা আছি আপনার সাথে।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ, কেমন আছেন?

আমিও আছি আপনাদের সাথে :)

২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

আহলান বলেছেন: নতুন করে স্বাগতম ... !

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আহলান ওয়া সাহলান.....

ধন্যবাদ, কেমন চলছে দিনকাল?

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ওয়েলকাম ব্যাক প্রিয় ব্লগার।

নিয়মিত হোন। আছিতো আমরা ..............। :)

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ;)

আপনাদের সাথে আবার থাকতে পারলে বেশ ভালই লাগবে, এবং অনেক কিছু শিখতে পারবো :)

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আর প্রিয় ব্লগার শুনে আবেগায়ীত হয়ে গেলাম :)

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: মাহমুদুল হাসান কায়রো ,




ভালো লাগলো দেখে । পরীক্ষার কিছু নেই , আপনি এমনিতেই পাশ ..................

বৈশাখী শুভেচ্ছান্তে ।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শুভ নববর্ষ ভাই......

পাশের অানন্দে মিষ্টি খাওয়াইতে ইচ্ছে করতেছে, কিন্তু আপনাদের পাব কই<

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

বিজন রয় বলেছেন: আপনি স্টার ব্লগার তা আমি জানি।
আসুন একসাথে পথ চলি।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ষ্টার কাবাব না কি যেন কইলেন? ঐখানকার খাবার বড় ভালালাগে, ধানমন্ডি ;)

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭

গেম চেঞ্জার বলেছেন: কোমড় বাইন্ধা নাইম্মা পড়েন, বোলগান। আছি থাহমু কইয়া দিলাম। ;)

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কিতা খপর? ভালা আচুইন নি? ;)

৭| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

তারেক ভূঁঞা বলেছেন: স্বাগতম

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধইন্যা পাতা..... ;)

৮| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

গেম চেঞ্জার বলেছেন: ভালাভুলা আর থাকি কিরাম! সামু যা সব শুরু কর্ছে!! :-<

আপনে তো ম্যালা দিন ধরে ছিলেন। যাউকগা মাঝখানে কয়েকদিন। অক্ষণে রি-ইস্টার্ট কইরালান!!

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবাই একলগে পথ চললে সামু ঠিক করা ব্যাফার না, কি প্রবলেম শুরু করছে কন তো ভ্রাতা.....

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: আসুন, আবার নিয়মিত হয়ে যান.......

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আসবো, পুরাতন পাপী আরো নিয়ে আসবো..... :)

১০| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আছি ভাইয়া। আমি এখনো ব্লগে মাঝে মাঝে উঁকি মারি। কেমন আছেন ? নতুন করে "আহলান ওয়া সাহলান"।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হমমম
আমরা তো উঁকি মারাও ছেড়ে দিচিলাম। এখন আবার আসার চেষ্টা করবো, আপনাদের সাথে থাকবো। :)

১১| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

নতুন বলেছেন: :)

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: B-))

১২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

গেম চেঞ্জার বলেছেন: এই যেঃ এইখানে ক্লিকান

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই রকম টুকটাক সমস্যা তো সব সময়েই ছিলো এবং থাকবেই। এগুলো নিয়েই এগিয়ে যেতে হবে......

১৩| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

মোঃ আমানউল্লাহ বলেছেন: ওয়েলকাম ব্যাক

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধইন্যাপাতা বাই.....
কিরাম আছেন.......?

১৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭

রোষানল বলেছেন: না

১৫| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

নতুন পাগলে ভাত পায় না পুরাতন পাগলের আমদানি :P এই নিক বাদ দিয়া ছাইয়া নিক নিয়া মাঠে নামেন জাহাজে কইরা হিট নিয়া যাইতে পারবেন ছিঃ ছিঃ এর জন্য =p~

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হেরে বাই
আপনি আমাগো পুরান বাই
বালা আছেন তো?

১৬| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

রাজীব বলেছেন: এখনো আছি।
পুরোনোদের অভাব বোধ করি।
সামুর প্রতি ভালোবাসা এসে গেছে। ছাড়তে পারি না।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভালবাসা কাকে কয়
একটা সময় সামুর প্রতি এমন বলুবাসাই ছিলো....

ভাল আপনারা ধরে রেখেছেন...... ধন্যবাদ।

১৭| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের বাড়ী ফিরতে কি আবার অনুমতি লাগে নাকি!!!

যখন খূশি তখন ব্যাক করুন! সাজিয়ে নিন নিজের মত! আমাদেরতো যাবার জায়গা নেই- তাই
সেই নার্সারী থেকে যে শুরু-আর ছাড়িনি গুরু ;)

২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হাহাহা
আমার জাওয়ার এখন অনেক জায়গা, বিকজ আমি এখন যাযাবর সো নো চিন্তা ফুরতি কর টাইপ ;)
এনিওয়ে আপনাদের পেয়ে ভাল লাগলো। :)

১৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৩

মামুন রেজওয়ান বলেছেন: আমি নতুন বান্দা এবং নিয়মিতই বলতে পারেন।

২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার ব্লগ ঘুরে আসলাম, ভাল লিখেন :)
চালিয়ে যান, ব্লগ থেকে পাওয়ার অনেক কিছু আছে। :)

১৯| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:২১

মহা সমন্বয় বলেছেন: ওয়েলকাম ব্যাক !:#P

২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধইন্যা পাতা ভ্রাতা ;)

২০| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩

ইকবাল হোসাইন সুমন বলেছেন: হে হে !! দিলাম আওয়াজ!!!
হুইঞ্চছেন নি?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জ্বে ভাই শুনলাম
ভাল আছেন তো? ;)

২১| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

শরতের ছবি বলেছেন: আমি নুতন , বেশিদিন হয় নাই ,তয় আপ্নারে স্বাগতম । নতুন বইলা অবহেলা কইরেন্না ।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নতুনদের হাতেই তো এখন ঝান্ডা, অবহেলা করমু কেরে? পুরো উদ্যমে উড়ায়ে দেন......

২২| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

ডট কম ০০৯ বলেছেন: আওয়াজ দিলাম।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঠক ঠক
দুস্ত সুস্থ আছেন তো? :)

২৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: আসেন ভাই ,তবে আগে একটা মেইল দিয়া নিক চেঞ্জ কইরা নিয়েন কায়রো র যায়গায় নিউইয়র্ক B-)

ওয়েলকাম ব্যাক :)

২৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৩

কাবিল বলেছেন: হাত তুলেছি---

২৫| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

সাদা মনের মানুষ বলেছেন:

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাইক একটু দুরে নেন প্লিজ, কানে লাগে ;)

২৬| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কথায় আছে "পুরান চাউল ভাতে বাড়ে "
পুরান কিনা যানিনা ৬ বছর এখানে , কতজন কে হারায়েছি ব্লগিংগে আপনাকে ফিরে পেয়ে খুশি হলাম।

২৭| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

রাবার বলেছেন: পুপা B-))

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধইন্যা :)

২৮| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

প্রামানিক বলেছেন: হা হা হা অসুবিধা নাই আমরা আছি।

২৯| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: আমি মাঝে মাঝেই আসি

৩০| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

পলক শাহরিয়ার বলেছেন: স্বাগতম! কেমন আছেন?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ বাইছাব
আমি ভালা আছি, আপনি ভালা আচেন তো?

৩১| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

অলওয়েজ ড্রিম বলেছেন: আসসালামু আলাইকুম। কেমন আছেন?

একদিন সন্ধ্যায় ছবির হাঁট দিয়ে ভিতরের দিকে পার্কে বসে পরিচয় হয়েছিল। কা_ভা সহ আরও অনেক ব্লগার ছিলেন। আমার মনে আছে আপনার সম্ভবত মনে নাই।

যাক আবার ঝাঁপিয়ে পড়েন। সামুর সমুদ্রে আপনার সাঁতার শুভ হোক।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মনে আছে কয়েকজন ভাইবেরাদারের সাথে দেখা হয়ে ছিলো, আজ জেনে ভাল লাগলো যে সেদিন আপনার সাথেই দেখা হয়েছিলো। আসেন আরেকবার ভার্চুয়াল কুলাকুলি করি :)

৩২| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ঢাকাবাসী বলেছেন: ওয়েলকাম ব্যাক। ভাল তো?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হেলু বেরাদার......
কিরাম আছেন, আমি ভালা আছি তো ;)

৩৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

রাজু বলেছেন: আমি একেবারেই নতুন, এখন আমি কি করবাম..!!??

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: নিয়মিত লেখালেখি করেন, সমসাময়ীক ইস্যু নিয়ে একের পর এক পোষ্ট দেন, নেটওয়ার্ক তৈরীকরেন। সামু আবার জাগিয়ে তুলেন, আমরা পিছে আছি। :)

৩৪| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৬

আরণ্যক রাখাল বলেছেন: আছি তো। পুরাতন নই, তবে পড়ার জন্য, মন্তব্য করার জন্য, সাথে থাকার জন্য-আছি।
নতুন পুরাতন কোন ফ্যাক্ট না

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: :) আমরাও সাথে আছি......

৩৫| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৭

টনি বলেছেন: স্বাগতম ব্রাদার। আগের মত নিয়মিত না হলেও মাঝে মাঝে একটু আধটু ঢু মারি।অনেক দিনের মায়া ধরে আছে তো। এখন যেসব টপিকস নিয়ে লেখালেখি হয় তাতে সত্যি কথা বলতে কি লেখার ইচ্ছা হয় না।তাছাড়া নতুনদেরও তো সুযোগ করে দিতে হবে ।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ ব্রাদার
অনেক মায়া ছিলো এই সামুর প্রতি, এখনো আছে বাট আগের মত না। আবার শক্ত সারকেল গড়ে উঠলে আবার মায়া বাড়বে। সেক্ষেত্রে সামু কর্ত্রিপক্ষের সাহায্য লাগবে, তাদেরই প্লাটফর্ম তৈরী করে দিতে হবে।

৩৬| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭

মনুমনু বলেছেন: আমারে পুরান পুরান লাগেনি বাই.........

৩৭| ০২ রা মে, ২০১৬ বিকাল ৩:১২

রাঙা মীয়া বলেছেন: আছি বাই ! ;)


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.