নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক দিবস। আবার শিশু শ্রমিক।

০১ লা মে, ২০১৪ রাত ৮:৩৩

আজকের শ্রমিক দিবসের বড় উদাহরন হতে পারে এই শিশুটি।

যাত্রাবাড়ীর একটি এলাকার এক গলিতে খুব ভালো পুরি,পেয়াজু,ছোলা বানায়। সেখানে প্রায়ই খেতে যাই। ছেলেটিকে প্রায়ই দেখি। পানি এগিয়ে দেয়,সালাদ এনে দেয়।

খুব মিস্টি দেখতে ছেলেটি। কেনো যেনো মায়া লাগে অনেক দেখতে।

আজ একটু কথা বললাম ছেলেটির সংগে ।

কথা বলে জানতে পারলাম। ছেলেটির নাম রুবেল। বাড়ী সিলেট। বাবা মারা গেছে অনেক আগেই। মা সিলেটেই থাকে। রুবেলের বড় বোন এখানে থাকে। তাই রুবেল এখানে এসেছে। এবং এই ছোট্ট হোটেলে ছোটখাটো কাজ করে। সব থেকে অবাক হলাম ওর বেতন মাত্র দেড় হাজার। যদিও তিন বেলা খাওয়ায়।

আর ও কতহ্মন কাজ করে জানেন???

মাত্র ১৭ ঘন্টা। হ্যা ঠিকই শুনেছেন ১৭ ঘন্টাই।

সকাল ছয়টায় হোটেলে আসে। কাজ শুরু করে দেয়। সকালে মানুষ এর ডাল-পরোটা খাবার ভিড়। দুপুরে নানা রকমের তরকারী সহ ভাত খাবার ভিড়। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় পুরি,পেয়াজু,আলুর চপ,ছোলা ইত্যাদি খাওয়ার ভিড়। আবার রাতে ভাত খাবার ভিড়।

হোটেল বন্ধ হয় রাত এগারোটায় । আর এই ১৭ ঘন্টাই টানা কাজ করে ছেলেটি।

শুনে এতো খারাপ লাগছিলো বলার বাহিরে।

আসার সময় ছেলেটার হাতে দশটা টাকা গুজে দিয়ে বল্লাম,নে কিছু খাইস।

এর বেশী কিছু দেবার সামর্থ্য আমার ছিলো না। :)

শ্রমিক দিবস নিয়ে আমরা অনলাইনে কত বড়বড় বুলি ছাড়ি অথচ বাস্তবে শ্রমিকেরা যাই থাকে তাই থেকে যায়।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.