নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট দুটি মজার বিষয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

অনেকেই জানেন ব্যাপারটা। যারা জানেন তারা দয়া করে জ্ঞান ফলাতে আসবেন না। আর যারা জানেন না তাদের জন্যেই এই পোস্ট।



* ৯ হচ্ছে এমন একটা সংখ্যা যা ধারা ৯ পর্যন্ত গুন করলে যে ফলাফল বের হয় তা যোগ করলে নয়ই আসবে।

যেমনঃ

৯x১=৯

৯X২= ১৮(১+৮=৯)

৯X৩=২৭(২+৭=৯)

৯X৪=৩৬(৩+৬=৯)

৯X৫=৪৫(৪+৫=৯)

৯X৬=৫৪(৫+৪=৯)

৯X৭=৬৩(৬+৩=৯)

৯X৮=৭২(৭+২=৯)

৯X৯=৮১(৮+১=৯)





*ফিবোনাচ্চিঃ অনেকেই ফিবোনাচ্চির নাম শুনেছেন। এটা অংকের বিশাল রাজ্যের একটা টপিক। আসুন দেখি ফিবোনাচ্চি কিভাবে হয়ঃ





১২

১৯

৩১

৫০

৮১

১৩১

২১২

৩৪৩

৫৫৫

৮৯৮……………………………….



কিছু বুঝলেন কী?

প্রথম দুটি সংখ্যার যোগ করুন। ৫+৭= ১২। তারপর আবার ১২ এর পরের সংখ্যার সাথে ১২কে যোগ দিন। ১২+১৯=৩১। আবার ৩১এর পরের সংখ্যার সাথে ৩১কে যোগ দিন। ৩১+৫০=৮১। এভাবে ক্রমান্বয়ে যোগ দিন। পর্যায়ক্রমে দুটো সংখ্যার যোগফলের সাথে পরের সংখ্যার যোগ দিয়ে যাবেন। আর এটাকেই বলা হয় ফিবোনাচ্চি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: জানতাম না! এখন জানলাম :) থেঙ্কু!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪

অর্থনীতিবিদ বলেছেন: ৯ সংখ্যাটির তাৎপর্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ৯ সংখ্যাটি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে মিশে আছে। জন্ম তারিখ, জন্মমাস, জন্মবছর, পড়াশোনা ইত্যাদি অসংখ্য ক্ষেত্রে আমি আমার জীবনে ৯ সংখ্যাটি দেখতে পাই।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

শূন্য পথিক বলেছেন: একটা কিশোর ম্যাগাজিনে পড়েছিলাম। ধন্যবাদ।।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

হেডস্যার বলেছেন:
অনেকেই জানেন ব্যাপারটা। যারা জানেন তারা দয়া করে জ্ঞান ফলাতে আসবেন না।


ব্লগে পোষ্ট দেয়ার আগে ভদ্রতা জ্ঞান শেখাটা জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.