নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

আসল এতিম...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

এতিমদের টাকা আত্মসাত করার অভিযোগে (সত্য/মিথ্যা) সাবেক প্রধানমন্ত্রীর সাজা হলো।

আমরা তো শালার এতিমের ঘরের এতিমদের চেয়েও জঘন্য অবস্থায় আছি।

আমাদের ব্যাংকে রাখা টাকা লুট হয় বিচার হয় না
আমাদের রাষ্ট্রীয় হাজার কোটি টাকা পাচার হয় বিচার হয় না
দুর্নীতি করে আমাদের পকেটের লক্ষ কোটি টাকা বিদেশ চলে যায় বিচার হয় না।
শেয়ার বাজাড়ে জমা রাখা আমাদের স্বপ্নের চেক আরেকজন ভাঙ্গিয়ে খায় বিচার হয় না
আমাদের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নেয়া হলো বিচার হয় না
কষ্ট করে লেখা পড়া শেষ করেও কোটার প্যাচে পড়ে সুন্দর স্বপ্ন মুকুলেই ঝড়ে যায় কোন বিচার পাই না।

বিচার কোনদিন পাবো ও না, তবে মৌখিক প্রতিবাদ করে যাই সকল অন্যায়ের বিচার চাই। আমরা আম পাবলিকের টাকা আত্মসাতকারী সকল ডান/বাম নেতার বিচার চাই.....

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


১ম বার স্টক মার্কেটে ডাকাতীর পর বেগম জিয়া ক্ষমতায় এসেছিলেন, বিচসার করেননি; সেজন্য উনার বিচার হয়েছে প্রথম; বাকীদের বিচারের পথ খোলা হয়েছে; এরশাদের পর, উনার হলো; সামনে আরো হবে।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

শাহিন-৯৯ বলেছেন: অর্থনীতিবিদ বারাকাতুরে চিনেন? যিনি সারাদিন মেীলবাদী অর্থনীতি নিয়ে কথা বলেন, তাঁর মাধ্যমে কত টাকা সরিয়েছেন জানেন? মাত্র ৫৫০০ কোটি টাকা!!! এরা অর্থনীতি আর শিক্ষা ব্যাবস্থা খুব দ্রুত নষ্ট করে দিচ্ছে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

প্রািন্ত বলেছেন: চাঁদগাজী ভাই এর সাথে আমি সম্পূর্ণ একমত। বিচারের রাস্তা সবে খোলা হলো, সেই সাথে একটি রাজনৈতিক কালচারও তৈরী হলো বলে আমার মনে হয়। ভবিষ্যতে আমরা অনুরূপ অনেক বিচার দেখব।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুরো দেশটাই এতিম।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: আসল কথা হলো ক্ষমতা।

ক্ষমতার নেশা খুব খারাপ নেশা। মানুষকে কুত্তা বানিয়ে দেয়।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

আবু তালেব শেখ বলেছেন: সব দুর্নীতি বাজদের বিচার হোক

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: গজ্ঞলের বিচার হউক এঠাই চাই ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

ইমরান আশফাক বলেছেন: যখন আমাদের দরকার সকল দলের মধ্যে সৌহাদ্র, সম্পৃতি ও একতা তখনই উনাদের মধ্যে যাবতীয় বিরোধ মাথাচারা দিয়ে উঠে। আমাদের দেশ যে এখন বহিশত্রু দ্বারা আক্রান্ত এই জিনিসটা কি উনাদের খেয়াল আছে?

বিএনপি তার নিজের ভুলেই এখন বিলিন হওয়ার পথে, এবং আওয়ামী লিগ ও এই অবস্হায় বেশীদিন টিকে থাকতে পারবে না। অন্য দলগুলি সুবিধাবাদী ও একজন নেতা ভিত্তিক দল। নেতা শেষ তো দলটিই শেষ।

তবে স্হান কখনো শুন্য থাকবে না, অন্যেরা এসে সেটা পূরন করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.