নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হয়তো সবকিছু ভুল আর আমি ঠিক। নাহলে আমি ভুল সব ঠিক

বিডিগল্প ২৪

আমি আর সে দুজন দুজনার পথ হারানোর সাথি। ও ভাবতে ভালোবাসে আর আমি ভাবাতে ভালবাসি।

বিডিগল্প ২৪ › বিস্তারিত পোস্টঃ

জাভেদ আলি সেরা এবং অদ্বিতীয়।

১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৩



হিন্দি গানের জগতে রেহমানের সুর নিয়েই থাকতাম। তখনও সান,শনু,ফাতেহ আলি এসব গুনি শিল্পির মাঝে নিজেকে আটকে রাখি। হটাত একি শুললাম। কন্ঠতো নয় যেন মধু। একবার , দুবার,তিনবার,চলল সারা দিন। উহ । একি শুনছি ???

গাজিনী ফিল্মের গান। গুজারিশ। এই প্রথম্বার মনে হলো এ,আর রেহমানের যতটা চায় তার চেয়ে বেশি শিল্পি দিতে পেরেছে। তাড়াতাড়ি নেটে খোজ নিলাম। শিল্পি হলো জাভেদ আলি আর শনু নিগাম। হামিংটা শুধু শনু নিগাম দিয়েছে।

যাহক জাবেদ আলি সবগুলো গান সংগ্রহ করে নিলাম।

সবগুলো গান অবশ্য ভাল লাগেনি, কিছু কিছু নআগে শুনেছি কিন্তু যে এটা যে জাভেদের গান তা জানতাম না, ধীরে ধীরে জাভেদের মাঝে ঢুকে গেলাম। যে গান গুলো শুধু ভালোই লাগেনি এখনো সময় পেলে গেয়ে শুনাই।

১। গুজারিশ

২। কেহনে কো বাহারা

৩। তুহি হাকিকাত

৪। কায়সে কাহে আল্বিদা

৫/ আজা ও মেরি তামন্না

৬। তুম মিলে

৭। রাঞ্ঝা রাঞ্ঝা

৮। গালে লাগ যা

৯। একদিন তেরি বাহমে

১০। নাগানা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.