নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল ও জাতীয় পতাকা।

২৩ শে মে, ২০১৪ রাত ৯:১৮

প্রতি বিশ্বকাপ ফুটবলের সময়ই বাংলাদেশের শহরে বন্দরে গ্রামে গঞ্জে প্রিয় দলের পতাকা লাগানো হয়। একটা সময় বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল এলেই



লাগানো হত আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা। যেনো বিশ্বকাপ ফুটবল এই দুই দেশই খেলে। এখনও প্রেক্ষাপট প্রায় একই রয়েছে।

তবে ইতালি,ফ্রান্স,জার্মান এর ভক্ত রয়েছে অনেক। কিংবা হালের স্পেন-পর্তুগাল।

বিশ্বকাপ ফুটবলে বাসার ছাদে ছাদে প্রিয় দলের পতাকা লাগানো একটা ঐতিহ্য হয়ে গেছে। এক এলাকার থেকে আরেক এলাকার পতাকা বড় কিংবা



প্রতিপক্ষ ভক্তদের প্রিয় দলের পতাকার থেকে নিজের প্রিয় দলের পতাকা বড় হতেই হবে।

পতাকার বাহার দেখতে চাইলে যাওয়া উচিত ঢাকার গাবতলী ছাড়িয়ে আমিন-বাজারে। সেখানে যে যত পতাকা রয়েছে তা বোধহয় সারা বিশ্বেই নেই।



বিশ্বকাপ ফুটবল আসলেই বাংলাদেশের একদল মানুষ জেগে উঠে। তাদের জেগে উঠার বিষয় বাংলাদেশের পতাকা। তাদের দাবি প্রিয় দলের পতাকা লাগালে



তার উপর বাংলাদেশের পতাকা লাগাতে হবে। অন্য দেশের পতাকার উপর আমাদের দেশের পতাকা লাগালে সম্ভবত আমরা তাদের চেয়ে উচু স্থানে আছি



এইটা তাদের ধারনা।

ব্যাপারটা বেশী দেখা যায় অনলাইন জগতে। ধরা যাক একজন ভক্ত তার প্রিয় দলের পতাকা লাগালো বাসার ছাদে। তার ছবি তুলে অনলাইনে প্রকাশ



করলো। সেইখানে জুটে যাবে একদল মানুষ। তারা নানান ভাবে বুঝাতে চেস্টা করে অন্য দেশের পতাকার উপর নিজের দেশের পতাকা লাগাতে হবে।

আচ্ছা আমরা এতো বোকা কেনো?

এই বোকামির কারনেই কি আজও আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে পড়ে আছি।

অন্য দেশের পতাকার উপর নিজের দেশের পতাকা না লাগালে নাকি দেশপ্রেম দেখানো যাবে না।

কি হাস্যকর কথাবার্তা ।



আচ্ছা আপনি কি জানেন বাংলাদেশের পতাকা টানানোর নিয়মাবলী?

হ্যা আপনাকেই বলছি ।

আপনি তো অনলাইনে দেশপ্রেম নিয়ে কথা বলতে বলতে কী-বোর্ডে ঝড় তুলেন।

আপনি বলেন অন্য দেশের পতাকার আগে নিজের দেশের পতাকা লাগাতে হয়।



বাংলাদেশের পতাকা লাগাতে চাইলে পতাকা কিনতে হয়। বাংলাদেশে পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ হতে হয় ১০:৬ । মাঝের লাল বর্ণের বৃত্তটির ব্যাসার্ধ



দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ । অথচ বাংলাদেশের কয়টা হকার এই নিয়ম জানে?

বাংলাদেশের যেসকল পতাকা বাসাবাড়ীর ছাদে উড়ে তার বেশীরভাগই বানানোর পদ্ধতি সঠিক নয়।



অন্য দেশের পতাকা লাগালে একবারই লাগানো হয়। প্রায় এক মাস এভাবেই থাকে। কিংবা বিশ্বকাপ শেষ হলেও তা নামানো হয় না।

সেই পতাকার উপর বাংলাদেশের পতাকা লাগালেও একই ভাবে থাকবে।

অথচ বাংলাদেশের পতাকা উড়ানোর নিয়ম হচ্ছে দিনের শেষে মানে সন্ধ্যার সময় পতাকা নামাতে হবে।

কয়টা মানুষ এই নিয়ম জানে?

আপনাদের কথানুযায়ী এভাবে বাংলাদেশের পতাকা উড়ালে বাংলাদেশের পতাকার অসম্মান হবে।



বিশ্বকাপ ফুটবল হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ।

যে শো গ্রেটেস্ট সেই শোয়ের ভক্তদেরও গ্রেট হতে হবে।

পতাকা দিয়ে দেশপ্রেম না দেখিয়ে পারলে মাঠে নেমে দেশের মানুষের জন্য কিছু করুন তখন পূর্ণ সাপোর্ট দিবো।



বাংলাদেশের পতাকা টানানোর নিয়ামবলি দেখতে এই লিংকে ক্লিক করুননিয়ম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.