![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই জানেন ব্যাপারটা। যারা জানেন তারা দয়া করে জ্ঞান ফলাতে আসবেন না। আর যারা জানেন না তাদের জন্যেই এই পোস্ট।
* ৯ হচ্ছে এমন একটা সংখ্যা যা ধারা ৯ পর্যন্ত গুন করলে যে ফলাফল বের হয় তা যোগ করলে নয়ই আসবে।
যেমনঃ
৯x১=৯
৯X২= ১৮(১+৮=৯)
৯X৩=২৭(২+৭=৯)
৯X৪=৩৬(৩+৬=৯)
৯X৫=৪৫(৪+৫=৯)
৯X৬=৫৪(৫+৪=৯)
৯X৭=৬৩(৬+৩=৯)
৯X৮=৭২(৭+২=৯)
৯X৯=৮১(৮+১=৯)
*ফিবোনাচ্চিঃ অনেকেই ফিবোনাচ্চির নাম শুনেছেন। এটা অংকের বিশাল রাজ্যের একটা টপিক। আসুন দেখি ফিবোনাচ্চি কিভাবে হয়ঃ
৫
৭
১২
১৯
৩১
৫০
৮১
১৩১
২১২
৩৪৩
৫৫৫
৮৯৮……………………………….
কিছু বুঝলেন কী?
প্রথম দুটি সংখ্যার যোগ করুন। ৫+৭= ১২। তারপর আবার ১২ এর পরের সংখ্যার সাথে ১২কে যোগ দিন। ১২+১৯=৩১। আবার ৩১এর পরের সংখ্যার সাথে ৩১কে যোগ দিন। ৩১+৫০=৮১। এভাবে ক্রমান্বয়ে যোগ দিন। পর্যায়ক্রমে দুটো সংখ্যার যোগফলের সাথে পরের সংখ্যার যোগ দিয়ে যাবেন। আর এটাকেই বলা হয় ফিবোনাচ্চি।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
অর্থনীতিবিদ বলেছেন: ৯ সংখ্যাটির তাৎপর্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ৯ সংখ্যাটি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে মিশে আছে। জন্ম তারিখ, জন্মমাস, জন্মবছর, পড়াশোনা ইত্যাদি অসংখ্য ক্ষেত্রে আমি আমার জীবনে ৯ সংখ্যাটি দেখতে পাই।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২
শূন্য পথিক বলেছেন: একটা কিশোর ম্যাগাজিনে পড়েছিলাম। ধন্যবাদ।।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮
হেডস্যার বলেছেন:
অনেকেই জানেন ব্যাপারটা। যারা জানেন তারা দয়া করে জ্ঞান ফলাতে আসবেন না।
ব্লগে পোষ্ট দেয়ার আগে ভদ্রতা জ্ঞান শেখাটা জরুরী।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: জানতাম না! এখন জানলাম
থেঙ্কু!