নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

দয়াকরে চোখের সামনে যা দেখেছেন সেটাকে মনের ভিতর পোষা ঘৃণা দিয়ে বিচার করবেন ন

০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:০২

দেশের এই মর্মান্তিক ঘটনাকে জোর করে ইন্ডিয়ার #র এর কাজ প্রমান করতে চাওয়ার মানে কি? এটা কি নির্বুদ্ধিতা নাকি সজ্ঞানে ভারত কিংবা আমেরিকার ঘাড়ে দোষ চাপিয়ে ইসলামের কলঙ্কক মুছার চেষ্টা? #আইএস ইসলামকে রিপ্রেজেন্ট করে এটা কেউ বলে না, কিন্তু আপনারা যেইভাবে আইএসের দোষ গোপন করতে উঠে পরে লেগেছেন তাতে এটাই বুঝায় যে আইএস ইসলামকে রিপ্রেজেন্ট করে তাই ইসলামকে রক্ষা করতে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন.

দয়াকরে চোখের সামনে যা দেখেছেন সেটাকে মনের ভিতর পোষা ঘৃণা দিয়ে বিচার করবেন না.

সাদাকে সাদা বলুন কালোকে কালো.

আর হ্যা, মনে মনে এটা ভেবে শান্তি পাইয়েন না যে, আমি যেহেতু কুরআনের আয়াত পারি কাজেই আমি কখনো এমন পরিস্থিতিতে পড়লে আইএস আমাকে ছেড়ে দিবে, একবার খেয়াল করে দেখুন ইরাক আফগান আর পাকিস্তানের ঘটনা সমূহের কথা. মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল কোন কিছুই বাদ থাকে না তাদের আক্রমন থেকে.

গত পাঁচ বছরে জুমার নামাজরত অবস্থায় কতজন মুসল্লি প্রাণ হারাইছে চিন্তা সেটা হিসেবে করে তারপর আইএসকে সাপোর্ট দিন.

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লিখেছেন।

২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:০৮

ভাবনা ২ বলেছেন: হক কথা বলেছেন

৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সব দোষ ইহুদি-নাসারা-হিন্দুস্থানিদের আর আমরা ধুয়া তুলসিপাতা!

৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৩৪

ইমরান আশফাক বলেছেন: সাদাকে সাদা বলুন কালোকে কালো

মোটা দাগে এটিই হচ্ছে মুল কথা, ছোট্ট কথা কিন্তু খুবই ওজনদার। আপনার মিসরীয় বন্ধুরা কিভাবে দেখছে ব্যাপারটা?

৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩২

অতৃপ্তচোখ বলেছেন: ভালো বলেছেন। অসংখ্য শুভেচ্ছা নিবেন।

৬| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫২

মুদ্‌দাকির বলেছেন:

সত্য এড়িয়ে চলা হয়ত আমাদের অভ্যাস, এজন্যই অকারনে যত বিপদ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.