![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটাকে ভন্ডামি বলবো না আহসান হাবিবের কিঞ্চিত ভুল বলবো এই ব্যাপারে আমি সন্ধিহান। কেননা আহসান হাবিবের লেখার আমি ভক্ত।
গত সাত জুলাই ২০১৪ । রোজ সোমবার প্রথম আলোর রস্আলো এর শেষ পাতায় আহসান হাবিবের নাম দিয়ে একটি লেখা ছাপা হয় যার নাম,"ফান-জ্যাম"।
লেখাটি প্রায় সম্পূর্ণ বিদেশী একটি লেখকের লেখা কপি করা।
প্রথমে দিচ্ছি আহসান হাবিবের লেখার অনলাইন লিংকঃ ফান জ্যাম
এবং লেখাটি কপি করা হয়েছে বিখ্যাত ব্রিটিশ লেখক জেফরি আর্চার এর একটি লেখা থেকে। যে লেখাটি বাংলায় অনুবাদ করেছেন "অনিশ দাস অপু"। এবং অনিশ দাস অপু অনুবাদকৃত লেখাটি ব্যাবহার করেছেন তার বিখ্যাত বই হিচহাইকারে। বইটির দশ নাম্বারে গল্পটি আছে। বাংলায় গল্পটির নাম দেয়া হয়েছে,"ঝাড়ুদার ইগনাশিয়াস"
এই হচ্ছে হিচহাইকার এর লিংকঃ হিচ হাইকার
কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৮
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দেখেন
২| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩১
রাবেয়া রব্বানি বলেছেন: এমন হয় মাঝে মাঝে লেখকদের মাঝে কা্কতাল হয়।। তবে কপি পেষ্ট বুঝা যাবে।কি জানি এমন কেন করবেন তিনি
৩| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪২
রাজিব বলেছেন: একই লেখা কি দুজন মানুষ অনুবাদ করতে পারেন না? আমি নিজে ভার্জিনিয়া উলফের A Room of One's Own অনুবাদ করি এবং দৈনিক ইত্তেফাকে ১৯৯৮ সালে ধারাবাহিক ভাবে ছাপা হয়। তার ২-৩ বছর পর ঐ বইটি আরেকজন অনুবাদ করেন এবং বইমেলায় আসে।
আজ সকালেই আমি আলেক্স হিলির একটা রচনা বাংলায় অনুবাদ করে দিয়েছি এ ব্লগে। কাল যদি আপনি অনুবাদ করতে চান তাহলে কি আপনি কপি পেস্ট করলেন?
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩২
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: অনুবাদ করতে পারেন না সেটা কি আমি বলেছি????
ধরলাম উনি অনুবাদ করেছেন।
তাহলে উনি লেখাটার নীচে মুল লেখকের নাম দিলেন না কেনো?????
৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২
কেএসরথি বলেছেন: ছেলে ভালো, শুধু মাঝে মাঝে লেখা কপি করে
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হে হে হে
৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫০
রাজিব বলেছেন: মুল লেখকের নাম না দিয়ে অবশ্যই অন্যায় করেছেন।
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: জ্বী ভাইয়া আমার আপত্তি এখানেই।
৬| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখালেখি জগতে এইসব হয় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থাইক্যাই, ভবিষ্যতেও হবে যতদিন গুগুল ট্রান্সলেটর ১০০ভাগ সক্ষম না হইতাছে।
তবে, ঋণ স্বীকারটা সভ্য মানুষের আচরণ বলে গণ্য হয় এই আর কি! কিন্তু হজম করে ফেলতে পারলে সমস্যা দেখি না। যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ চুরি চালাইয়া যাওয়া উত্তম মনে করি। ধরা খাইলে একটা তকমাই জুটবে। আর তা হলো চোর। এমন কত চোর সসম্মানে জগতে বাস করতাছে!
১০ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৯
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দেশটাই চোরের আয়ত্বে -_-
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬
খাটাস বলেছেন: আজিব ব্যাপার বললেন। পড়ে দেখি।